নয়াদিল্লি, 28 মে : বিশেষভাবে সক্ষম এক শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ায় বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ডিজিসিএ (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) ৷ শনিবার ইন্ডিগোকে 5 লক্ষ টাকা জরিমানা করেছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA imposes Rs 5 lakh fine on IndiGo for denying boarding to specially abled child) ৷ জানা গিয়েছে, গত 7 মে রাঁচি বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে ৷ ঘটনার প্রতিবাদে শিশুটির অভিভাবকরাও আর বিমানে চড়েননি ৷
-
DGCA imposes Rs 5 lakh fine on IndiGo for denying boarding to specially abled child at Ranchi airport on May 7
— Press Trust of India (@PTI_News) May 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">DGCA imposes Rs 5 lakh fine on IndiGo for denying boarding to specially abled child at Ranchi airport on May 7
— Press Trust of India (@PTI_News) May 28, 2022DGCA imposes Rs 5 lakh fine on IndiGo for denying boarding to specially abled child at Ranchi airport on May 7
— Press Trust of India (@PTI_News) May 28, 2022
তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযগের সাফাই দিতে গিয়ে গত 9 মে ইন্ডিগো কর্তৃপক্ষ জানায়, শিশুটি বিমানে উঠতে ভয় পাচ্ছিল, সেকারণেই তাকে আর রাঁচি থেকে হায়দরাবাদগামী বিমানে উঠতে দেওয়া হয়নি ৷ শিশুটির অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গড়েছিল ডিজিসিএ ৷ সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই বিমানসংস্থাটিকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ ৷
আরও পড়ুন : পবিত্র চারধাম যাত্রায় 91 জন তীর্থযাত্রীর মৃত্যু
বিশেষভাবে সক্ষম ওই শিশুটিকে সামলানোর জন্য যে দায়িত্বের পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল ইন্ডিগোর কর্মীরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলেন বলে ডিজিসিএ জানিয়েছে ৷