অযোধ্যা, 12 অক্টোবর: সামনের বছর 22 জানুয়ারি অযোধ্যার রামলালা মন্দিরের উদ্বোধন ও দর্শনের জন্য আমন্ত্রিতদের তালিকা তৈরি করে ফেলেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিভিন্ন বিশিষ্ট্য ব্যক্তি ও সাধু-সন্তদের আমন্ত্রণ জানানো হবে রামমন্দিরের উদ্বোধনীতে ৷ তবে সে দিন শুধু আমন্ত্রিতদেরই সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ 26 জানুয়ারি থেকে রামলালা মন্দিরে দর্শন ও পুজোর জন্য সারা বিশ্বের ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন যে, "ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সময়, কিছু বিশিষ্ট্য ব্যক্তি আমন্ত্রিত রয়েছেন, যাঁদের জন্য বিশেষ প্রোটোকল মেনে চলার প্রয়োজন রয়েছে ৷ ট্রাস্টের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও কর্মসূচি চলাকালে ব্যস্ত থাকবেন । এই পরিস্থিতিতে প্রত্যেক ভক্তকে যথাযথ সম্মান ও নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না ৷ তাই আমরা অনুরোধ করছি যে, 22 জানুয়ারির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরই শুধু উপস্থিত থাকতে হবে ।"
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই আরও বলেন যে, "26 জানুয়ারির পরে আমরা সারা দেশ থেকে নয়, সারা বিশ্বের রাম ভক্তদের অযোধ্যায় এসে রামলালার পুজো করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি । প্রত্যেকেরই তাঁদের সুবিধা অনুযায়ী তারিখ নির্ধারণ করা উচিত । কখন আমেরিকার লোক আসবেন, কখন ব্রিটেনের লোক আসবেন, কখন কানাডার লোকেরা আসবেন, এটা তাঁদের ইচ্ছার উপর নির্ভর করছে ।"
আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে পাকিস্তানের হিন্দুদেরও আমন্ত্রণ জানানো হবে, জানালেন চম্পত রাই
তিনি আরও জানান যে, আবহাওয়ার কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যের মানুষকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করা হয়েছে ৷ তাঁর কথায়, "উদাহরণস্বরূপ, দক্ষিণ ভারতের লোকেরা শীতের মাসগুলিতে আসতে অসুবিধা বোধ করবেন । এই বিষয়টি মাথায় রেখে আমরা একটি কমিটি গঠন করব এবং টেলিফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রাজ্যের লোকদের বিভিন্ন সময়ে অযোধ্যায় আসার আমন্ত্রণ জানাব । আমরা তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করব । আমরা সারা বিশ্বকে ভগবান রামের দর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।"