ETV Bharat / bharat

Devotee Donates Tomatoes: 51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন, তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা

মহার্ঘ টমেটো মন্দিরে নিবেদন করছেন এক ভক্ত ৷ তাও আবার 51 কেজি ৷ এই দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের মন্দিরের অন্যান্য ভক্তরা ৷

Devotee Donates Tomatoes
Devotee Donates Tomatoes
author img

By

Published : Jul 17, 2023, 3:29 PM IST

Updated : Jul 17, 2023, 7:21 PM IST

তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা

আনাকাপাল্লি (অন্ধ্রপ্রদেশ), 17 জুলাই: দেশে এখন মহার্ঘ টমেটো ৷ নিত্যপ্রয়োজনীয় এই সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাধ সেধেছে নাগরিকদের রসনায় ৷ আর টমেটোকে ঘিরেই নানা দিকে ধরা পড়ছে নানা বিচিত্র ঘটনা ৷ এ বার সাক্ষী অন্ধ্রপ্রদেশ ৷ মন্দিরে দান করা হল 51 কেজি টমেটো ৷

একদিকে টমেটো বিক্রি করে কৃষকদের কোটি কোটি টাকা লাভের খবর আসছে ৷ অন্যদিকে, আবার এই পরিস্থিতিতে কৃষকদের কষ্টার্জিত টমেটো চুরির হিড়িক পড়েছে ৷ সেই টমেটো পাহারা দেওয়ার জন্য বাউন্সার রাখার ছবিও সামনে এসেছে ৷ কোনও কোনও বিক্রেতা আবার নিজের বহুমূল্য টমেটো রক্ষা করতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন ৷ কেউ চেয়েছেন পুলিশি নিরাপত্তা ৷ সোশ্যাল মিডিয়ায় টমেটো নিয়ে মিম ও জোকসের বন্যা বইছে ৷ এই অবস্থায় নজরে এল অন্ধ্রপ্রদেশের এক মন্দিরের ঘটনা ৷

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার নুকালাম্মা মন্দিরে একজন ভক্ত ঈশ্বরকে তুলাবুড়া হিসেবে টমেটো নিবেদন করেছেন । মন্দিরে দাঁড়িপাল্লায় ভক্তের ওজনের সমান কোনও দ্রব্য নিবেদনের প্রাচীন রীতিই তুলাবুড়া ৷ বর্তমানে বাজারে এক কেজি টমেটো 120 টাকারও বেশি ৷ এই অবস্থায় দক্ষিণ ভারতের ওই মন্দিরে তুলাবুড়া হিসেবে টমেটো নিবেদন সবার নজর কেড়েছে ৷ মন্দিরে আসা ভক্তরা সবাই বিস্ময়ে তাকিয়ে ছিলেন টমেটো নিবেদনের দিকে ।

আরও পড়ুন: চুরি যাওয়ার আশঙ্কা, টমেটো রক্ষায় বাউন্সার মোতায়েন সবজি বিক্রেতার

আনাকাপল্লির আপ্পারাও এবং মোহিনীর কন্যা ভবিষ্য তুলাভরম নুকালাম্মা মন্দিরে টমেটো নিবেদন করেছেন ৷ ওজন করে দেখা গিয়েছে যে, তিনি 51 কেজি টমেটো নিবেদন করেছেন । এরপর সেই ওজনের গুড় ও চিনি দিয়ে তাঁরা তাঁদের প্রণামীর টাকা দেন । দেবস্থানমের আধিকারিকরা জানিয়েছেন যে, এগুলি আম্মাভারির নিত্যানদানম কর্মসূচিতে ব্যবহার করা হবে । এই দৃশ্য দেখার পর অন্যান্য ভক্তরাও মন্দিরে টমেটো নিবেদন করার ব্যাপারে আগ্রহী হয়েছেন ৷

দেশজুড়ে এমন নানা ঘটনা ঘটলেও এখনও টমেটোর দাম কমার কোনও লক্ষণ দেখা দেয়নি ৷ এই নিয়ে কেন্দ্রকে বিঁধে চলেছে বিরোধীরা ৷ কেন্দ্রের ভুল নীতির কারণেই টমেটোর দাম সাংঘাতিক বেড়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷ যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, প্রতি বছরই মৌসুমী বৃষ্টিপাতের সময় টমেটোর দাম বাড়ে ৷ কিছুদিনের মধ্যে দাম কমবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র ৷

তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা

আনাকাপাল্লি (অন্ধ্রপ্রদেশ), 17 জুলাই: দেশে এখন মহার্ঘ টমেটো ৷ নিত্যপ্রয়োজনীয় এই সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাধ সেধেছে নাগরিকদের রসনায় ৷ আর টমেটোকে ঘিরেই নানা দিকে ধরা পড়ছে নানা বিচিত্র ঘটনা ৷ এ বার সাক্ষী অন্ধ্রপ্রদেশ ৷ মন্দিরে দান করা হল 51 কেজি টমেটো ৷

একদিকে টমেটো বিক্রি করে কৃষকদের কোটি কোটি টাকা লাভের খবর আসছে ৷ অন্যদিকে, আবার এই পরিস্থিতিতে কৃষকদের কষ্টার্জিত টমেটো চুরির হিড়িক পড়েছে ৷ সেই টমেটো পাহারা দেওয়ার জন্য বাউন্সার রাখার ছবিও সামনে এসেছে ৷ কোনও কোনও বিক্রেতা আবার নিজের বহুমূল্য টমেটো রক্ষা করতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন ৷ কেউ চেয়েছেন পুলিশি নিরাপত্তা ৷ সোশ্যাল মিডিয়ায় টমেটো নিয়ে মিম ও জোকসের বন্যা বইছে ৷ এই অবস্থায় নজরে এল অন্ধ্রপ্রদেশের এক মন্দিরের ঘটনা ৷

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার নুকালাম্মা মন্দিরে একজন ভক্ত ঈশ্বরকে তুলাবুড়া হিসেবে টমেটো নিবেদন করেছেন । মন্দিরে দাঁড়িপাল্লায় ভক্তের ওজনের সমান কোনও দ্রব্য নিবেদনের প্রাচীন রীতিই তুলাবুড়া ৷ বর্তমানে বাজারে এক কেজি টমেটো 120 টাকারও বেশি ৷ এই অবস্থায় দক্ষিণ ভারতের ওই মন্দিরে তুলাবুড়া হিসেবে টমেটো নিবেদন সবার নজর কেড়েছে ৷ মন্দিরে আসা ভক্তরা সবাই বিস্ময়ে তাকিয়ে ছিলেন টমেটো নিবেদনের দিকে ।

আরও পড়ুন: চুরি যাওয়ার আশঙ্কা, টমেটো রক্ষায় বাউন্সার মোতায়েন সবজি বিক্রেতার

আনাকাপল্লির আপ্পারাও এবং মোহিনীর কন্যা ভবিষ্য তুলাভরম নুকালাম্মা মন্দিরে টমেটো নিবেদন করেছেন ৷ ওজন করে দেখা গিয়েছে যে, তিনি 51 কেজি টমেটো নিবেদন করেছেন । এরপর সেই ওজনের গুড় ও চিনি দিয়ে তাঁরা তাঁদের প্রণামীর টাকা দেন । দেবস্থানমের আধিকারিকরা জানিয়েছেন যে, এগুলি আম্মাভারির নিত্যানদানম কর্মসূচিতে ব্যবহার করা হবে । এই দৃশ্য দেখার পর অন্যান্য ভক্তরাও মন্দিরে টমেটো নিবেদন করার ব্যাপারে আগ্রহী হয়েছেন ৷

দেশজুড়ে এমন নানা ঘটনা ঘটলেও এখনও টমেটোর দাম কমার কোনও লক্ষণ দেখা দেয়নি ৷ এই নিয়ে কেন্দ্রকে বিঁধে চলেছে বিরোধীরা ৷ কেন্দ্রের ভুল নীতির কারণেই টমেটোর দাম সাংঘাতিক বেড়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷ যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, প্রতি বছরই মৌসুমী বৃষ্টিপাতের সময় টমেটোর দাম বাড়ে ৷ কিছুদিনের মধ্যে দাম কমবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র ৷

Last Updated : Jul 17, 2023, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.