ETV Bharat / bharat

Navratri 2023: নবরাত্রিতে নিজের জিভ কেটে ঠাকুরকে নিবেদন! রক্তাক্ত 2 ভক্তকে হাসপাতালে ভর্তি করল পুলিশ - 2 devotees cut tongue and offered to devi mata

Devotees Cut Tongue Offered to Devi: 2 ভক্তের ভয়ানক কীর্তিতে চাঞ্চল্য মধ্যপ্রদেশে ৷ নবরাত্রিতে দেবীকে খুশি করতে দু'জনেই নিজেদের জিভ কাটলেন ৷ খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে গেল পুলিশ ৷ এখন কেমন আছেন তাঁরা ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 10:51 AM IST

মোরেনা (মধ্যপ্রদেশ), 17 অক্টোবর: ভগবানকে খুশি করে নিজেদের মনোস্কামনা পূরণ করতে ভক্তরা দেব-দেবীকে নানা উপহার দিয়ে থাকেন ৷ তবে মধ্যপ্রদেশের মোরেনা ও খারগোনে জেলার দুই ভক্ত নবরাত্রির দিনে দেবীকে খুশি করতে যা করলেন তা শুনলে চমকে যাবেন আপনিও ৷ মন্দির চত্বরে ধারালো অস্ত্র দিয়ে নিজেদের জিভ কেটে দেবী মাকে নিবেদন করেন মোরেনার এক যুবক ও খারগোনের এক মহিলা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ বর্তমানে দু'জনেই চিকিৎসাধীন রয়েছেন ৷

জানা গিয়েছে, নবরাত্রির প্রথম দিনে এক মহিলা খারগোনের সাগুর ভাগুর গ্রামে অবস্থিত মা বাগেশ্বরী শক্তিধামের মন্দিরে পৌঁছন ৷ সেখানে তিনি জলে দাঁড়িয়ে পুজো করছিলেন ৷ সেই সময় মহিলার হাতে একটি তলোয়ারও ছিল ৷ কিছুক্ষণ পুজো করার পর মহিলা সেই তরোয়াল দিয়ে নিজের জিভ কেটে ফেলেন ৷ তারপরই রক্তে ভেসে যায় চারিদিক ৷ মহিলা মাথা ঘুরে পড়ে যান ৷ তবে এই সময় আশেপাশে থাকা মানুষজন দেবী মায়ের নামে জয়ধ্বনি দিলেও মহিলাকে এহেন কাজ করতে কেউ বাধা দেননি ৷ উপরন্তু নিজেদের মোবাইল ফোন বের করে ভিডিয়ো তৈরি করে মজা করছিলেন সবাই ৷

এই বিষয়ে স্থানীয় থানার ইনচার্জ মীনা কর্নাওয়াত বলেন,"মা বাগেশ্বরী শক্তিধাম মন্দিরে জিভ কাটার ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে দেখা গিয়েছে তলোয়ার দিয়ে কেটে ফেললেও পুরো জিভ আলাদা হয়নি ৷ তবে কিছুটা কেটে যেতেই প্রবল রক্তপাত হয় ৷ অফিসারদের নির্দেশে তদন্ত শুরু হয়েছে ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ ভালো আছেন ৷ ক্ষত থাকলেও তাঁর জিভ সুরক্ষিত রয়েছে ৷"

অন্যদিকে, নবরাত্রির দ্বিতীয় দিনে সোমবার সকালে এক যুবক বাড়ি থেকে মোরেনার মাতা বাসাইয়া থানা এলাকায় অবস্থিত এক কালী মন্দিরে যান ৷ যুবক তার পরিবারকে জানিয়েছিল যে দেবীকে তিনি জিভ উৎসর্গ করবেন ৷ অর্থাৎ, নিজের জিভ কেটে প্রসাদ হিসেবে নিয়ে আসবেন ৷ তবে যুবকের পরিবার বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি ৷ এরপর যুবক বাজার থেকে 1 কেজি ওজনের ঘণ্টা ও কাপড় কিনে কালী মন্দিরে পৌঁছন ৷ মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ থাকার পর সেই কাপড় ও ঘণ্টাটি ঠাকুরকে নিবেদন করেন ৷ তারপরই সঙ্গে সঙ্গে নিজের জিভ ছুরি দিয়ে কেটে দেন ৷ জিভ কাটতেই ফিনকি দিয়ে রক্ত ঝড়তে শুরু করে ৷ যুবকের জামা লাল হয়ে যায় ও তিনি অজ্ঞান হয়ে যান ৷

এরপর আশেপাশে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে । এই বিষয়ে এএসআই যোগেন্দ্র বলেন,"সকালে কালী মন্দিরে এক যুবককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ৷ তাঁর মুখ দিয়ে রক্ত ​​বের হচ্ছিল । তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । যুবকের নাম সতীশ জাটভ ৷ তিওয়ারিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তবে তাঁর জিভ কেটে যাওয়ায় তিনি এখন কথা বলার অবস্থায় নেই । এই বিষয়ে তদন্ত চলছে ৷"

এই বিষয়ে যুবকের বাবা বলেন,"আমাদের ছেলে সবসময় বলত আমি আমার জিভ কেটে কালী মাকে নিবেদন করব ৷ সে আজও তাই বলেছিল, কিন্তু আমরা ওর কথায় পাত্তা দিইনি । আমাদের ধারণা ছিল না যে ও সত্যিই এই কাজ করবে ৷"

আরও পড়ুন : চৈত্রের নবরাত্রিতে রাবণের নাক কেটে উৎসব পালন হয় এই গ্রামে

মোরেনা (মধ্যপ্রদেশ), 17 অক্টোবর: ভগবানকে খুশি করে নিজেদের মনোস্কামনা পূরণ করতে ভক্তরা দেব-দেবীকে নানা উপহার দিয়ে থাকেন ৷ তবে মধ্যপ্রদেশের মোরেনা ও খারগোনে জেলার দুই ভক্ত নবরাত্রির দিনে দেবীকে খুশি করতে যা করলেন তা শুনলে চমকে যাবেন আপনিও ৷ মন্দির চত্বরে ধারালো অস্ত্র দিয়ে নিজেদের জিভ কেটে দেবী মাকে নিবেদন করেন মোরেনার এক যুবক ও খারগোনের এক মহিলা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ বর্তমানে দু'জনেই চিকিৎসাধীন রয়েছেন ৷

জানা গিয়েছে, নবরাত্রির প্রথম দিনে এক মহিলা খারগোনের সাগুর ভাগুর গ্রামে অবস্থিত মা বাগেশ্বরী শক্তিধামের মন্দিরে পৌঁছন ৷ সেখানে তিনি জলে দাঁড়িয়ে পুজো করছিলেন ৷ সেই সময় মহিলার হাতে একটি তলোয়ারও ছিল ৷ কিছুক্ষণ পুজো করার পর মহিলা সেই তরোয়াল দিয়ে নিজের জিভ কেটে ফেলেন ৷ তারপরই রক্তে ভেসে যায় চারিদিক ৷ মহিলা মাথা ঘুরে পড়ে যান ৷ তবে এই সময় আশেপাশে থাকা মানুষজন দেবী মায়ের নামে জয়ধ্বনি দিলেও মহিলাকে এহেন কাজ করতে কেউ বাধা দেননি ৷ উপরন্তু নিজেদের মোবাইল ফোন বের করে ভিডিয়ো তৈরি করে মজা করছিলেন সবাই ৷

এই বিষয়ে স্থানীয় থানার ইনচার্জ মীনা কর্নাওয়াত বলেন,"মা বাগেশ্বরী শক্তিধাম মন্দিরে জিভ কাটার ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে দেখা গিয়েছে তলোয়ার দিয়ে কেটে ফেললেও পুরো জিভ আলাদা হয়নি ৷ তবে কিছুটা কেটে যেতেই প্রবল রক্তপাত হয় ৷ অফিসারদের নির্দেশে তদন্ত শুরু হয়েছে ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ ভালো আছেন ৷ ক্ষত থাকলেও তাঁর জিভ সুরক্ষিত রয়েছে ৷"

অন্যদিকে, নবরাত্রির দ্বিতীয় দিনে সোমবার সকালে এক যুবক বাড়ি থেকে মোরেনার মাতা বাসাইয়া থানা এলাকায় অবস্থিত এক কালী মন্দিরে যান ৷ যুবক তার পরিবারকে জানিয়েছিল যে দেবীকে তিনি জিভ উৎসর্গ করবেন ৷ অর্থাৎ, নিজের জিভ কেটে প্রসাদ হিসেবে নিয়ে আসবেন ৷ তবে যুবকের পরিবার বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি ৷ এরপর যুবক বাজার থেকে 1 কেজি ওজনের ঘণ্টা ও কাপড় কিনে কালী মন্দিরে পৌঁছন ৷ মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ থাকার পর সেই কাপড় ও ঘণ্টাটি ঠাকুরকে নিবেদন করেন ৷ তারপরই সঙ্গে সঙ্গে নিজের জিভ ছুরি দিয়ে কেটে দেন ৷ জিভ কাটতেই ফিনকি দিয়ে রক্ত ঝড়তে শুরু করে ৷ যুবকের জামা লাল হয়ে যায় ও তিনি অজ্ঞান হয়ে যান ৷

এরপর আশেপাশে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে । এই বিষয়ে এএসআই যোগেন্দ্র বলেন,"সকালে কালী মন্দিরে এক যুবককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ৷ তাঁর মুখ দিয়ে রক্ত ​​বের হচ্ছিল । তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । যুবকের নাম সতীশ জাটভ ৷ তিওয়ারিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তবে তাঁর জিভ কেটে যাওয়ায় তিনি এখন কথা বলার অবস্থায় নেই । এই বিষয়ে তদন্ত চলছে ৷"

এই বিষয়ে যুবকের বাবা বলেন,"আমাদের ছেলে সবসময় বলত আমি আমার জিভ কেটে কালী মাকে নিবেদন করব ৷ সে আজও তাই বলেছিল, কিন্তু আমরা ওর কথায় পাত্তা দিইনি । আমাদের ধারণা ছিল না যে ও সত্যিই এই কাজ করবে ৷"

আরও পড়ুন : চৈত্রের নবরাত্রিতে রাবণের নাক কেটে উৎসব পালন হয় এই গ্রামে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.