ETV Bharat / bharat

Haldia IOC Fire : হলদিয়া আইওসি-র ঘটনায় বিস্তারিত তদন্ত হবে, আশ্বাস পেট্রোলিয়াম মন্ত্রীর

টুইটে আগুন লাগার ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ৷

hardeep singh puri
হলদিয়া আইওসি
author img

By

Published : Dec 21, 2021, 9:59 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর : হলদিয়ার তেল সংশোধনাগার সংস্থার টাওয়ারে লাগা বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের (Haldia IOC Fire) ৷ আগুনের পুড়ে আহত হয়েছেন 44 জন ৷ তাঁদের মধ্যে অনেকে গুরুতর আহত ৷ এমনকী মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে কী কারণে এই ঘটনা তা স্পষ্টভাবে জানাতে পারেনি হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷ ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে জানিয়ে টুইট করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ৷

হলদিয়ার ঘটনায় দুটি টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ৷ তিনি লেখেন, "হলদিয়া রিফাইনারিতে আগুনের ফুলকি লেগে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে ৷ এতে তিনটি মূল্যবান জীবন ঝরে গিয়েছে ৷ এবং 44 জন মানুষ পুড়ে আহত হয়েছেন ৷ কয়েকজন আহতকে হলদিয়া রিফাইনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷" পরের টুইটে আগুন লাগার ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ( Detailed investigation has been ordered to ascertain the cause of fire incident in haldia IOC) ৷ এর পাশাপাশি গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সেরা চিকিৎসার দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী ৷

  • Unfortunate accident causing flash fire at Haldia Refinery today has led to loss of three precious lives & burn injuries to 44 people. Some of the injured have been shifted to Haldia Refinery Hospital. @PIB_India

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Haldia IOC Fire : হলদিয়া আইওসি-তে ভয়াবহ আগুনে 3 জনের মৃত্যু, আহতদের সাহায্যের আশ্বাস মমতার

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি রাজ্য সরকার চিকিৎসায় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "আইওসি হলদিয়ায় আগুন লাগার ঘটনায় গভীরভাবে ব্যাথিত ৷ তিনটি মূল্যবান জীবন অকালে ঝরে গেল ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ আহতদের মধ্যে কয়েকজনকে গ্রিন করিডর করে কলাকাতা নিয়ে আসা হয়েছে ৷ তাঁদের দ্রুত সুস্থতার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷"

  • A green corridor was operationalised for shifting the critical cases to institutes of higher medical management.
    Compensation & best medical care will be provided to all those who have been affected. Detailed investigation has been ordered to ascertain the cause of the accident.

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, হলদিয়ার ওই তেল সংশোধনাগার বন্ধ করে কয়েকদিন ধরে মেরামতের কাজ চলছিল । তবে আজ মঙ্গলবার বিপর্যয় মোকাবিলার মহড়া বা মকডিল ছিল । মকডিল শেষ হওয়ার ঘণ্টাখানেক পর দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ রিফাইনারির এমএসকিউ ইউনিটে পেট্রল বা মোটর স্পিরিট তৈরির ইউনিটের একটি টাওয়ারে ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি পড়ে ৷ তাতেই আগুন ধরে যায় ৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । সেই সময় ওই টাওয়ারের উপর মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা । তাঁরা আগুনে ঝলসে যান ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের ৷

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আইওসি ও বন্দরের হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছিল । বাকি গুরুতর আহতদের চিকিৎসার জন্যে তমলুক জেলা হাসপাতাল ও কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ।

নয়াদিল্লি, 21 ডিসেম্বর : হলদিয়ার তেল সংশোধনাগার সংস্থার টাওয়ারে লাগা বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের (Haldia IOC Fire) ৷ আগুনের পুড়ে আহত হয়েছেন 44 জন ৷ তাঁদের মধ্যে অনেকে গুরুতর আহত ৷ এমনকী মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে কী কারণে এই ঘটনা তা স্পষ্টভাবে জানাতে পারেনি হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷ ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে জানিয়ে টুইট করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ৷

হলদিয়ার ঘটনায় দুটি টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ৷ তিনি লেখেন, "হলদিয়া রিফাইনারিতে আগুনের ফুলকি লেগে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে ৷ এতে তিনটি মূল্যবান জীবন ঝরে গিয়েছে ৷ এবং 44 জন মানুষ পুড়ে আহত হয়েছেন ৷ কয়েকজন আহতকে হলদিয়া রিফাইনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷" পরের টুইটে আগুন লাগার ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ( Detailed investigation has been ordered to ascertain the cause of fire incident in haldia IOC) ৷ এর পাশাপাশি গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সেরা চিকিৎসার দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী ৷

  • Unfortunate accident causing flash fire at Haldia Refinery today has led to loss of three precious lives & burn injuries to 44 people. Some of the injured have been shifted to Haldia Refinery Hospital. @PIB_India

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Haldia IOC Fire : হলদিয়া আইওসি-তে ভয়াবহ আগুনে 3 জনের মৃত্যু, আহতদের সাহায্যের আশ্বাস মমতার

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি রাজ্য সরকার চিকিৎসায় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "আইওসি হলদিয়ায় আগুন লাগার ঘটনায় গভীরভাবে ব্যাথিত ৷ তিনটি মূল্যবান জীবন অকালে ঝরে গেল ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ আহতদের মধ্যে কয়েকজনকে গ্রিন করিডর করে কলাকাতা নিয়ে আসা হয়েছে ৷ তাঁদের দ্রুত সুস্থতার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷"

  • A green corridor was operationalised for shifting the critical cases to institutes of higher medical management.
    Compensation & best medical care will be provided to all those who have been affected. Detailed investigation has been ordered to ascertain the cause of the accident.

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, হলদিয়ার ওই তেল সংশোধনাগার বন্ধ করে কয়েকদিন ধরে মেরামতের কাজ চলছিল । তবে আজ মঙ্গলবার বিপর্যয় মোকাবিলার মহড়া বা মকডিল ছিল । মকডিল শেষ হওয়ার ঘণ্টাখানেক পর দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ রিফাইনারির এমএসকিউ ইউনিটে পেট্রল বা মোটর স্পিরিট তৈরির ইউনিটের একটি টাওয়ারে ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি পড়ে ৷ তাতেই আগুন ধরে যায় ৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । সেই সময় ওই টাওয়ারের উপর মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা । তাঁরা আগুনে ঝলসে যান ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের ৷

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আইওসি ও বন্দরের হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছিল । বাকি গুরুতর আহতদের চিকিৎসার জন্যে তমলুক জেলা হাসপাতাল ও কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.