নয়াদিল্লি, 21 ডিসেম্বর : হলদিয়ার তেল সংশোধনাগার সংস্থার টাওয়ারে লাগা বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের (Haldia IOC Fire) ৷ আগুনের পুড়ে আহত হয়েছেন 44 জন ৷ তাঁদের মধ্যে অনেকে গুরুতর আহত ৷ এমনকী মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে কী কারণে এই ঘটনা তা স্পষ্টভাবে জানাতে পারেনি হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷ ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে জানিয়ে টুইট করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ৷
হলদিয়ার ঘটনায় দুটি টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ৷ তিনি লেখেন, "হলদিয়া রিফাইনারিতে আগুনের ফুলকি লেগে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে ৷ এতে তিনটি মূল্যবান জীবন ঝরে গিয়েছে ৷ এবং 44 জন মানুষ পুড়ে আহত হয়েছেন ৷ কয়েকজন আহতকে হলদিয়া রিফাইনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷" পরের টুইটে আগুন লাগার ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ( Detailed investigation has been ordered to ascertain the cause of fire incident in haldia IOC) ৷ এর পাশাপাশি গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সেরা চিকিৎসার দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী ৷
-
Unfortunate accident causing flash fire at Haldia Refinery today has led to loss of three precious lives & burn injuries to 44 people. Some of the injured have been shifted to Haldia Refinery Hospital. @PIB_India
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Unfortunate accident causing flash fire at Haldia Refinery today has led to loss of three precious lives & burn injuries to 44 people. Some of the injured have been shifted to Haldia Refinery Hospital. @PIB_India
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021Unfortunate accident causing flash fire at Haldia Refinery today has led to loss of three precious lives & burn injuries to 44 people. Some of the injured have been shifted to Haldia Refinery Hospital. @PIB_India
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021
আরও পড়ুন : Haldia IOC Fire : হলদিয়া আইওসি-তে ভয়াবহ আগুনে 3 জনের মৃত্যু, আহতদের সাহায্যের আশ্বাস মমতার
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি রাজ্য সরকার চিকিৎসায় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "আইওসি হলদিয়ায় আগুন লাগার ঘটনায় গভীরভাবে ব্যাথিত ৷ তিনটি মূল্যবান জীবন অকালে ঝরে গেল ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ আহতদের মধ্যে কয়েকজনকে গ্রিন করিডর করে কলাকাতা নিয়ে আসা হয়েছে ৷ তাঁদের দ্রুত সুস্থতার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷"
-
A green corridor was operationalised for shifting the critical cases to institutes of higher medical management.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Compensation & best medical care will be provided to all those who have been affected. Detailed investigation has been ordered to ascertain the cause of the accident.
">A green corridor was operationalised for shifting the critical cases to institutes of higher medical management.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021
Compensation & best medical care will be provided to all those who have been affected. Detailed investigation has been ordered to ascertain the cause of the accident.A green corridor was operationalised for shifting the critical cases to institutes of higher medical management.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 21, 2021
Compensation & best medical care will be provided to all those who have been affected. Detailed investigation has been ordered to ascertain the cause of the accident.
জানা গিয়েছে, হলদিয়ার ওই তেল সংশোধনাগার বন্ধ করে কয়েকদিন ধরে মেরামতের কাজ চলছিল । তবে আজ মঙ্গলবার বিপর্যয় মোকাবিলার মহড়া বা মকডিল ছিল । মকডিল শেষ হওয়ার ঘণ্টাখানেক পর দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ রিফাইনারির এমএসকিউ ইউনিটে পেট্রল বা মোটর স্পিরিট তৈরির ইউনিটের একটি টাওয়ারে ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি পড়ে ৷ তাতেই আগুন ধরে যায় ৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । সেই সময় ওই টাওয়ারের উপর মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা । তাঁরা আগুনে ঝলসে যান ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের ৷
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আইওসি ও বন্দরের হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছিল । বাকি গুরুতর আহতদের চিকিৎসার জন্যে তমলুক জেলা হাসপাতাল ও কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ।