ETV Bharat / bharat

Bihar Bridge Collapse: সেতু ভাঙার ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক তেজস্বীর, নীতীশদের পদত্যাগ চাইল বিজেপির - বিহারে সেতু বিপর্যয়

বিহারে 14 মাসের মধ্যে দ্বিতীয়বার একই সেতু ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকার এবং সড়ক নির্মাণ দফতর প্রশ্নের মুখে পড়েছে । এর পাশাপাশি নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির ইঙ্গিতও মিলেছে । বিরোধী বিজেপি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছে ।

Bridge Collapsed in Bihar
বিহারে সেতু দুর্ঘটনা
author img

By

Published : Jun 5, 2023, 11:48 AM IST

পটনা, 5 জুন: বিহারের গঙ্গা নদীর উপর রবিবার তাসের ঘরের মত ভেঙে পড়ে সুলতানগঞ্জ-আগুয়ানী ঘাটের মধ্যেকার নির্মীয়মান সেতুটি ৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী ও সড়ক নির্মাণ মন্ত্রী তেজস্বী যাদব । সেই সঙ্গে সোমবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে । ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি নির্মাণকাজের সঙ্গে যুক্ত সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদেরও ।

সেতু ভেঙে পড়ার পরে রবিবার সন্ধ্যায় তেজস্বী সড়ক নির্মাণ বিভাগের সচিব প্রত্যয় অমৃতকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন । যেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সেতু ভেঙে পড়ার ঘটনায় যারাই দোষী প্রমাণিত হবে ৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । এরপর সোমবারই উচ্চপর্যায়ে বৈঠক ডাকলেন তেজস্বী।

  • पुल नहीं बिहार की जनता का विश्वास गिर गया है।
    दो-दो बार निर्माणाधीन पुल का भर-भराकर गिर जाना प्रमाणित करता है कि भ्रष्टाचार हुआ है ।
    आंधी से गिरने पर इसी पुल को लेकर पूरे देश में बिहार की बदनामी भी हुई थी और आपने जांच का भरोसा भी दिया था लेकिन वो जांच रिपोर्ट अब तक नहीं आई ।… pic.twitter.com/dtFRNaUCCb

    — Vijay Kumar Sinha (@VijayKrSinhaBih) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তেজস্বী যাদব বলেন, "এটি সেই একই সেতু যার কাঠামো হাওয়াতে পড়ে গিয়েছিল । সেই সময় আমরা বিরোধী দলে ছিলাম এবং এই ঘটনা নিয়ে সরব হয়েছিলাম । তারপরে আমাদের দল ক্ষমতায় এলে 2022 সালে এই সেতু ভেঙে পড়ার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে । সেসময় সেতুর 5 নম্বর পিলার দুর্বল ছিল বলে জানানো হয়েছিল। কোথায় কাঠামো ভাঙা ছিল । তারপর সেতু ভাঙার বিষয়টি সামনে এসেছে ৷ এবারেও সেতু ভাঙার ঘটনায় তদন্ত করা হবে ৷"

আরও পড়ুন: বিহারে সেতু বিপর্যয়, দ্বারভাঙায় ভাঙল ব্রিজ

মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির: সেতু ভেঙে পড়ার ঘটনায় বিজেপি নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে সরব হয়েছে । বিধানসভায় বিরোধী দলের নেতা বিজয় কুমার সিনহা বলেছেন, "এই সরকার দুর্নীতিতে জড়িত । দুর্নীতি করা ও কমিশন নেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে । বিধানসভায় বিধায়করা বারবার এই সেতুর খারাপ নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন । এর আগে ভাগলপুরের দিক থেকে এই ব্রিজটি ভেঙে পড়েছিল ৷ এখন খাগরিয়া দিক থেকে ভেঙে পড়ল ।"

তিনি আরও বলেন, "পুরো রাজ্যে ব্যাপক দুর্নীতি চলছে। আধিকারিকরা প্রকাশ্যে কমিশন নিচ্ছেন এবং সরকারে বসে থাকা লোকদের হাতে তুলে দিচ্ছেন । এমন ঘটনা ঘটা বড় কথা নয় । অতীতেও সেতুটি ভেঙে পড়েছিল ৷ কিন্তু সরকারে থাকা দলটি শুধু তদন্তের কথা বলেই দায় সেরেছে ৷ এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি । আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পদত্যাগ দাবি করছি ৷" প্রসঙ্গত, রবিবার হঠাৎ করেই সুলতানগঞ্জ-আগুয়ানী ঘাটের মধ্যেকার গঙ্গা নদীর ওপর নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ে । সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে তিন ফুট নদীতে তলিয়ে গিয়েছে । কাজ বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে একজন গার্ড নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন: বিহারে তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, দেখুন ভিডিয়োয়

সেতুটি 2022 সালেও ভেঙে পড়েছিল: এটি একই সেতু 30 এপ্রিল 2022 সালে ভেঙে পড়ে নদীতে তলিয়ে গিয়েছিল ৷ তখন বিজেপি সরকারে ছিল ৷ নীতিন নবীন সড়ক নির্মাণ মন্ত্রী ছিলেন সেসময় । উল্লেখ্য,মুখ্যমন্ত্রী নীতীশ কুমার 2014 সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । সেতুটি প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে । এসপি সিংলা কোম্পানি এটি নির্মাণ করছে । এই সেতু খাগরিয়া জেলার পার্বত্তা ব্লকের আগুয়ানী এবং ভাগলপুর জেলার সুলতানগঞ্জকে সংযুক্ত করবে ।

পটনা, 5 জুন: বিহারের গঙ্গা নদীর উপর রবিবার তাসের ঘরের মত ভেঙে পড়ে সুলতানগঞ্জ-আগুয়ানী ঘাটের মধ্যেকার নির্মীয়মান সেতুটি ৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী ও সড়ক নির্মাণ মন্ত্রী তেজস্বী যাদব । সেই সঙ্গে সোমবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে । ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি নির্মাণকাজের সঙ্গে যুক্ত সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদেরও ।

সেতু ভেঙে পড়ার পরে রবিবার সন্ধ্যায় তেজস্বী সড়ক নির্মাণ বিভাগের সচিব প্রত্যয় অমৃতকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন । যেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সেতু ভেঙে পড়ার ঘটনায় যারাই দোষী প্রমাণিত হবে ৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । এরপর সোমবারই উচ্চপর্যায়ে বৈঠক ডাকলেন তেজস্বী।

  • पुल नहीं बिहार की जनता का विश्वास गिर गया है।
    दो-दो बार निर्माणाधीन पुल का भर-भराकर गिर जाना प्रमाणित करता है कि भ्रष्टाचार हुआ है ।
    आंधी से गिरने पर इसी पुल को लेकर पूरे देश में बिहार की बदनामी भी हुई थी और आपने जांच का भरोसा भी दिया था लेकिन वो जांच रिपोर्ट अब तक नहीं आई ।… pic.twitter.com/dtFRNaUCCb

    — Vijay Kumar Sinha (@VijayKrSinhaBih) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তেজস্বী যাদব বলেন, "এটি সেই একই সেতু যার কাঠামো হাওয়াতে পড়ে গিয়েছিল । সেই সময় আমরা বিরোধী দলে ছিলাম এবং এই ঘটনা নিয়ে সরব হয়েছিলাম । তারপরে আমাদের দল ক্ষমতায় এলে 2022 সালে এই সেতু ভেঙে পড়ার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে । সেসময় সেতুর 5 নম্বর পিলার দুর্বল ছিল বলে জানানো হয়েছিল। কোথায় কাঠামো ভাঙা ছিল । তারপর সেতু ভাঙার বিষয়টি সামনে এসেছে ৷ এবারেও সেতু ভাঙার ঘটনায় তদন্ত করা হবে ৷"

আরও পড়ুন: বিহারে সেতু বিপর্যয়, দ্বারভাঙায় ভাঙল ব্রিজ

মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির: সেতু ভেঙে পড়ার ঘটনায় বিজেপি নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে সরব হয়েছে । বিধানসভায় বিরোধী দলের নেতা বিজয় কুমার সিনহা বলেছেন, "এই সরকার দুর্নীতিতে জড়িত । দুর্নীতি করা ও কমিশন নেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে । বিধানসভায় বিধায়করা বারবার এই সেতুর খারাপ নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন । এর আগে ভাগলপুরের দিক থেকে এই ব্রিজটি ভেঙে পড়েছিল ৷ এখন খাগরিয়া দিক থেকে ভেঙে পড়ল ।"

তিনি আরও বলেন, "পুরো রাজ্যে ব্যাপক দুর্নীতি চলছে। আধিকারিকরা প্রকাশ্যে কমিশন নিচ্ছেন এবং সরকারে বসে থাকা লোকদের হাতে তুলে দিচ্ছেন । এমন ঘটনা ঘটা বড় কথা নয় । অতীতেও সেতুটি ভেঙে পড়েছিল ৷ কিন্তু সরকারে থাকা দলটি শুধু তদন্তের কথা বলেই দায় সেরেছে ৷ এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি । আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পদত্যাগ দাবি করছি ৷" প্রসঙ্গত, রবিবার হঠাৎ করেই সুলতানগঞ্জ-আগুয়ানী ঘাটের মধ্যেকার গঙ্গা নদীর ওপর নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ে । সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে তিন ফুট নদীতে তলিয়ে গিয়েছে । কাজ বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে একজন গার্ড নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন: বিহারে তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, দেখুন ভিডিয়োয়

সেতুটি 2022 সালেও ভেঙে পড়েছিল: এটি একই সেতু 30 এপ্রিল 2022 সালে ভেঙে পড়ে নদীতে তলিয়ে গিয়েছিল ৷ তখন বিজেপি সরকারে ছিল ৷ নীতিন নবীন সড়ক নির্মাণ মন্ত্রী ছিলেন সেসময় । উল্লেখ্য,মুখ্যমন্ত্রী নীতীশ কুমার 2014 সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । সেতুটি প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে । এসপি সিংলা কোম্পানি এটি নির্মাণ করছে । এই সেতু খাগরিয়া জেলার পার্বত্তা ব্লকের আগুয়ানী এবং ভাগলপুর জেলার সুলতানগঞ্জকে সংযুক্ত করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.