ETV Bharat / bharat

Denial of Sex: সঙ্গমে আপত্তি হিন্দু বিবাহ আইনে নিষ্ঠুরতার সমান, 498এ ধারায় নয়: কর্ণাটক হাইকোর্ট - কর্ণাটক হাইকোর্ট

স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করলে তা হিন্দু বিবাহ আইন-1955-এর অধীন নিষ্ঠুরতার সমান ৷ তবে ভারতীয় দণ্ডবিধির 498এ ধারায় তা নিষ্ঠুরতা নয় ৷ কর্ণাটক হাইকোর্ট এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে ৷

Court on Denial of Sex
Court on Denial of Sex
author img

By

Published : Jun 20, 2023, 6:13 PM IST

Updated : Jun 20, 2023, 7:04 PM IST

বেঙ্গালুরু, 20 জুন: একজন স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে সঙ্গমে অরাজি হলে, তা শুধুমাত্র হিন্দু বিবাহ আইন-1955 এর অধীনে নিষ্ঠুরতার সমান হিসেবে বিবেচিত হবে ৷ তবে ভারতীয় দণ্ডবিধির 498এ ধারার আওতায় এটি পড়বে না । মঙ্গলবার এ কথা জানিয়েছে কর্ণাটক হাইকোর্ট ৷

2020 সালে একজন মহিলা তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যে ফৌজদারি মামলা দায়ের করেছিল, একটি সাম্প্রতিক রায়ে তা খারিজ করে দিয়েছে আদালত ৷ সেই মামলার রায়দানের সময়ই আদালতের এই পর্যবেক্ষণ সামনে এসেছে ৷ টিওআই-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় দণ্ডবিধির 498এ ধারা এবং যৌতুক নিষেধাজ্ঞা আইন, 1961-এর 4নং ধারার অধীনে স্বামী তাঁর এবং তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে আনা চার্জশিটে আপত্তি জানিয়ে কর্ণাটক আদালতের দ্বারস্থ হয়েছিলেন ।

মামলার শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন বলেন যে, আবেদনকারীর বিরুদ্ধে একমাত্র অভিযোগ ছিল যে, তিনি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক আদেশ অনুসরণ করেছিলেন ৷ যে আদেশের কারণে তিনি বিশ্বাস করতেন যে, 'ভালোবাসা কখনওই শারীরিক সম্পর্কের নয়, এটি আত্মার সঙ্গে আত্মার মিলন হওয়া উচিত' ৷ আদালত উল্লেখ করেছে যে, ওই ব্যক্তি কখনও তাঁর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা প্রকাশ করেননি, যা নিঃসন্দেহে হিন্দু বিবাহ আইনের ধারা 12(1)(এ)-এর অধীনে নিষ্ঠুরতার সমান ৷ তবে এটি 498এ ধারার অধীনে সংজ্ঞায়িত নিষ্ঠুরতার আওতায় পড়ে না বলে জানিয়েছে আদালত ৷

আরও পড়ুন: বিয়ের পর থেকে একবারও হয়নি যৌন মিলন, স্বামীর বিরুদ্ধে পুলিশে যুবতী

ওই দম্পতি 2019 সালের 18 ডিসেম্বর বিয়ে করেছিলেন ৷ কিন্তু বিয়ের মাত্র 28 দিন পরই বাপের বাড়িতে চলে যান স্ত্রী ৷ তিনি 498এ ধারা এবং যৌতুক আইনের অধীনে 2020 সালের 5 ফেব্রুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করেন । তিনি হিন্দু বিবাহ আইনের 12(1)(এ) ধারার অধীনে পারিবারিক আদালতেও একটি মামলা দায়ের করেছিলেন ৷ এই বিয়ে সম্পূর্ণ হয়নি বলে উল্লেখ করে নিষ্ঠুরতার ভিত্তিতে বিয়ে বাতিল করার আর্জি জানান ওই মহিলা ৷

2022 সালের 16 নভেম্বর বিয়ে বাতিল হওয়ার পর স্ত্রী ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন । হাইকোর্ট বলেছে যে, ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, কারণ তা করা হলে তাতে আইনের প্রক্রিয়ার অপব্যবহার হবে ।

বেঙ্গালুরু, 20 জুন: একজন স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে সঙ্গমে অরাজি হলে, তা শুধুমাত্র হিন্দু বিবাহ আইন-1955 এর অধীনে নিষ্ঠুরতার সমান হিসেবে বিবেচিত হবে ৷ তবে ভারতীয় দণ্ডবিধির 498এ ধারার আওতায় এটি পড়বে না । মঙ্গলবার এ কথা জানিয়েছে কর্ণাটক হাইকোর্ট ৷

2020 সালে একজন মহিলা তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যে ফৌজদারি মামলা দায়ের করেছিল, একটি সাম্প্রতিক রায়ে তা খারিজ করে দিয়েছে আদালত ৷ সেই মামলার রায়দানের সময়ই আদালতের এই পর্যবেক্ষণ সামনে এসেছে ৷ টিওআই-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় দণ্ডবিধির 498এ ধারা এবং যৌতুক নিষেধাজ্ঞা আইন, 1961-এর 4নং ধারার অধীনে স্বামী তাঁর এবং তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে আনা চার্জশিটে আপত্তি জানিয়ে কর্ণাটক আদালতের দ্বারস্থ হয়েছিলেন ।

মামলার শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন বলেন যে, আবেদনকারীর বিরুদ্ধে একমাত্র অভিযোগ ছিল যে, তিনি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক আদেশ অনুসরণ করেছিলেন ৷ যে আদেশের কারণে তিনি বিশ্বাস করতেন যে, 'ভালোবাসা কখনওই শারীরিক সম্পর্কের নয়, এটি আত্মার সঙ্গে আত্মার মিলন হওয়া উচিত' ৷ আদালত উল্লেখ করেছে যে, ওই ব্যক্তি কখনও তাঁর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা প্রকাশ করেননি, যা নিঃসন্দেহে হিন্দু বিবাহ আইনের ধারা 12(1)(এ)-এর অধীনে নিষ্ঠুরতার সমান ৷ তবে এটি 498এ ধারার অধীনে সংজ্ঞায়িত নিষ্ঠুরতার আওতায় পড়ে না বলে জানিয়েছে আদালত ৷

আরও পড়ুন: বিয়ের পর থেকে একবারও হয়নি যৌন মিলন, স্বামীর বিরুদ্ধে পুলিশে যুবতী

ওই দম্পতি 2019 সালের 18 ডিসেম্বর বিয়ে করেছিলেন ৷ কিন্তু বিয়ের মাত্র 28 দিন পরই বাপের বাড়িতে চলে যান স্ত্রী ৷ তিনি 498এ ধারা এবং যৌতুক আইনের অধীনে 2020 সালের 5 ফেব্রুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করেন । তিনি হিন্দু বিবাহ আইনের 12(1)(এ) ধারার অধীনে পারিবারিক আদালতেও একটি মামলা দায়ের করেছিলেন ৷ এই বিয়ে সম্পূর্ণ হয়নি বলে উল্লেখ করে নিষ্ঠুরতার ভিত্তিতে বিয়ে বাতিল করার আর্জি জানান ওই মহিলা ৷

2022 সালের 16 নভেম্বর বিয়ে বাতিল হওয়ার পর স্ত্রী ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন । হাইকোর্ট বলেছে যে, ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, কারণ তা করা হলে তাতে আইনের প্রক্রিয়ার অপব্যবহার হবে ।

Last Updated : Jun 20, 2023, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.