ETV Bharat / bharat

কুয়াশাচ্ছন্ন রাজধানী, দিল্লিতে নামতে পারল না রাহুলের বিমান - বিমান

Dense Fog in Delhi: রাজধানী দিল্লি-সহ উত্তর ভারত ঢেকেছে ঘন কুয়াশায় ৷ এই ঘন কুয়াশার কারণে ব্যাহত হয়েছে একাধিক ট্রেন ৷ শুধু ট্রেন না বিমান পরিষেবাও ব্যাহত রাজধানীতে ৷ পাশাপাশি ঘন কুয়াশার কারণে দিল্লিতে নামতে পারেনি রাহুল গান্ধির বিমান। দিল্লিগামী একাধিক বিমানই গত কয়েক দিনে এভাবে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।

দিল্লিতে নামতে পারল না রাহুলের বিমান
Dense Fog in Delhi
author img

By ANI

Published : Dec 29, 2023, 12:50 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি-সহ উত্তর ভারত ৷ স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না ৷ কাছাকাছি কোনও জিনিস দেখার উপায় নেই ৷ তাই ব্যাহত হয়েছে ট্রেন থেকে বিমান পরিষেবা ৷ নির্ধারিত সময়ের কিছুটা পরে চলছে ট্রেন ৷ শুক্রবার অন্ততপক্ষে 11টি দিল্লিগামী ট্রেন দেরিতে ছেড়েছে ৷ পাশাপাশি ঘন কুয়াশার কারণে দিল্লিতে নামতে পারেনি রাহুল গান্ধির বিমান। দিল্লিগামী একাধিক বিমানই গত কয়েক দিনে এভাবে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে নাগপুর থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন রাহুল। কিন্তু দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল। সেখানে তাই বিমান নামানো সম্ভব হয়নি। রাহুল যে বিমানে ছিলেন, সেটি ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে।

এদিকে, উত্তর রেলওয়ের সিপিআরও দীপক কুমার জানান, দিল্লিতে 29 ডিসেম্বর দেরিতে এসে পৌঁছেছে যে ট্রেনগুলি তা হল- মুম্বই সিএসএমটি-অমৃতসর এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস, হিমাচল এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, এমসিটিএম উধমপুর-দিল্লি সরাই রোহিল্লা এসি এসএফ এক্সপ্রেস, লখনউ মেল, দানাপুর-আনন্দ বিহার টার্মিনাল জন সাধারণ এক্সপ্রেস, রাক্সা-আনন্দ বিহার টার্মিনাল সদ্ভাবনা এক্সপ্রেস, জম্মু মেল, পদ্মাবৎ এক্সপ্রেস এবং কাশী বিশ্বনাথ এক্সপ্রেস ৷

এছাড়াও তিনি জানান, সমস্ত ট্রেন চলছে ধীরগতিতে ৷ তারফলে কখন কোন ট্রেন গন্তব্যে পৌঁছবে তা বলা যাবে না ৷ গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাজধানী ৷ ট্রেনের পাশাপাশি বিমান চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে ৷ একাধিক বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ ফলে সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা ৷ মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, আগামিকালও কুয়াশা পরিস্থিতি একইরকম থাকবে রাজধানীতে ৷ বলাবাহুল্য কুয়াশার কারণে পথ দুর্ঘটনাও বাড়ছে উত্তর ভারতে ৷

"সুভাষ নামের এক ট্রেনযাত্রী বলেন, "বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে ৷ গতরাতে, 8টি ট্রেন পৌঁছনোর কথা ছিল তা এখনও আসেনি। আজ সকালে যে ট্রেনগুলি পৌঁছনোর কথা ছিল সেগুলি প্রায় 3-4 ঘণ্টা দেরিতে চলছে তাই ট্রেনগুলি কখন আসবে তার কোনও ঠিকঠিকানা নেই। এছাড়াও একাধিক ট্রেন বাতিল হয়েছে ৷ অপর এক যাত্রী প্রশান্ত কুমার বলেন, "এবার ট্রেনগুলি স্বাভাবিকের চেয়ে দেরিতে চলছে। আমি বুধবার দুপুর 1.30 নাগাদ নন্দনকানন এক্সপ্রেস দিয়ে ভুবনেশ্বর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনটি দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে দেরি করে। আমার পৌঁছনোর কথা ছিল পরদিন দুপুর 3.30 নাগাদ ৷ কিন্তু তা দিল্লিতে আজ পৌঁছয় রাত 12.30টায় ৷"

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, বিমান ওঠা-নামায় বিলম্ব
  2. কুয়াশায় ব্যাহত পরিষেবা, সহজে বিমান বাতিল করতে পারবেন যাত্রীরা; ঘোষণা এয়ার ইন্ডিয়ার
  3. নাগপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি-সহ উত্তর ভারত ৷ স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না ৷ কাছাকাছি কোনও জিনিস দেখার উপায় নেই ৷ তাই ব্যাহত হয়েছে ট্রেন থেকে বিমান পরিষেবা ৷ নির্ধারিত সময়ের কিছুটা পরে চলছে ট্রেন ৷ শুক্রবার অন্ততপক্ষে 11টি দিল্লিগামী ট্রেন দেরিতে ছেড়েছে ৷ পাশাপাশি ঘন কুয়াশার কারণে দিল্লিতে নামতে পারেনি রাহুল গান্ধির বিমান। দিল্লিগামী একাধিক বিমানই গত কয়েক দিনে এভাবে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে নাগপুর থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন রাহুল। কিন্তু দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল। সেখানে তাই বিমান নামানো সম্ভব হয়নি। রাহুল যে বিমানে ছিলেন, সেটি ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে।

এদিকে, উত্তর রেলওয়ের সিপিআরও দীপক কুমার জানান, দিল্লিতে 29 ডিসেম্বর দেরিতে এসে পৌঁছেছে যে ট্রেনগুলি তা হল- মুম্বই সিএসএমটি-অমৃতসর এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস, হিমাচল এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, এমসিটিএম উধমপুর-দিল্লি সরাই রোহিল্লা এসি এসএফ এক্সপ্রেস, লখনউ মেল, দানাপুর-আনন্দ বিহার টার্মিনাল জন সাধারণ এক্সপ্রেস, রাক্সা-আনন্দ বিহার টার্মিনাল সদ্ভাবনা এক্সপ্রেস, জম্মু মেল, পদ্মাবৎ এক্সপ্রেস এবং কাশী বিশ্বনাথ এক্সপ্রেস ৷

এছাড়াও তিনি জানান, সমস্ত ট্রেন চলছে ধীরগতিতে ৷ তারফলে কখন কোন ট্রেন গন্তব্যে পৌঁছবে তা বলা যাবে না ৷ গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাজধানী ৷ ট্রেনের পাশাপাশি বিমান চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে ৷ একাধিক বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ ফলে সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা ৷ মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, আগামিকালও কুয়াশা পরিস্থিতি একইরকম থাকবে রাজধানীতে ৷ বলাবাহুল্য কুয়াশার কারণে পথ দুর্ঘটনাও বাড়ছে উত্তর ভারতে ৷

"সুভাষ নামের এক ট্রেনযাত্রী বলেন, "বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে ৷ গতরাতে, 8টি ট্রেন পৌঁছনোর কথা ছিল তা এখনও আসেনি। আজ সকালে যে ট্রেনগুলি পৌঁছনোর কথা ছিল সেগুলি প্রায় 3-4 ঘণ্টা দেরিতে চলছে তাই ট্রেনগুলি কখন আসবে তার কোনও ঠিকঠিকানা নেই। এছাড়াও একাধিক ট্রেন বাতিল হয়েছে ৷ অপর এক যাত্রী প্রশান্ত কুমার বলেন, "এবার ট্রেনগুলি স্বাভাবিকের চেয়ে দেরিতে চলছে। আমি বুধবার দুপুর 1.30 নাগাদ নন্দনকানন এক্সপ্রেস দিয়ে ভুবনেশ্বর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনটি দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে দেরি করে। আমার পৌঁছনোর কথা ছিল পরদিন দুপুর 3.30 নাগাদ ৷ কিন্তু তা দিল্লিতে আজ পৌঁছয় রাত 12.30টায় ৷"

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, বিমান ওঠা-নামায় বিলম্ব
  2. কুয়াশায় ব্যাহত পরিষেবা, সহজে বিমান বাতিল করতে পারবেন যাত্রীরা; ঘোষণা এয়ার ইন্ডিয়ার
  3. নাগপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.