ETV Bharat / bharat

Covid-19 Variant : 'ডেল্টা প্লাস' তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে, উদ্বিগ্ন মহারাষ্ট্র

মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে কোভিডের নতুন প্রজাতি 'ডেল্টা প্লাস' (Delta Plus variant)-এর হাত ধরে ৷ এই অনুমানের পরই মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরেকে (Uddhav Thackeray) শহর এবং গ্রামীণ অঞ্চলে প্রয়োজনীয় ওষুধপত্র ও স্বাস্থ্য পরিকাঠামোর ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন প্রবীণ চিকিৎসক ও প্রশাসনিক কর্তারা ৷

'ডেল্টা প্লাস' মহারাষ্ট্রে আনতে পারে তৃতীয় ঢেউ, জানাল স্বাস্থ্য বিভাগ
'ডেল্টা প্লাস' মহারাষ্ট্রে আনতে পারে তৃতীয় ঢেউ, জানাল স্বাস্থ্য বিভাগ
author img

By

Published : Jun 17, 2021, 8:48 AM IST

মুম্বই, 17 জুন : মাসখানেক বা খুব জোর মাস দু'য়েকের মধ্যেই মহারাষ্ট্রে (Maharashtra) তৃতীয় ঢেউ আসতে পারে 'ডেল্টা প্লাস' (Delta Plus variant) প্রজাতির হাত ধরে ৷ বুধবার জানাল মহারাষ্ট্র সরকার দ্বারা নিযুক্ত টাস্ক ফোর্স ৷ কোভিড বিধি না মানা হলে রাজ্যে তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানিয়েছেন তাঁরা ৷ তার ধাক্কা সামলাতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) শহর এবং গ্রামীণ অঞ্চলে প্রয়োজনীয় ওষুধপত্র ও স্বাস্থ্য পরিকাঠামো তৈরি রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও প্রশাসনিক কর্তারা ৷ তৃতীয় ঢেউ সামল দিতে একটি রিভিউ বৈঠক করা হয় ৷ সেখানেই মুখ্যমন্ত্রী সম্পর্কে ওয়াকিবহাল করেন তাঁরা ৷

বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে গত বছরের তুলনায় বেশি মৃত্যু ঘটেছে ৷ গত বছর মহারাষ্ট্রে 19 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ৷ সেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে ইতিমধ্যেই 40 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ৷ এবার অতি শক্তিশালী ডেল্টা প্লাস প্রজাতির কোপে পড়ে তৃতীয় ঢেউয়ে তার থেকেও বেশি মৃত্যু ঘটতে পারে ৷ তৃতীয় ঢেউয়ে মহারাষ্ট্রে 10 শতাংশ শিশু-সহ সক্রিয় রোগীর সংখ্যা হতে পারে 8 লক্ষ ৷

টাস্ক ফোর্সের সদস্য রাহুল পণ্ডিত বলেন, "কোভিডের তৃতীয় ঢেউ আমরা অনেকটাই আটকাতে পারি ৷ তার জন্য ভিড় জায়গা এড়াতে হবে এবং দু'টি করে মাস্কের ব্যবহার করতে হবে ৷ আমরা যদি এই অত্যাবশ্যকীয় নিয়মগুলি মেনে চলতে না পারি তাহলে তৃতীয় ঢেউ ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে ৷"

মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন ৷ টিকাকরণের হার বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে দেশে 42 কোটি ভ্যাকসিনের ডোজ পাওয়া যাবে ৷ তাতে মহারাষ্ট্রও উপকৃত হবে ৷ তবে তিনি এও বলেন, "ভ্যাকসিন নেওয়াই শেষ কথা নয় ৷ তারপরও প্রতিটি মানুষকে সামাজিক দূরত্বের মতো কোভিড বিধি মেনে চলতে হবে ৷" পাশাপাশি তিনি জানান, আরটি-পিসিআর টেস্ট বাড়ানো হবে এবং পিপিই কিট ও অন্যান্য সামগ্রীও যথাসম্ভব মজুত রাখতে হবে ৷

সংক্রমণ কমায় গত 7 জুন থেকে মহারাষ্ট্রে কোভিড বিধি-নিষেধে পরবর্তী ছাড় দিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে 700-র বেশি চিকিৎসকের, সর্বাধিক মৃত্যু বিহারে

মুম্বই, 17 জুন : মাসখানেক বা খুব জোর মাস দু'য়েকের মধ্যেই মহারাষ্ট্রে (Maharashtra) তৃতীয় ঢেউ আসতে পারে 'ডেল্টা প্লাস' (Delta Plus variant) প্রজাতির হাত ধরে ৷ বুধবার জানাল মহারাষ্ট্র সরকার দ্বারা নিযুক্ত টাস্ক ফোর্স ৷ কোভিড বিধি না মানা হলে রাজ্যে তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানিয়েছেন তাঁরা ৷ তার ধাক্কা সামলাতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) শহর এবং গ্রামীণ অঞ্চলে প্রয়োজনীয় ওষুধপত্র ও স্বাস্থ্য পরিকাঠামো তৈরি রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও প্রশাসনিক কর্তারা ৷ তৃতীয় ঢেউ সামল দিতে একটি রিভিউ বৈঠক করা হয় ৷ সেখানেই মুখ্যমন্ত্রী সম্পর্কে ওয়াকিবহাল করেন তাঁরা ৷

বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে গত বছরের তুলনায় বেশি মৃত্যু ঘটেছে ৷ গত বছর মহারাষ্ট্রে 19 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ৷ সেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে ইতিমধ্যেই 40 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ৷ এবার অতি শক্তিশালী ডেল্টা প্লাস প্রজাতির কোপে পড়ে তৃতীয় ঢেউয়ে তার থেকেও বেশি মৃত্যু ঘটতে পারে ৷ তৃতীয় ঢেউয়ে মহারাষ্ট্রে 10 শতাংশ শিশু-সহ সক্রিয় রোগীর সংখ্যা হতে পারে 8 লক্ষ ৷

টাস্ক ফোর্সের সদস্য রাহুল পণ্ডিত বলেন, "কোভিডের তৃতীয় ঢেউ আমরা অনেকটাই আটকাতে পারি ৷ তার জন্য ভিড় জায়গা এড়াতে হবে এবং দু'টি করে মাস্কের ব্যবহার করতে হবে ৷ আমরা যদি এই অত্যাবশ্যকীয় নিয়মগুলি মেনে চলতে না পারি তাহলে তৃতীয় ঢেউ ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে ৷"

মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন ৷ টিকাকরণের হার বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে দেশে 42 কোটি ভ্যাকসিনের ডোজ পাওয়া যাবে ৷ তাতে মহারাষ্ট্রও উপকৃত হবে ৷ তবে তিনি এও বলেন, "ভ্যাকসিন নেওয়াই শেষ কথা নয় ৷ তারপরও প্রতিটি মানুষকে সামাজিক দূরত্বের মতো কোভিড বিধি মেনে চলতে হবে ৷" পাশাপাশি তিনি জানান, আরটি-পিসিআর টেস্ট বাড়ানো হবে এবং পিপিই কিট ও অন্যান্য সামগ্রীও যথাসম্ভব মজুত রাখতে হবে ৷

সংক্রমণ কমায় গত 7 জুন থেকে মহারাষ্ট্রে কোভিড বিধি-নিষেধে পরবর্তী ছাড় দিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে 700-র বেশি চিকিৎসকের, সর্বাধিক মৃত্যু বিহারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.