ETV Bharat / bharat

Delta Plus : চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে 45 - মহারাষ্ট্রে ডেল্টা প্লাস আক্রান্তের সংখ্যা

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, 8 অগস্ট পর্যন্ত মোট 45 জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে 27 জন পুরুষ ও 18 জন মহিলা ৷ আমরা আক্রান্তদের সঙ্গে কথা বলছি ৷ তাদের শারীরিক অসুস্থতা, টিকাকরণ, কাদের সংস্পর্শে তারা এসেছে, এইসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷

Delta plus
Delta plus
author img

By

Published : Aug 9, 2021, 1:02 PM IST

Updated : Aug 9, 2021, 1:11 PM IST

মুম্বই, 9 অগস্ট : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ এখনও কমেনি ৷ শিয়রে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ এরই মধ্যে দেশে করোনার ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্ট ধীরে ধীরে থাবা বসাতে শুরু করেছে ৷ মহারাষ্ট্রে ইতিমধ্যেই 45 জনের শরীরে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে (Rajesh Tope) জানিয়েছেন, মহারাষ্ট্রে ডেল্টা প্লাস আক্রান্তের সংখ্যা 21 থেকে বেড়ে 45 হয়েছে ৷ তবে এখনই চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন তিনি ৷

গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ তোপে জানান, 8 অগস্ট পর্যন্ত মোট 45 জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে 27 জন পুরুষ ও 18 জন মহিলা ৷ আমরা আক্রান্তদের সঙ্গে কথা বলছি ৷ তাদের শারীরিক অসুস্থতা, টিকাকরণ, কাদের সংস্পর্শে তারা এসেছে, এইসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷ 45 জন আক্রান্তের মধ্যে জলগাঁও জেলায় 13 জন, রত্নগিরিতে 11 জন, মুম্বইয়ে 6 জন এবং থানে ও পুনেতে যথাক্রমে 5 জন ও 3 জন আক্রান্ত হয়েছেন ৷

গত দেড় মাসে রাজ্যে করোনা পরিস্থিতির কথা স্মরণ করে তোপে বলেন, "গত এক-দেড় মাসের মধ্যে মহারাষ্ট্রে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 6 হাজার থেকে বেড়ে 7 থেকে 8 হাজার হয়েছে । সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা খুব একটা বাড়েনি আবার কমেওনি ৷"

গতকালই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, রাজ্য যদি করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তবে লকডাউন জারি করা হবে । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মানুষকে উদ্দেশ্য করে ঠাকরে বলেন, মহারাষ্ট্র করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নিয়েছে ৷

মুম্বই, 9 অগস্ট : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ এখনও কমেনি ৷ শিয়রে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ এরই মধ্যে দেশে করোনার ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্ট ধীরে ধীরে থাবা বসাতে শুরু করেছে ৷ মহারাষ্ট্রে ইতিমধ্যেই 45 জনের শরীরে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে (Rajesh Tope) জানিয়েছেন, মহারাষ্ট্রে ডেল্টা প্লাস আক্রান্তের সংখ্যা 21 থেকে বেড়ে 45 হয়েছে ৷ তবে এখনই চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন তিনি ৷

গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ তোপে জানান, 8 অগস্ট পর্যন্ত মোট 45 জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে 27 জন পুরুষ ও 18 জন মহিলা ৷ আমরা আক্রান্তদের সঙ্গে কথা বলছি ৷ তাদের শারীরিক অসুস্থতা, টিকাকরণ, কাদের সংস্পর্শে তারা এসেছে, এইসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷ 45 জন আক্রান্তের মধ্যে জলগাঁও জেলায় 13 জন, রত্নগিরিতে 11 জন, মুম্বইয়ে 6 জন এবং থানে ও পুনেতে যথাক্রমে 5 জন ও 3 জন আক্রান্ত হয়েছেন ৷

গত দেড় মাসে রাজ্যে করোনা পরিস্থিতির কথা স্মরণ করে তোপে বলেন, "গত এক-দেড় মাসের মধ্যে মহারাষ্ট্রে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 6 হাজার থেকে বেড়ে 7 থেকে 8 হাজার হয়েছে । সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা খুব একটা বাড়েনি আবার কমেওনি ৷"

গতকালই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, রাজ্য যদি করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তবে লকডাউন জারি করা হবে । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মানুষকে উদ্দেশ্য করে ঠাকরে বলেন, মহারাষ্ট্র করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নিয়েছে ৷

Last Updated : Aug 9, 2021, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.