নয়াদিল্লি, 3 জুলাই : সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় হামলার ঘটনায় অভিযুক্ত খেমপ্রীত সিংয়ের (Khempreet Sing) জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির তিস হাজারি আদালত ৷ অতিরিক্ত দায়রা বিচারক কামিনী লাউ অভিযুক্তকে জামিনে ছাড়ার নির্দেশ দেন ৷ 50 হাজার টাকার ব্য়ক্তিগত বন্ডে খেমপ্রীতকে জামিন দিতে রাজি হন তিনি ৷ একইসঙ্গে, আগামী চারমাস খেমপ্রীতকে নিয়মিতভাবে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত প্রধান আধিকারিকের কাছে হাজিরা দিয়ে যেতে হবে ৷ অভিযুক্ত যদি অন্যত্র কোথাও যান বা ঠিকানা বদল করেন, তাহলেও সংশ্লিষ্ট থানা এবং আদালতকে সেকথা জানাতে হবে ৷
আরও পড়ুন : ফের জামিন পেলেন অভিনেতা দীপ সিধু
শনিবার খেমপ্রীতের জামিন মঞ্জুর করার সময় বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেন বিচারক ৷ তিনি জানান, এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট দাখিল করা হয়েছে ৷ আদালত সেটি তার বিবেচনার মধ্যে রেখেছে ৷ পাশাপাশি, সম্প্রতি দিল্লি হিংসা সংক্রান্ত মামলায় সমাজকর্মী নতাশা নারওয়াল এবং দেবাঙ্গনা কলিতাকে জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ সেই পর্যবেক্ষণকেও বিচার্যের মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিচারক ৷
আরও পড়ুন : বাবার শেষকৃত্যের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন নতাশা নারওয়াল
এদিন আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, দিল্লি হাইকোর্ট একটি মামলায় বলেছিল, সমাজ যখন একাধিক ধারায় বিভক্ত হয়ে যায়, মেরুকরণ ঘটে এবং আদর্শ লুপ্ত হওয়ার পথে এগিয়ে যায়, ঠিক সেই সময় আইনের অপব্য়বহার রুখতে আদালত তার সাধ্যের মধ্যে যতটা করা সম্ভব, অবশ্যই করে ৷ এবং এই সমস্ত ব্য়ক্তিদের ঘিরে যে উদ্বেগ তৈরি হয়, তাও উপশমের চেষ্টা করে ৷ আদালত সূত্রে খবর, সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত খেমপ্রীত সিংকে 2021 সালের 9 মার্চ গ্রেফতার করা হয় ৷ তাঁর হয়ে আদালতের লড়াইয়ে নামেন আইনজীবী যশদীপ ধিল্লোঁ এবং যশপ্রীত রাই ৷
আরও পড়ুন : প্রতিবাদ আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, দিল্লি হিংসা মামলায় পর্যবেক্ষণ আদালতের
প্রসঙ্গত, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই দিল্লির সীমানায় বিক্ষোভ চালাচ্ছেন কৃষকরা ৷ চলতি বছরের 26 জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর নিয়ে দিল্লির অন্দরে ঢুকে পড়েন তাঁরা ৷ পূর্ব ঘোষিত ট্র্যাক্টর ব়্যালির রুট ভেঙে কৃষকরা পৌঁছে যান লালকেল্লায় ৷ কেল্লার শিখরে উঠে টাঙিয়ে দেন নিজেদের সংগঠনের পতাকা ৷ এছাড়াও, ঐতিহ্য়বাহী লালকেল্লায় হামলা চালানোর অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় খেমপ্রীতেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷