ETV Bharat / bharat

Indian Flight Land in Pakistan: করাচিতে জরুরি অবতরণ দুবাইগামী ভারতীয় বিমানের - Indian Flight Land in Pakistan

প্রযুক্তিগত সমস্যার কারণে পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ করল দিল্লি থেকে উড়ান নেওয়া বিমান (Delhi to Dubai Flight Makes an Emergency Landing in Karachi Pakistan) ৷ স্পাইসজেটের ওই বিমানটি দুবাই যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷

delhi-to-dubai-flight-makes-an-emergency-landing-in-karachi-pakistan
delhi-to-dubai-flight-makes-an-emergency-landing-in-karachi-pakistan
author img

By

Published : Jul 5, 2022, 1:39 PM IST

Updated : Jul 5, 2022, 2:15 PM IST

নয়াদিল্লি, 5 জুলাই: আবার শিরোনামে স্পাইসজেটের বিমান । এবার করাচিতে জরুরি অবতরণ করল দিল্লি-দুবাইগামী বিমান (Delhi-Dubai Flight Makes an Emergency Landing in Karachi Pakistan) ৷ স্পাইসজেটের এসজি-11 বিমানটিকে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে নামানো হয় (Indian Flight Land in Pakistan) ৷ বিমানে সফরকারী সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

এদিন দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমানের বিপদ সংকেতের আলো জ্বলতে শুরু করে ৷ তবে, তা ঠিক কী হয়েছে বোঝা যায়নি ৷ ফলে পাইলট বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেন ৷ নিরাপদে করাচি বিমানবন্দের অবতরণ করানো হয় ফ্লাইটটিকে ৷ তবে, অবতরণের সময় কোনও জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি বলেই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: SpiceJet Aircraft Smoke: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

যাত্রীদেরও বিমান থেকে নিরাপদে বের করে আনা হয়েছে ৷ করাচি বিমানবন্দরেই তাঁরা রয়েছেন ৷ সেখানে তাঁদের খাবার ও পানীয় জল দেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে বিকল্প বিমান পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তবে, করাচিতে অবতরণ করা বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷

নয়াদিল্লি, 5 জুলাই: আবার শিরোনামে স্পাইসজেটের বিমান । এবার করাচিতে জরুরি অবতরণ করল দিল্লি-দুবাইগামী বিমান (Delhi-Dubai Flight Makes an Emergency Landing in Karachi Pakistan) ৷ স্পাইসজেটের এসজি-11 বিমানটিকে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে নামানো হয় (Indian Flight Land in Pakistan) ৷ বিমানে সফরকারী সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

এদিন দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমানের বিপদ সংকেতের আলো জ্বলতে শুরু করে ৷ তবে, তা ঠিক কী হয়েছে বোঝা যায়নি ৷ ফলে পাইলট বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেন ৷ নিরাপদে করাচি বিমানবন্দের অবতরণ করানো হয় ফ্লাইটটিকে ৷ তবে, অবতরণের সময় কোনও জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি বলেই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: SpiceJet Aircraft Smoke: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

যাত্রীদেরও বিমান থেকে নিরাপদে বের করে আনা হয়েছে ৷ করাচি বিমানবন্দরেই তাঁরা রয়েছেন ৷ সেখানে তাঁদের খাবার ও পানীয় জল দেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে বিকল্প বিমান পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তবে, করাচিতে অবতরণ করা বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷

Last Updated : Jul 5, 2022, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.