ETV Bharat / bharat

Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

সোমবার থেকে এক সপ্তাহের জন্য দেশের রাজধানী দিল্লিতে বন্ধ থাকবে স্কুল ৷ সরকারি অফিসের কর্মী ও আধিকারিকরা কাজ করবেন বাড়ি থেকে ৷ 14 থেকে 17 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে যাবতীয় নির্মাণকাজও ৷ মাত্রাতিরিক্ত দূষণ বাগে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শনিবার দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি জরুরি বৈঠকের পরই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

delhi schools will be closed for one week to control pollution
Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, সরকারি কাজ হবে বাড়ি থেকে
author img

By

Published : Nov 13, 2021, 6:36 PM IST

Updated : Nov 13, 2021, 7:12 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর : সোমবার থেকে আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে রাজধানী দিল্লির স্কুলগুলিতে ৷ ওয়ার্ক ফ্রম হোম করবেন সরকারি বিভিন্ন দফতরের কর্মী ও আধিকারিকরাও ৷ না, করোনার সংক্রমণ নতুন করে মাত্রা ছাড়ায়নি ৷ মাত্রা ছাড়াচ্ছে দূষণ ৷ আর সেই কারণেই যতটা সম্ভব মানুষের বাইরে বেরোনোয় রাশ টানার চেষ্টা করছে দিল্লির সরকার ৷ কারণ, যাতায়াত কমলে কমবে যানবাহনের ব্যবহার ও কার্বন নির্গমন ৷ তাতে কিছু হলেও দূষণ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী সরকার পক্ষ ৷

আরও পড়ুন : Delhi Pollution: দূষণে লাগাম টানতে রাজধানীতে দু’দিনের লকডাউনের সুপারিশ সুপ্রিম কোর্টের

শনিবার দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ বৈঠক শেষে তিনি জানান, এখনই লকডাউনের পথে হাঁটতে চাইছেন না তাঁরা ৷ কারণ, তাতে আমজনতার রুজিরুটিতে টান পড়তে পারে ৷ বদলে যতটা সম্ভব মানুষের গতিবিধিতে রাশ টানার একটা চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার থেকে টানা এক সপ্তাহ স্কুলগুলিতে সশরীরে পঠনপাঠন বন্ধ থাকবে ৷ বদলে পড়াশোনা চলবে অনলাইনে ৷ একই কারণে, সরকারি কর্মচারীরাও বাড়ি থেকেই রোজের কাজ করবেন ৷ 14 থেকে 17 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে যাবতীয় নির্মাণকাজ ৷ প্রসঙ্গত, এদিনই দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ দূষণ বাগে আনতে দু’দিনের জন্য লকডাউন করারও প্রস্তাব দেয় শীর্ষ আদালত ৷

দিওয়ালির পর থেকেই মাত্রা ছাড়িয়েছে দিল্লির দূষণ ৷ দিল্লি ছাড়াও দূষণে দমবন্ধ অবস্থা হয়েছে রাজধানী শহর লাগোয়া গুরগাঁও, নয়ডা এবং গাজিয়াবাদের ৷ দূষণের ধোঁয়া কার্যত কুয়াশার চাদরের মতো ঢেকে রেখেছে গোটা অঞ্চলকে ৷ গত এক সপ্তাহ ধরে এই দুরাবস্থা চলছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমনিতেই দিল্লির স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে ৷ তার উপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যেভাবে দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে দিওয়ালির সময় বাজি পোড়ানো হয়েছে, তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে ৷

আরও পড়ুন : Delhi Pollution: পরিচ্ছন্নতা, রাস্তায় জল ছিটনো, দূষণ রুখতে একাধিক টোটকা পর্ষদের

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাব বলছে, শনিবারও সন্ধে সাড়ে ছ’টা নাগাদ দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল 427 ৷ বিজ্ঞানীদের দাবি, একিউআই 400-য় পৌঁছনো মানেই তা মারাত্মক ক্ষতিকর ৷ কিন্তু, দিল্লির দূষণ সেই মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে ৷ এই অবস্থায় সরকারকে কঠোর পদক্ষেপ করতেই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

নয়াদিল্লি, 13 নভেম্বর : সোমবার থেকে আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে রাজধানী দিল্লির স্কুলগুলিতে ৷ ওয়ার্ক ফ্রম হোম করবেন সরকারি বিভিন্ন দফতরের কর্মী ও আধিকারিকরাও ৷ না, করোনার সংক্রমণ নতুন করে মাত্রা ছাড়ায়নি ৷ মাত্রা ছাড়াচ্ছে দূষণ ৷ আর সেই কারণেই যতটা সম্ভব মানুষের বাইরে বেরোনোয় রাশ টানার চেষ্টা করছে দিল্লির সরকার ৷ কারণ, যাতায়াত কমলে কমবে যানবাহনের ব্যবহার ও কার্বন নির্গমন ৷ তাতে কিছু হলেও দূষণ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী সরকার পক্ষ ৷

আরও পড়ুন : Delhi Pollution: দূষণে লাগাম টানতে রাজধানীতে দু’দিনের লকডাউনের সুপারিশ সুপ্রিম কোর্টের

শনিবার দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ বৈঠক শেষে তিনি জানান, এখনই লকডাউনের পথে হাঁটতে চাইছেন না তাঁরা ৷ কারণ, তাতে আমজনতার রুজিরুটিতে টান পড়তে পারে ৷ বদলে যতটা সম্ভব মানুষের গতিবিধিতে রাশ টানার একটা চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার থেকে টানা এক সপ্তাহ স্কুলগুলিতে সশরীরে পঠনপাঠন বন্ধ থাকবে ৷ বদলে পড়াশোনা চলবে অনলাইনে ৷ একই কারণে, সরকারি কর্মচারীরাও বাড়ি থেকেই রোজের কাজ করবেন ৷ 14 থেকে 17 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে যাবতীয় নির্মাণকাজ ৷ প্রসঙ্গত, এদিনই দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ দূষণ বাগে আনতে দু’দিনের জন্য লকডাউন করারও প্রস্তাব দেয় শীর্ষ আদালত ৷

দিওয়ালির পর থেকেই মাত্রা ছাড়িয়েছে দিল্লির দূষণ ৷ দিল্লি ছাড়াও দূষণে দমবন্ধ অবস্থা হয়েছে রাজধানী শহর লাগোয়া গুরগাঁও, নয়ডা এবং গাজিয়াবাদের ৷ দূষণের ধোঁয়া কার্যত কুয়াশার চাদরের মতো ঢেকে রেখেছে গোটা অঞ্চলকে ৷ গত এক সপ্তাহ ধরে এই দুরাবস্থা চলছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমনিতেই দিল্লির স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে ৷ তার উপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যেভাবে দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে দিওয়ালির সময় বাজি পোড়ানো হয়েছে, তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে ৷

আরও পড়ুন : Delhi Pollution: পরিচ্ছন্নতা, রাস্তায় জল ছিটনো, দূষণ রুখতে একাধিক টোটকা পর্ষদের

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাব বলছে, শনিবারও সন্ধে সাড়ে ছ’টা নাগাদ দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল 427 ৷ বিজ্ঞানীদের দাবি, একিউআই 400-য় পৌঁছনো মানেই তা মারাত্মক ক্ষতিকর ৷ কিন্তু, দিল্লির দূষণ সেই মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে ৷ এই অবস্থায় সরকারকে কঠোর পদক্ষেপ করতেই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated : Nov 13, 2021, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.