ETV Bharat / bharat

Coronavirus : 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলছে স্কুল, দফায় দফায় ক্লাস শুরু - খুলছে স্কুল

আগামী 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলে যাচ্ছে স্কুল ৷ দফায় দফায় পঠনপাঠন শুরু করা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ৷ পরে ক্লাস শুরু হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতেও ৷ শুক্রবার একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ৷

Delhi schools to reopen in phased manner from September 1
Coronavirus : 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলছে স্কুল, ক্লাস শুরু দফায় দফায়
author img

By

Published : Aug 27, 2021, 6:33 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট : দাপট কমেছে কোভিড ভাইরাসের ৷ আর তাই ফের একবার ছন্দে ফেরার চেষ্টা শুরু করল রাজধানী দিল্লি ৷ স্থির হয়েছে, আগামী মাস থেকেই দফায় দফায় খোলা হবে স্কুল ৷ শুক্রবার দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (DDMA) তরফে জানানো হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকেই খুলে যাবে স্কুল ৷ দফায় দফায় চালু করা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন ৷ এর এক সপ্তাহ পর, অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতেও ৷

আরও পড়ুন : Corona in India : দেশে সংক্রমণ 44 হাজার, কেরালা একাই 30 হাজার

করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরই বেসামাল হয়ে পড়ে গোটা দেশ ৷ দিল্লির অবস্থাও হয় ভয়াবহ ৷ সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয় স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ৷ কমেছে করোনার দাপট ৷ আর তাই, পুরো দমে স্কুল চালু করা নিয়ে নানা মহলে আলাপ, আলোচনা শুরু হয়েছে ৷ শুক্রবার এই বিষয়ে কথাবার্তা বলতেই একটি বৈঠকের ডাক দেয় ডিডিএমএ ৷ সেই বৈঠকের পরই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ড. ভি কে পল, এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া, আইসিএমআর-এর অধ্যাপক বলরাম ভার্গব, লেফটেন্য়ান্ট গভর্নর অনিল বাইজাল-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্তারা ৷

আরও পড়ুন : COVID Deaths : করোনাকালে অনাথ হওয়া নাবালকদের তথ্য সংগ্রহ নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে ভারতে কোভিড ভাইরাসের প্রাদুর্ভাব হয় ৷ তারপর লকডাউনে ঘরবন্দি হয়ে যায় গোটা দেশ ৷ এরপর ভাইরাসের প্রকোপ কিছুটা কমায় চলতি বছরের 5 ফেব্রুয়ারি দিল্লিতে নবম থেকে একাদশ শ্রেণিতে পঠনপাঠন শুরু করা হয় ৷ কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আবারও বন্ধ করে দিতে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷

এদিকে, বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 45 জন ৷ সেরে উঠেছেন 21 জন ৷ ওই দিন করোনায় মৃত্যুর কোনও ঘটনা রাজধানীতে ঘটেনি ৷ তথ্য বলছে, আপাতত রাজধানীতে সক্রিয় রোগীর সংখ্যা 413 ৷ আর নতুন আক্রান্তের হার 0.06 শতাংশ ৷ এই তথ্যাবলী স্কুল খোলার পক্ষে সহায়ক বলেই মনে করছে প্রশাসন ৷

নয়াদিল্লি, 27 অগস্ট : দাপট কমেছে কোভিড ভাইরাসের ৷ আর তাই ফের একবার ছন্দে ফেরার চেষ্টা শুরু করল রাজধানী দিল্লি ৷ স্থির হয়েছে, আগামী মাস থেকেই দফায় দফায় খোলা হবে স্কুল ৷ শুক্রবার দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (DDMA) তরফে জানানো হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকেই খুলে যাবে স্কুল ৷ দফায় দফায় চালু করা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন ৷ এর এক সপ্তাহ পর, অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতেও ৷

আরও পড়ুন : Corona in India : দেশে সংক্রমণ 44 হাজার, কেরালা একাই 30 হাজার

করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরই বেসামাল হয়ে পড়ে গোটা দেশ ৷ দিল্লির অবস্থাও হয় ভয়াবহ ৷ সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয় স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ৷ কমেছে করোনার দাপট ৷ আর তাই, পুরো দমে স্কুল চালু করা নিয়ে নানা মহলে আলাপ, আলোচনা শুরু হয়েছে ৷ শুক্রবার এই বিষয়ে কথাবার্তা বলতেই একটি বৈঠকের ডাক দেয় ডিডিএমএ ৷ সেই বৈঠকের পরই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ড. ভি কে পল, এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া, আইসিএমআর-এর অধ্যাপক বলরাম ভার্গব, লেফটেন্য়ান্ট গভর্নর অনিল বাইজাল-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্তারা ৷

আরও পড়ুন : COVID Deaths : করোনাকালে অনাথ হওয়া নাবালকদের তথ্য সংগ্রহ নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে ভারতে কোভিড ভাইরাসের প্রাদুর্ভাব হয় ৷ তারপর লকডাউনে ঘরবন্দি হয়ে যায় গোটা দেশ ৷ এরপর ভাইরাসের প্রকোপ কিছুটা কমায় চলতি বছরের 5 ফেব্রুয়ারি দিল্লিতে নবম থেকে একাদশ শ্রেণিতে পঠনপাঠন শুরু করা হয় ৷ কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আবারও বন্ধ করে দিতে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷

এদিকে, বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 45 জন ৷ সেরে উঠেছেন 21 জন ৷ ওই দিন করোনায় মৃত্যুর কোনও ঘটনা রাজধানীতে ঘটেনি ৷ তথ্য বলছে, আপাতত রাজধানীতে সক্রিয় রোগীর সংখ্যা 413 ৷ আর নতুন আক্রান্তের হার 0.06 শতাংশ ৷ এই তথ্যাবলী স্কুল খোলার পক্ষে সহায়ক বলেই মনে করছে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.