ETV Bharat / bharat

Money laundering case: আর্থিক তছরুপ মামলায় আবারও জ্যাকলিনকে তলব দিল্লি পুলিশের - জ্যাকলিন ফার্নান্ডেজ

সুকেশ চন্দ্রশেখর আর্থিক জালিয়াতি মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ফের তলব করেছে দিল্লি পুলিশ (delhi police summons Jacqueline Fernandez on monday in money laundering case) ৷ সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে (Money laundering case) ৷

actress jacqueline fernandez
ETV Bharat
author img

By

Published : Sep 18, 2022, 9:35 PM IST

Updated : Sep 18, 2022, 10:11 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ফের তলব করল দিল্লি পুলিশ ৷ সোমবার সকালে তাঁকে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সুকেশ চন্দ্রশেখর আর্থিক জালিয়াতি মামলায় জ্যাকলিনকে তলব করেছে দিল্লি পুলিশ (delhi police summons Jacqueline Fernandez on monday in money laundering case) ৷

সুকেশ চন্দ্রশেখর নামে যে ব্যক্তির বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে তিনি বর্তমানে জেলে রয়েছেন ৷ তার বিরুদ্ধে ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে ৷ ইডি এই আর্থিক জালিয়াতির তদন্ত করছে ৷

আরও পড়ুন: মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরালের অভিযোগ ভিত্তিহীন, দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়-পুলিশের

এই মামলায় বুধবারই জ্যাকলিন ফার্নান্ডেজকে দীর্ঘ প্রায় 8 ঘণ্টা জেরা করে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি শাখা ৷ ফের তাঁকে তলব করা হল ৷ অভিযোগ, জ্যাকলিন সুকেশের দুর্নীতির কথা জানতেন তারপরেও তিনি ওই অভিযুক্তকে টাকা তুলতে সাহায্য করেছেন ৷ এই মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী নোরা ফতেহিরও ৷

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ফের তলব করল দিল্লি পুলিশ ৷ সোমবার সকালে তাঁকে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সুকেশ চন্দ্রশেখর আর্থিক জালিয়াতি মামলায় জ্যাকলিনকে তলব করেছে দিল্লি পুলিশ (delhi police summons Jacqueline Fernandez on monday in money laundering case) ৷

সুকেশ চন্দ্রশেখর নামে যে ব্যক্তির বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে তিনি বর্তমানে জেলে রয়েছেন ৷ তার বিরুদ্ধে ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে ৷ ইডি এই আর্থিক জালিয়াতির তদন্ত করছে ৷

আরও পড়ুন: মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরালের অভিযোগ ভিত্তিহীন, দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়-পুলিশের

এই মামলায় বুধবারই জ্যাকলিন ফার্নান্ডেজকে দীর্ঘ প্রায় 8 ঘণ্টা জেরা করে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি শাখা ৷ ফের তাঁকে তলব করা হল ৷ অভিযোগ, জ্যাকলিন সুকেশের দুর্নীতির কথা জানতেন তারপরেও তিনি ওই অভিযুক্তকে টাকা তুলতে সাহায্য করেছেন ৷ এই মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী নোরা ফতেহিরও ৷

Last Updated : Sep 18, 2022, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.