ETV Bharat / bharat

দিল্লিতে গ্রেপ্তার 2 জইশ জঙ্গি - দিল্লি পুলিশের বিশেষ সেল

মঙ্গলবার গভীর রাতে দুজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷

delhi Police Special Cell arrested two jaish e mohammed terrorists
delhi Police Special Cell arrested two jaish e mohammed terrorists
author img

By

Published : Nov 17, 2020, 9:02 AM IST

Updated : Nov 17, 2020, 9:35 AM IST

দিল্লি, 17 নভেম্বর : দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল ৷ দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ গতরাতে দুজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ ধৃত দুই জঙ্গির কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ একাধিক নথি মিলেছে ৷

ধৃত দুই জঙ্গির নাম আবদুল লতিফ মীর এবং মহম্মদ আসরফ ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সরাই কালে খান এলাকা থেকে ওই দু'জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ ৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল এবং 10টি কার্তুজ উদ্ধার হয়েছে ৷

আবদুল লতিফ বারামুল্লা ও আসরফ কুপওয়ারার বাসিন্দা বলে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানানো হয়েছে ।

চলতি বছরের অগাস্টে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল্লি পুলিশের স্পেশাল সেল । গ্রেপ্তার করা হয় ইউসুফ খান নামে ISIS জঙ্গিকে ।

দিল্লি, 17 নভেম্বর : দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল ৷ দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ গতরাতে দুজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ ধৃত দুই জঙ্গির কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ একাধিক নথি মিলেছে ৷

ধৃত দুই জঙ্গির নাম আবদুল লতিফ মীর এবং মহম্মদ আসরফ ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সরাই কালে খান এলাকা থেকে ওই দু'জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ ৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল এবং 10টি কার্তুজ উদ্ধার হয়েছে ৷

আবদুল লতিফ বারামুল্লা ও আসরফ কুপওয়ারার বাসিন্দা বলে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানানো হয়েছে ।

চলতি বছরের অগাস্টে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল্লি পুলিশের স্পেশাল সেল । গ্রেপ্তার করা হয় ইউসুফ খান নামে ISIS জঙ্গিকে ।

Last Updated : Nov 17, 2020, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.