ETV Bharat / bharat

Shraddha Murder Case: শ্রদ্ধার দেহ কাটতে করাতের ব্যবহার ! হাড়ের অটোপসি রিপোর্টে ইঙ্গিত - শ্রদ্ধার দেহ কাটতে করাতের ব্যবহার

শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে নতুন তথ্য ৷ তাঁর দেহ টুকরো করতে ব্যবহার করা হয় করাতের মতো ধারালো কোনও বস্তু ৷ হাড়ের অটোপসি রিপোর্ট (Autopsy of bones) থেকে এই তথ্য মিলেছে ৷

Shraddha Murder Case
Shraddha Murder Case
author img

By

Published : Jan 14, 2023, 3:57 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: করাতের মতো ধারালো কোনও কিছু দিয়ে শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walkar) মৃতদেহের 35 টুকরো করা হয়েছিল ৷ শ্রদ্ধার হাড়ের অটোপসি রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ শ্রদ্ধাকে খুনের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছে তাঁর লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ সেই শ্রদ্ধার দেহ 35 টুকরো করেছিল বলে অভিযোগ ৷

গত 4 জানুয়ারি দিল্লি পুলিশ (Delhi Police) দক্ষিণ দিল্লির মেহরাউলির একটি বনাঞ্চল থেকে কিছু চুল ও হাড় উদ্ধার করে ৷ ডিএনএ রিপোর্টে সেই চুল ও হাড় শ্রদ্ধারই বলে প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে ৷ এবার জানা গেল ঠিক কী ধরনের অস্ত্র ব্য়বহার করা হয়েছিল, শ্রদ্ধার মৃতদেহ কাটার জন্য ৷

দিল্লি পুলিশ জানিয়েছে, মেহরাউলির বনাঞ্চলে পাওয়া নমুনাগুলির একটি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিপোর্ট হায়দরাবাদের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ডায়াগনস্টিক কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তাছাড়া দিল্লি এইএমসের চিকিৎসকরা পরীক্ষার পর জানিয়েছেন যে খুবই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে শ্রদ্ধার দেহ টুকরো করার জন্য, যা অনেকটা করাতের মতো ৷

তবে কীভাবে শ্রদ্ধার দেহ টুকরো করা হয়েছিল, তার কোনও বিজ্ঞানিক ভিত্তিক প্রমাণ পুলিশের কাছে ছিল না, এবার তা চলে এল ৷ তাই আফতাবের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে এই প্রমাণগুলি পুলিশকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ৷ এই ঘটনায় ইতিমধ্যে সাক্ষীদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ৷ সেই তালিকায় শ্রদ্ধার 50 জন বন্ধুও রয়েছেন ৷ শিগগিরই দিল্লির সাকেত আদালতে আফতাবের বিরুদ্ধে পুলিশ চার্জশিট করতে পারে বলে মনে করা হচ্ছে ৷

অভিযোগ, শ্রদ্ধার দেহ কাটার পরে আফতাব পরবর্তী 18 দিন রাতে দিল্লি ও তার আশেপাশের বিভিন্ন স্থানে টুকরোগুলি ফেলে আসত ৷ ওই দেহ রাখার জন্য বাড়িতে নতুন ফ্রিজও কিনেছিল ৷ কিন্তু তদন্তের শুরু থেকে দিল্লি পুলিশকে আফতাব বিভ্রান্ত করে ৷ শেষে সবটা স্বীকার করে নেয় ৷

আরও পড়ুন: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ

নয়াদিল্লি, 14 জানুয়ারি: করাতের মতো ধারালো কোনও কিছু দিয়ে শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walkar) মৃতদেহের 35 টুকরো করা হয়েছিল ৷ শ্রদ্ধার হাড়ের অটোপসি রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ শ্রদ্ধাকে খুনের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছে তাঁর লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ সেই শ্রদ্ধার দেহ 35 টুকরো করেছিল বলে অভিযোগ ৷

গত 4 জানুয়ারি দিল্লি পুলিশ (Delhi Police) দক্ষিণ দিল্লির মেহরাউলির একটি বনাঞ্চল থেকে কিছু চুল ও হাড় উদ্ধার করে ৷ ডিএনএ রিপোর্টে সেই চুল ও হাড় শ্রদ্ধারই বলে প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে ৷ এবার জানা গেল ঠিক কী ধরনের অস্ত্র ব্য়বহার করা হয়েছিল, শ্রদ্ধার মৃতদেহ কাটার জন্য ৷

দিল্লি পুলিশ জানিয়েছে, মেহরাউলির বনাঞ্চলে পাওয়া নমুনাগুলির একটি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিপোর্ট হায়দরাবাদের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ডায়াগনস্টিক কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তাছাড়া দিল্লি এইএমসের চিকিৎসকরা পরীক্ষার পর জানিয়েছেন যে খুবই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে শ্রদ্ধার দেহ টুকরো করার জন্য, যা অনেকটা করাতের মতো ৷

তবে কীভাবে শ্রদ্ধার দেহ টুকরো করা হয়েছিল, তার কোনও বিজ্ঞানিক ভিত্তিক প্রমাণ পুলিশের কাছে ছিল না, এবার তা চলে এল ৷ তাই আফতাবের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে এই প্রমাণগুলি পুলিশকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ৷ এই ঘটনায় ইতিমধ্যে সাক্ষীদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ৷ সেই তালিকায় শ্রদ্ধার 50 জন বন্ধুও রয়েছেন ৷ শিগগিরই দিল্লির সাকেত আদালতে আফতাবের বিরুদ্ধে পুলিশ চার্জশিট করতে পারে বলে মনে করা হচ্ছে ৷

অভিযোগ, শ্রদ্ধার দেহ কাটার পরে আফতাব পরবর্তী 18 দিন রাতে দিল্লি ও তার আশেপাশের বিভিন্ন স্থানে টুকরোগুলি ফেলে আসত ৷ ওই দেহ রাখার জন্য বাড়িতে নতুন ফ্রিজও কিনেছিল ৷ কিন্তু তদন্তের শুরু থেকে দিল্লি পুলিশকে আফতাব বিভ্রান্ত করে ৷ শেষে সবটা স্বীকার করে নেয় ৷

আরও পড়ুন: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.