দিল্লি, 25 নভেম্বর : দিল্লি হিংসার ঘটনায় 20 জন অভিযুক্তর ছবি প্রকাশ করল পুলিশ । চলতি বছরের শুরুতে উত্তর দিল্লির চান্দবাগ এলাকায় হিংসা ছড়ানোয় এই 20 জনের ভূমিকা রয়েছে বলে তাদের তরফে জানানো হয়েছে ।
দিল্লি পুলিশের তরফে 20 জনের ছবি প্রকাশ করে বলা হয়েছে, "প্রকাশ্যে এই ছবিগুলি দিয়ে পোস্টার দেওয়া হবে ।" কেউ এদের বিষয়ে কোনও তথ্য দিতে পারলে তাঁকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।
24 ফেব্রুয়ারি দিল্লির চান্দবাগ এলাকায় উত্তেজিত জনতার মারে মৃত্যু হয় দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালের । ওই এলাকায় শাহদারার DCP অমিত শর্মা এবং ACP অনুজ কুমারের উপর হামলা চালায় দুষ্কৃতীরা । বোরখা পরিহিত বহু পুরুষ ওই হিংসায় জড়িত ছিল বলে অভিযোগ । ঘটনায় কমপক্ষে 53 জনের মৃত্যু হয় ।