নয়াদিল্লি, মার্চ 11: সতীশ কৌশিকের (Actor Satish Kaushik passed away on Thrusday ) মৃত্যুর একদিন পরই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য ৷ দিল্লির ফার্মহাউস থেকে কিছু ওষুধ উদ্ধার করল পুলিশ ৷ সূত্রের খবর, মৃত্যুর আগে এই ফার্মহাউসেই ছিলেন 66 বছর বয়সি প্রবীণ অভিনেতা ৷ দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের একটি তদন্তকারী দল ফার্মহাউস পরিদর্শন করে ৷ তখনই সেখান থেকে ওষুধ পাওয়া যায় বলে খবর ৷ পুলিশ প্রয়াত অভিনেতার মৃত্যুর ঘটনায় বিস্তারিত তদন্ত করছে । আপাতত অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের জন্য । রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ৷
সূত্রের খবর, তদন্তকারী দল যে ফার্মহাউস থেকে ওষুধ উদ্ধার করেছে সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল ৷ আয়োজক ছিলেন এক শিল্পপতি ৷ জানা গিয়েছে, শিল্পপতির বিরুদ্ধে কিছু মামলা রয়েছে ৷ ফলে তিনি এমনিতেই পুলিশের নজরে ৷ ফার্মহাউসে সেদিন কারা উপস্থিত ছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ আর তার জন্য অতিথিদের তালিকাও খতিয়ে দেখা হচ্ছে ।
বুধবার অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিকের মৃত্যু হয় গুরুগ্রামে। 7 মার্চ তিনি মুম্বইতে শাবানা আজমি এবং জাভেদ আখতারের হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে । সূত্র মারফত জানা গিয়েছে, এরপর সতীশ দিল্লি আসেন ৷ ঘনিষ্ঠ বন্ধুর হোলি পার্টিতে যোগ দিতেই তাঁর দিল্লি আসা ৷ সেই পার্টিতেই অসুস্থ হয়ে পড়েন সতীশ। এরপর হাসপাতাল যাওয়ার পথে গাড়িতেই তাঁর মৃত্যু হয়।
অভিনেতা অনুপম খের (Anupam Kher) প্রথম সামাজিক মাধ্যমে তাঁর ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবর জানিয়েছিলেন । "অভিনেতা সতীশ কৌশিক মারা গিয়েছেন," অনুপম দু'জনের ছবি-সহ টুইট করেন । হিন্দিতে একটি টুইট করেন তিনি ৷ অনুপম লেখেন, যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, "আমি জানি মৃত্যুই এই পৃথিবীর চূড়ান্ত সত্য ৷ কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে বেঁচে থাকাকালীন আমি আমার প্রিয় বন্ধু সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে এইসব লিখব । আমাদের 45 বছরের বন্ধুত্বে দাঁড়ি পড়ে গেল ৷ সতীশ ছাড়া জীবন কখনই আগের মতো থাকবে না ৷ ওমি শান্তি ৷"
সতীশ কৌশিক বহুমুখী প্রতিভার অধিকারী ৷ অভিনেতা থেকে শুরু করে লেখক, পরিচালক এবং প্রযোজকও ছিলেন ৷ অভিনয় এবং হাস্যরসের মাধ্যমে সকলকে আনন্দ দিয়ে গিয়েছেন দশকের পর দশক ৷ ভারতীয় চলচ্চিত্র তাঁর অবদান ভোলার নয় । 'মিস্টার ইন্ডিয়া', 'সাজন চলে সসুরাল' এবং 'জুদাই'-এর মতো জনপ্রিয় সিনেমায় কাজের মাধ্যমে পরিচিতি পান । 'রূপ কি রানি চোরো কা রাজা' এবং 'হাম আপকে দিল মে রেহেতে হ্যায়'-এর মতো চলচ্চিত্র পরিচালনাও করেছেন ৷ তাঁর কাজের জন্যই সতীশ কৌশিককে বহুকাল মনে রাখবেন দর্শকরা ।
আরও পড়ুন: ক্যালেন্ডারের পাতা ফুরোল ! প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক