ETV Bharat / bharat

Sitaram Yechury: নিউজক্লিকে চিনা অর্থের ব্যবহার নিয়ে তদন্তে সীতারাম ইয়েচুরির বাসভবনে দিল্লি পুলিশ - দিল্লি পুলিশ

Delhi Police Raids Sitaram Yechury Residence: মঙ্গলবার থেকে সকাল থেকে নিউজক্লিক-এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে দিল্লি পুলিশ একাধিক জায়গায় তল্লাশি করছে ৷ সেই তল্লাশিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাসভবনেও অভিযান চালান তদন্তকারীরা ৷

Sitaram Yechury
Sitaram Yechury
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 12:31 PM IST

Updated : Oct 3, 2023, 1:32 PM IST

দিল্লি পুলিশের তল্লাশি নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য

নয়াদিল্লি, 3 অক্টোবর: নিউজক্লিক সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনে তল্লাশি চালাল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ চিনা তহবিল নিয়ে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে ৷ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে ৷

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, নিউজক্লিক সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে একজন ইয়েচুরির বাসভবনে রয়েছেন, এই খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয় । দিল্লি পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, 30টিরও বেশি স্থানে অভিযান চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷

  • The Press Club of India is deeply concerned about the multiple raids conducted on the houses of journalists and writers associated with #Newsclick.

    We are monitoring the developments and will be releasing a detailed statement.

    — Press Club of India (@PCITweets) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এই তল্লাশি অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে তাদের তরফে ৷ সেখানে বলা হয়েছে, "নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিক ও লেখকদের বাড়িতে একাধিক অভিযান চালানোর জন্য প্রেস ক্লাব অফ ইন্ডিয়া গভীরভাবে উদ্বিগ্ন । আমরা ঘটনাগুলি পর্যবেক্ষণ করছি এবং এই নিয়ে একটি বিশদ বিবৃতি প্রকাশ করব ।"

এর আগে দিল্লি হাইকোর্ট 2021 সালের 7 জুলাই একটি আদেশে জানিয়েছিল যে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা নিউজ পোর্টাল নিউজক্লিক-এর প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না ৷ তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে ৷ সেই নির্দেশ খারিজের আবেদন নিয়ে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা ৷ সেই আবেদনের ভিত্তিতেই গত 22 অগস্ট প্রবীর পুরকায়স্থকে নোটিশ দেয় আদালতের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ৷

  • #WATCH | Delhi: Raids underway at the NewsClick office.

    Raids at different premises linked to NewsClick are currently underway at over 30 locations, no arrests made so far. pic.twitter.com/YQBMRsoVkx

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার এফআইআর-এ বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে অবস্থিত তাঁদের সহযোগীদের সঙ্গে ষড়যন্ত্র করছে ৷ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আড়ালে বিদেশ থেকে নির্দেশ মতো কাজ করেছে, যাতে আরও তহবিল পাওয়া যায় ৷ সেই কারণে প্রতারণামূলক পরিকল্পনা তৈরি করেছিল । সূত্রের খবর, এই নিয়ে অনেক প্রমাণও সংগ্রহ করে তদন্তকারী সংস্থা ৷

গ্রেফতারের হাত থেকে সুরক্ষা চাওয়ার পর আবেদনকারী প্রবীর পুরকায়স্থ তদন্তে সহযোগিতা করেন ৷ তবে তিনি শুধুমাত্র পিপিকে নিউজক্লিক স্টুডিও প্রাইভেট লিমিটেডের ব্যালেন্স শিট প্রদান করেন তদন্তকারী সংস্থাকে প্রদান করেন । সেগুলি 2017-2018, 2018-2019, 2019-2020 আর্থিক বছরের ৷ কিন্তু তাঁদের আয়ের উৎস, ব্যয়, এফডিআই-এর তহবিলের শেষ ব্যবহার, বিদেশী সংস্থা থেকে অর্থ নেওয়া সংক্রান্ত সমস্ত তথ্য দিতে পারেননি ৷

  • #WATCH | Delhi Police Special Cell ACP Lalit Mohan Negi reaches NewsClick office in Delhi.

    Raids at different premises linked to NewsClick are currently underway at over 30 locations, no arrests made so far. pic.twitter.com/KezrcJes7A

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, ইডি একটি নতুন আবেদনের মাধ্যমে নিউজক্লিক এবং এই সংস্থার প্রধান সম্পাদকের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়ে আবেদন করে ৷ সেই আবেদনে বলা হয় যে এটি পেইড নিউজের জন্য একটি গুরুতর অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা ৷

আরও পড়ুন: কিছু থেমে নেই, আলোচনা চলছে 'ইন্ডিয়া' জোটের নেতাদের; দাবি কংগ্রেসের

দিল্লি পুলিশের তল্লাশি নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য

নয়াদিল্লি, 3 অক্টোবর: নিউজক্লিক সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনে তল্লাশি চালাল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ চিনা তহবিল নিয়ে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে ৷ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে ৷

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, নিউজক্লিক সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে একজন ইয়েচুরির বাসভবনে রয়েছেন, এই খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয় । দিল্লি পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, 30টিরও বেশি স্থানে অভিযান চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷

  • The Press Club of India is deeply concerned about the multiple raids conducted on the houses of journalists and writers associated with #Newsclick.

    We are monitoring the developments and will be releasing a detailed statement.

    — Press Club of India (@PCITweets) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এই তল্লাশি অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে তাদের তরফে ৷ সেখানে বলা হয়েছে, "নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিক ও লেখকদের বাড়িতে একাধিক অভিযান চালানোর জন্য প্রেস ক্লাব অফ ইন্ডিয়া গভীরভাবে উদ্বিগ্ন । আমরা ঘটনাগুলি পর্যবেক্ষণ করছি এবং এই নিয়ে একটি বিশদ বিবৃতি প্রকাশ করব ।"

এর আগে দিল্লি হাইকোর্ট 2021 সালের 7 জুলাই একটি আদেশে জানিয়েছিল যে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা নিউজ পোর্টাল নিউজক্লিক-এর প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না ৷ তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে ৷ সেই নির্দেশ খারিজের আবেদন নিয়ে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা ৷ সেই আবেদনের ভিত্তিতেই গত 22 অগস্ট প্রবীর পুরকায়স্থকে নোটিশ দেয় আদালতের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ৷

  • #WATCH | Delhi: Raids underway at the NewsClick office.

    Raids at different premises linked to NewsClick are currently underway at over 30 locations, no arrests made so far. pic.twitter.com/YQBMRsoVkx

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার এফআইআর-এ বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে অবস্থিত তাঁদের সহযোগীদের সঙ্গে ষড়যন্ত্র করছে ৷ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আড়ালে বিদেশ থেকে নির্দেশ মতো কাজ করেছে, যাতে আরও তহবিল পাওয়া যায় ৷ সেই কারণে প্রতারণামূলক পরিকল্পনা তৈরি করেছিল । সূত্রের খবর, এই নিয়ে অনেক প্রমাণও সংগ্রহ করে তদন্তকারী সংস্থা ৷

গ্রেফতারের হাত থেকে সুরক্ষা চাওয়ার পর আবেদনকারী প্রবীর পুরকায়স্থ তদন্তে সহযোগিতা করেন ৷ তবে তিনি শুধুমাত্র পিপিকে নিউজক্লিক স্টুডিও প্রাইভেট লিমিটেডের ব্যালেন্স শিট প্রদান করেন তদন্তকারী সংস্থাকে প্রদান করেন । সেগুলি 2017-2018, 2018-2019, 2019-2020 আর্থিক বছরের ৷ কিন্তু তাঁদের আয়ের উৎস, ব্যয়, এফডিআই-এর তহবিলের শেষ ব্যবহার, বিদেশী সংস্থা থেকে অর্থ নেওয়া সংক্রান্ত সমস্ত তথ্য দিতে পারেননি ৷

  • #WATCH | Delhi Police Special Cell ACP Lalit Mohan Negi reaches NewsClick office in Delhi.

    Raids at different premises linked to NewsClick are currently underway at over 30 locations, no arrests made so far. pic.twitter.com/KezrcJes7A

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, ইডি একটি নতুন আবেদনের মাধ্যমে নিউজক্লিক এবং এই সংস্থার প্রধান সম্পাদকের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়ে আবেদন করে ৷ সেই আবেদনে বলা হয় যে এটি পেইড নিউজের জন্য একটি গুরুতর অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা ৷

আরও পড়ুন: কিছু থেমে নেই, আলোচনা চলছে 'ইন্ডিয়া' জোটের নেতাদের; দাবি কংগ্রেসের

Last Updated : Oct 3, 2023, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.