ETV Bharat / bharat

সক্রিয় দিল্লি পুলিশ, কংগ্রেসের টুলকিট বিতর্কে প্যাঁচে পড়তে পারে টুইটার - টুইটার ইন্ডিয়া

এখন থেকে যে কোনও ধরনের টুইটের জন্য সংস্থা সরাসরি দায়বদ্ধ থাকবে টুইটার । এই পরিস্থিতিতে কংগ্রেসের টুলকিট বিতর্কে টুইটারের উপর কোনও ধাক্কা এসে পড়ে কি না সেটাই দেখার ।

Twitter India news
ছবি
author img

By

Published : Jun 17, 2021, 10:21 AM IST

নয়াদিল্লি, 17 জুন : গতমাসে কংগ্রেসের বিরুদ্ধে টুলকিট ব্যবহার করে করোনা মোকাবিলায় কেন্দ্রের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছিল । অভিযোগ তুলেছিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র । সেই ঘটনায় টুইটারের ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর মনীশ মহেশ্বরীকে জিজ্ঞাসাবাদের জন্য 31 মে ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশ ।

মনীশ মহেশ্বরীকে ডেকে পাঠানোর বিষয়টি জানাজানি হতেই ফের নতুন করে কংগ্রেসের বিরুদ্ধে টুলকিটের অপব্যবহারের অভিযোগটি মাথাচাড়া দিয়ে উঠেছে । এর আগে দিল্লি পুলিশ টুইটারকে একটি আইনি নোটিস পাঠিয়েছিল ।

24 মে লাডোসড়াই, দিল্লি ও গুরুগ্রামে টুইটারের ভারতীয় শাখার অফিসেও গিয়েছিল পুলিশ ।

এদিকে টুইটারে হাতে এখন আর আইনি রক্ষাকবচ নেই । ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইন মানতে নারাজ টুইটার । টালবাহানা চালিয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে । আর তার জেরেই আইনি রক্ষাকবচ কেড়ে নেওয়া হয়েছে টুইটারের থেকে । অর্থাৎ, এখন টুইটারে যে কোনও ধরনের পোস্টের জন্য সংস্থা সরাসরি দায়বদ্ধ । এই পরিস্থিতিতে টুলকিট বিতর্কে টুইটারের উপর কোনও ধাক্কা এসে পড়ে কি না সেটাই দেখার ।

নয়াদিল্লি, 17 জুন : গতমাসে কংগ্রেসের বিরুদ্ধে টুলকিট ব্যবহার করে করোনা মোকাবিলায় কেন্দ্রের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছিল । অভিযোগ তুলেছিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র । সেই ঘটনায় টুইটারের ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর মনীশ মহেশ্বরীকে জিজ্ঞাসাবাদের জন্য 31 মে ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশ ।

মনীশ মহেশ্বরীকে ডেকে পাঠানোর বিষয়টি জানাজানি হতেই ফের নতুন করে কংগ্রেসের বিরুদ্ধে টুলকিটের অপব্যবহারের অভিযোগটি মাথাচাড়া দিয়ে উঠেছে । এর আগে দিল্লি পুলিশ টুইটারকে একটি আইনি নোটিস পাঠিয়েছিল ।

24 মে লাডোসড়াই, দিল্লি ও গুরুগ্রামে টুইটারের ভারতীয় শাখার অফিসেও গিয়েছিল পুলিশ ।

এদিকে টুইটারে হাতে এখন আর আইনি রক্ষাকবচ নেই । ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইন মানতে নারাজ টুইটার । টালবাহানা চালিয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে । আর তার জেরেই আইনি রক্ষাকবচ কেড়ে নেওয়া হয়েছে টুইটারের থেকে । অর্থাৎ, এখন টুইটারে যে কোনও ধরনের পোস্টের জন্য সংস্থা সরাসরি দায়বদ্ধ । এই পরিস্থিতিতে টুলকিট বিতর্কে টুইটারের উপর কোনও ধাক্কা এসে পড়ে কি না সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.