ETV Bharat / bharat

ব্য়ারিকেড ভেঙে দিল্লির দিকে এগনোর চেষ্টা কৃষকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - সিঙ্ঘু সীমান্তে হরিয়ানার কৃষক সংগঠন

"দিল্লি চলো" অভিযান রুখতে বালি বোঝাই ট্রাক ও জলকামানের ব্যবস্থা করা হয়েছে । বিক্ষোভকারীরা যাতে শহরে প্রবেশ করতে না পারে তার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে ।

Farmer protest
দিল্লি সীমান্তে বালি বোঝাই ট্রাক
author img

By

Published : Nov 27, 2020, 12:21 PM IST

Updated : Nov 27, 2020, 2:12 PM IST

দিল্লি , 27 নভেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগঠনগুলির "দিল্লি চলো" অভিযান ঘিরে আজও উত্তপ্ত দিল্লি-হরিয়ানা সীমান্ত । সিঙ্ঘু সীমান্তে কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ । সীমান্ত এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে । এই মিছিল রুখতে বালি বোঝাই ট্রাক ও জলকামানেরও ব্যবস্থা করা হয়েছে । বিক্ষোভকারীরা যাতে শহরে প্রবেশ করতে না পারে তার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে । অন্যদিকে টিকরি সীমান্তে কৃষকেরা ট্রাক্টরের সাহায্যে পুলিশের তৈরি ট্রাকের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে । সেখানে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় । মৃত্যু হয় এক কৃষকের ।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে , "আমরা কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করছি । আমরা তাদের জানাচ্ছি যে, কোরোনার জন্য যে কোনও ধরনের সমাবেশ ও ধরনা করার অনুমতি নেই । এরপরও যদি তারা দিল্লিতে ঢোকার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।" তবে কৃষকদের তরফে জানানো হয়েছে , যেখানে তাদের আটকানো হবে , সেখানেই তারা ধরনায় বসবে ।

দিল্লি মেট্রোর তরফে ছ'টি স্টেশনে প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । শুধুমাত্র দিল্লি থেকে NCR পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে । তবে NCR থেকে দিল্লি পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে না ।

বিক্ষোভকারীদের আটকাতে দিল্লি সীমান্তে বালি বোঝাই ট্রাক, কাঁটাতারের বেড়া এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ

কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে আপত্তি জানিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাদের অভিযোগ , এই আইনে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে ৷ তবে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই আইনের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরাসরি কারও হস্তক্ষেপ ছাড়াই বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে ৷ তবে কৃষকদের দাবি, সরকার এক্ষেত্রে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিক ৷ তা না হলে তারা প্রকৃত দাম থেকে বঞ্চিত হবে ৷ আর সেই দাবিতেই জাতীয় সংবিধান দিবসে "দিল্লি চলো" অভিযানের ডাক দেয় পঞ্জাবের কৃষক সংগঠনগুলি ৷ গতকাল দিল্লি যাওয়ার পথে হরিয়ানার আম্বালায় সাদোপুর বর্ডারে কৃষকদের মিছিল আটকায় পুলিশ ৷ মিছিলকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্য়াসের শেল ফাটানো হয় ৷ এরপর আজও সিঙ্ঘু সীমান্তে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ।

দিল্লি , 27 নভেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগঠনগুলির "দিল্লি চলো" অভিযান ঘিরে আজও উত্তপ্ত দিল্লি-হরিয়ানা সীমান্ত । সিঙ্ঘু সীমান্তে কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ । সীমান্ত এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে । এই মিছিল রুখতে বালি বোঝাই ট্রাক ও জলকামানেরও ব্যবস্থা করা হয়েছে । বিক্ষোভকারীরা যাতে শহরে প্রবেশ করতে না পারে তার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে । অন্যদিকে টিকরি সীমান্তে কৃষকেরা ট্রাক্টরের সাহায্যে পুলিশের তৈরি ট্রাকের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে । সেখানে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় । মৃত্যু হয় এক কৃষকের ।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে , "আমরা কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করছি । আমরা তাদের জানাচ্ছি যে, কোরোনার জন্য যে কোনও ধরনের সমাবেশ ও ধরনা করার অনুমতি নেই । এরপরও যদি তারা দিল্লিতে ঢোকার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।" তবে কৃষকদের তরফে জানানো হয়েছে , যেখানে তাদের আটকানো হবে , সেখানেই তারা ধরনায় বসবে ।

দিল্লি মেট্রোর তরফে ছ'টি স্টেশনে প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । শুধুমাত্র দিল্লি থেকে NCR পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে । তবে NCR থেকে দিল্লি পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে না ।

বিক্ষোভকারীদের আটকাতে দিল্লি সীমান্তে বালি বোঝাই ট্রাক, কাঁটাতারের বেড়া এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ

কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে আপত্তি জানিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাদের অভিযোগ , এই আইনে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে ৷ তবে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই আইনের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরাসরি কারও হস্তক্ষেপ ছাড়াই বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে ৷ তবে কৃষকদের দাবি, সরকার এক্ষেত্রে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিক ৷ তা না হলে তারা প্রকৃত দাম থেকে বঞ্চিত হবে ৷ আর সেই দাবিতেই জাতীয় সংবিধান দিবসে "দিল্লি চলো" অভিযানের ডাক দেয় পঞ্জাবের কৃষক সংগঠনগুলি ৷ গতকাল দিল্লি যাওয়ার পথে হরিয়ানার আম্বালায় সাদোপুর বর্ডারে কৃষকদের মিছিল আটকায় পুলিশ ৷ মিছিলকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্য়াসের শেল ফাটানো হয় ৷ এরপর আজও সিঙ্ঘু সীমান্তে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ।

Last Updated : Nov 27, 2020, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.