ETV Bharat / bharat

FIR Against Nupur Sharma : সক্রিয় অমিত শাহের দিল্লি পুলিশ, নূপুর-সহ 10 জনের বিরুদ্ধে এফআইআর - নূপুর শর্মা সহ 10 জনের বিরুদ্ধে এফআইআর

ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের কারণে নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি ৷ দল থেকে বহিষ্কার করা হয়েছে নবীন জিন্দলকেও ৷ এবার তার বিরুদ্ধে সক্রিয় অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ (FIR Against Nupur Sharma) ৷

Nupur Sharma
নূপুর সহ 10 জনের বিরুদ্ধে এফআইআর
author img

By

Published : Jun 9, 2022, 12:47 PM IST

Updated : Jun 9, 2022, 1:53 PM IST

নয়াদিল্লি, 9 জুন : ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের কারণে নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি ৷ এবার তার বিরুদ্ধে সক্রিয় অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ ৷ বুধবার নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের 'ইন্টেলিজেন্স ফিউশন আ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিট'(আইএফএসও) ৷এই এফআইআর তালিকায় নাম রয়েছে নবীনকুমার জিন্দল-সহ আরও 9 জনের ৷ তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ আনা হয়েছে (Delhi Police books Nupur Sharma and 9 others for spreading hateful messages on social media) ৷

দিল্লি পুলিশ জানিয়েছে, এই এফআইআর-এ নূপুর শর্মা ছাড়াও নাম রয়েছে নবীন জিন্দল, হিন্দু মহাসভার পূজা শাকুন পাণ্ডে, সাংবাদিক সাবা নাকভি, শাদাব চৌহান, মৌলানা মুফতি নাদিম, আব্দুর রহমান, অনিলকুমার মিনা, গুলজার আনসারির ৷ পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মুখ বাঁচানোর চেষ্টা হিসেবেই দেখছে বিরোধীরা ৷

আরও পড়ুন : বেলুড় মঠ দর্শনে জেপি নাড্ডা

তবে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, মঙ্গলবারই তাকে নিরাপত্তা দিয়েছে দিল্লি পুলিশ ৷ নূপুর ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ, তার প্রেক্ষিতেই তাকে এই নিরাপত্তা দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 9 জুন : ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের কারণে নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি ৷ এবার তার বিরুদ্ধে সক্রিয় অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ ৷ বুধবার নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের 'ইন্টেলিজেন্স ফিউশন আ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিট'(আইএফএসও) ৷এই এফআইআর তালিকায় নাম রয়েছে নবীনকুমার জিন্দল-সহ আরও 9 জনের ৷ তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ আনা হয়েছে (Delhi Police books Nupur Sharma and 9 others for spreading hateful messages on social media) ৷

দিল্লি পুলিশ জানিয়েছে, এই এফআইআর-এ নূপুর শর্মা ছাড়াও নাম রয়েছে নবীন জিন্দল, হিন্দু মহাসভার পূজা শাকুন পাণ্ডে, সাংবাদিক সাবা নাকভি, শাদাব চৌহান, মৌলানা মুফতি নাদিম, আব্দুর রহমান, অনিলকুমার মিনা, গুলজার আনসারির ৷ পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মুখ বাঁচানোর চেষ্টা হিসেবেই দেখছে বিরোধীরা ৷

আরও পড়ুন : বেলুড় মঠ দর্শনে জেপি নাড্ডা

তবে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, মঙ্গলবারই তাকে নিরাপত্তা দিয়েছে দিল্লি পুলিশ ৷ নূপুর ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ, তার প্রেক্ষিতেই তাকে এই নিরাপত্তা দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jun 9, 2022, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.