ETV Bharat / bharat

রাজস্থান থেকে দিল্লি ফিরেই আত্মসমর্পণ সংসদ হামলার 'মাস্টারমাইন্ড' ললিতের - Parliament security breach Latest News

Parliament security breach case: সংসদ হামলায় মূল অভিযুক্ত ললিত মোহন ঝাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ সে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ ললিত কলকাতার রবীন্দ্র সরণিতে বাড়ি ভাড়া নিয়ে থাকত ৷

ETV Bharat
নিজেই ধরা দিল সংসদ হামলার অভিযুক্ত ললিত মোহন ঝা
author img

By ANI

Published : Dec 15, 2023, 6:44 AM IST

Updated : Dec 15, 2023, 9:11 AM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: থানায় গিয়ে আত্মসমর্পণ করল সংসদ হামলার 'মাস্টারমাইন্ড' ললিত ঝা ৷ 13 ডিসেম্বর, বুধবার সংসদের নিরাপত্তা ভেঙে হামলা চালানোর ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত ললিত ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সে নিজেই কর্তব্য পথ থানায় এসে পুলিশের কাছে ধরা দেয় ৷

  • Parliament security breach accused, Lalit Mohan Jha had fled from the spot after making a video of the incident. He reached Nagaur in Rajasthan by bus. There he met his two friends and spent the night in a hotel. When he realized that the police were searching for him, he came to…

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার সংসদে হামলার ভিডিয়ো করে ললিত মোহন ঝা ৷ এরপর সে বাসে করে রাজস্থানের নাগৌরে চলে যায় ৷ সেখানে সে তার দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং একটি হোটেলে রাত কাটায় ৷ পরে সে বুঝতে পারে পুলিশ তার খোঁজ করছে ৷ তখন ফের বাসে দিল্লি ফিরে আসে ৷ সে নিজেই কর্তব্য পথ থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

বুধবার রাতে এই ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ ললিত-সহ 6 জনের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ বিশেষ সেল ৷ পাশাপাশি বৃহস্পতিবারই সংসদের নিরাপত্তার গাফিলতিতে 8 জন নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করেছে লোকসভা সচিবালয় ৷

ললিত ঝা কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকত ৷ বড়বাজার এলাকার রবীন্দ্র সরণির একটি বা়ড়িতেই সে ভাড়া থাকত বলে জানতে পেরেছে পুলিশ ৷ বেশ কয়েক বছর ধরেই সে এলাকায় বাস করছিল ৷ বড়বাজার থানা এবং লালবাজার থেকে পুলিশের শীর্ষ কর্তারা ললিতের ভাড়া বাড়িতে যান ৷ তাঁরা বাড়ি মালিকের সঙ্গে কথাও বলেন ৷ বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, ললিত ঝা ঠিক সময়ে ভাড়া মিটিয়ে দিত। তবে তার সমস্ত লেনদেনই সে অনলাইনে করত ৷ তাই দু'জনের মধ্যে খুব একটা দেখাসাক্ষাৎ হয়নি ৷ কলকাতা কয়েক বছর ধরে এলাকায় থাকলেও স্থানীয়দের সঙ্গে তার তেমন আলাপ ছিল না ৷ সে কারও সঙ্গেই কথা বলত না ৷ তিনি গৃহশিক্ষকরে কাজ করতেন বলে দাবি স্থানীয়দের একটা অংশের।

পুরুলিয়ায় একটি এনজিওতে কাজ করত সংসদ হামলার মূল অভিযুক্ত ললিত ঝা ৷ তদন্তের স্বার্থে দিল্লি পুলিশের একটি দলও হয়তো খুব শীঘ্রই কলকাতায় আসতে পারে ৷ কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, "দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা খবর পেয়েছি ৷ আমরা সব রকম ভাবে সাহায্য করব ৷"

এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের সঙ্গে ললিত ঝায়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত ছবিও পোস্ট করেছেন তিনি ৷ সেখানে একটি পুজোয় তাপস রায় ও ললিত ঝাকে এক ফ্রেমে দেখা যাচ্ছে ৷ সুকান্ত বলেন, "আমাদের গণতন্ত্রের মন্দিরে হামলাকারীদের মাস্টারমাইন্ড ললিত ঝা তৃণমূল নেতা তাপস রায়ের ঘনিষ্ঠ ৷ তাঁরা দীর্ঘদিনের পরিচিত ৷"

আরও পড়ুন:

  1. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  2. ডেরেকের পর লোকসভা থেকেও সাসপেন্ড করা হল 13 জন বিরোধী দলের সাংসদকে !
  3. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: থানায় গিয়ে আত্মসমর্পণ করল সংসদ হামলার 'মাস্টারমাইন্ড' ললিত ঝা ৷ 13 ডিসেম্বর, বুধবার সংসদের নিরাপত্তা ভেঙে হামলা চালানোর ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত ললিত ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সে নিজেই কর্তব্য পথ থানায় এসে পুলিশের কাছে ধরা দেয় ৷

  • Parliament security breach accused, Lalit Mohan Jha had fled from the spot after making a video of the incident. He reached Nagaur in Rajasthan by bus. There he met his two friends and spent the night in a hotel. When he realized that the police were searching for him, he came to…

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার সংসদে হামলার ভিডিয়ো করে ললিত মোহন ঝা ৷ এরপর সে বাসে করে রাজস্থানের নাগৌরে চলে যায় ৷ সেখানে সে তার দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং একটি হোটেলে রাত কাটায় ৷ পরে সে বুঝতে পারে পুলিশ তার খোঁজ করছে ৷ তখন ফের বাসে দিল্লি ফিরে আসে ৷ সে নিজেই কর্তব্য পথ থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

বুধবার রাতে এই ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ ললিত-সহ 6 জনের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ বিশেষ সেল ৷ পাশাপাশি বৃহস্পতিবারই সংসদের নিরাপত্তার গাফিলতিতে 8 জন নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করেছে লোকসভা সচিবালয় ৷

ললিত ঝা কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকত ৷ বড়বাজার এলাকার রবীন্দ্র সরণির একটি বা়ড়িতেই সে ভাড়া থাকত বলে জানতে পেরেছে পুলিশ ৷ বেশ কয়েক বছর ধরেই সে এলাকায় বাস করছিল ৷ বড়বাজার থানা এবং লালবাজার থেকে পুলিশের শীর্ষ কর্তারা ললিতের ভাড়া বাড়িতে যান ৷ তাঁরা বাড়ি মালিকের সঙ্গে কথাও বলেন ৷ বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, ললিত ঝা ঠিক সময়ে ভাড়া মিটিয়ে দিত। তবে তার সমস্ত লেনদেনই সে অনলাইনে করত ৷ তাই দু'জনের মধ্যে খুব একটা দেখাসাক্ষাৎ হয়নি ৷ কলকাতা কয়েক বছর ধরে এলাকায় থাকলেও স্থানীয়দের সঙ্গে তার তেমন আলাপ ছিল না ৷ সে কারও সঙ্গেই কথা বলত না ৷ তিনি গৃহশিক্ষকরে কাজ করতেন বলে দাবি স্থানীয়দের একটা অংশের।

পুরুলিয়ায় একটি এনজিওতে কাজ করত সংসদ হামলার মূল অভিযুক্ত ললিত ঝা ৷ তদন্তের স্বার্থে দিল্লি পুলিশের একটি দলও হয়তো খুব শীঘ্রই কলকাতায় আসতে পারে ৷ কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, "দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা খবর পেয়েছি ৷ আমরা সব রকম ভাবে সাহায্য করব ৷"

এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের সঙ্গে ললিত ঝায়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত ছবিও পোস্ট করেছেন তিনি ৷ সেখানে একটি পুজোয় তাপস রায় ও ললিত ঝাকে এক ফ্রেমে দেখা যাচ্ছে ৷ সুকান্ত বলেন, "আমাদের গণতন্ত্রের মন্দিরে হামলাকারীদের মাস্টারমাইন্ড ললিত ঝা তৃণমূল নেতা তাপস রায়ের ঘনিষ্ঠ ৷ তাঁরা দীর্ঘদিনের পরিচিত ৷"

আরও পড়ুন:

  1. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  2. ডেরেকের পর লোকসভা থেকেও সাসপেন্ড করা হল 13 জন বিরোধী দলের সাংসদকে !
  3. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
Last Updated : Dec 15, 2023, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.