ETV Bharat / bharat

Jama Masjid: মহিলা প্রবেশে নিষেধাজ্ঞা ! নয়া বিজ্ঞপ্তিতে বিতর্কে জামা মসজিদ - Delhi Jama Masjid

একা বা একত্রে একাধিক মহিলাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জামা মসজিদে (Jama Masjid bans entry of girls)। বিজ্ঞপ্তি জারি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই শাহি ইমাম জানিয়ে দিয়েছেন, 'যেই মহিলারা প্রার্থনা করতে আসবেন, তাঁরা এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন না ।'

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 24, 2022, 3:53 PM IST

Updated : Nov 24, 2022, 10:59 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর: জামা মসজিদে ঢুকতে পারবেন না মহিলারা । এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ । প্রধান প্রবেশদ্বারে ঢোকার আগেই ঝোলানো হয়েছে ওই বিজ্ঞপ্তি (Delhi Jama Masjid bans entry of girls)। তাতে লেখা রয়েছে, "জামা মসজিদে মহিলারা প্রবেশ করতে পারবেন না । একা বা একাধিক মহিলাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।"

যদিও এই বিজ্ঞপ্তি জারি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই শাহি ইমাম জানিয়ে দিয়েছেন, 'যেই মহিলারা প্রার্থনা করতে আসবেন, তাঁরা এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন না ।' একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, মসজিদ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে ।

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি লিখেছেন । স্বাতি মালিওয়াল লিখেছেন, "জামা মসজিদে মহিলাদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত ঠিক নয় । পুরুষের মতোই নারীরও যেমন উপাসনার অধিকার আছে । উপাসনা কেন্দ্রে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই ।"

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক লাদাখের জামা মসজিদ

নয়াদিল্লি, 24 নভেম্বর: জামা মসজিদে ঢুকতে পারবেন না মহিলারা । এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ । প্রধান প্রবেশদ্বারে ঢোকার আগেই ঝোলানো হয়েছে ওই বিজ্ঞপ্তি (Delhi Jama Masjid bans entry of girls)। তাতে লেখা রয়েছে, "জামা মসজিদে মহিলারা প্রবেশ করতে পারবেন না । একা বা একাধিক মহিলাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।"

যদিও এই বিজ্ঞপ্তি জারি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই শাহি ইমাম জানিয়ে দিয়েছেন, 'যেই মহিলারা প্রার্থনা করতে আসবেন, তাঁরা এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন না ।' একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, মসজিদ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে ।

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি লিখেছেন । স্বাতি মালিওয়াল লিখেছেন, "জামা মসজিদে মহিলাদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত ঠিক নয় । পুরুষের মতোই নারীরও যেমন উপাসনার অধিকার আছে । উপাসনা কেন্দ্রে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই ।"

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক লাদাখের জামা মসজিদ

Last Updated : Nov 24, 2022, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.