নয়াদিল্লি, 24 নভেম্বর: জামা মসজিদে ঢুকতে পারবেন না মহিলারা । এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ । প্রধান প্রবেশদ্বারে ঢোকার আগেই ঝোলানো হয়েছে ওই বিজ্ঞপ্তি (Delhi Jama Masjid bans entry of girls)। তাতে লেখা রয়েছে, "জামা মসজিদে মহিলারা প্রবেশ করতে পারবেন না । একা বা একাধিক মহিলাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।"
যদিও এই বিজ্ঞপ্তি জারি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই শাহি ইমাম জানিয়ে দিয়েছেন, 'যেই মহিলারা প্রার্থনা করতে আসবেন, তাঁরা এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন না ।' একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, মসজিদ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে ।
-
Girls aren’t allowed inside Jama Masjid alone, anymore. pic.twitter.com/Rkeyij8uZM
— Shashank Shekhar Jha (@shashank_ssj) November 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Girls aren’t allowed inside Jama Masjid alone, anymore. pic.twitter.com/Rkeyij8uZM
— Shashank Shekhar Jha (@shashank_ssj) November 24, 2022Girls aren’t allowed inside Jama Masjid alone, anymore. pic.twitter.com/Rkeyij8uZM
— Shashank Shekhar Jha (@shashank_ssj) November 24, 2022
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি লিখেছেন । স্বাতি মালিওয়াল লিখেছেন, "জামা মসজিদে মহিলাদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত ঠিক নয় । পুরুষের মতোই নারীরও যেমন উপাসনার অধিকার আছে । উপাসনা কেন্দ্রে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই ।"