ETV Bharat / bharat

Indigo Flight Diverted: দিল্লিগামী ইন্ডিগোর বিমানে পাখির ধাক্কা, আমেদাবাদে নামল বিমান - delhi indigo flight diverted to ahmedabad

সুরাত থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে পাখির ধাক্কা লাগায় রবিবার একটি বিমানকে আমেদাবাদে অবতরণ করানো হয় (Flight Diverted to Ahmedabad) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Feb 26, 2023, 9:35 PM IST

সুরাত, 26 ফেব্রুয়ারি: বড় বিপদ এড়াল সুরাত থেকে দিল্লিগামী ইন্ডিগো সংস্থার বিমান ৷ জানা গিয়েছে, এদিন বিমানটি ওড়ার সময় সেটির সঙ্গে ধাক্কা লাগে একটি পাখির ৷ তারপরেই বিমানটিকে ঘুরিয়ে আমেদাবাদে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিরাপদে অবতরণ করে বিমানটি ৷ রবিবার দেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থা ডিজিসিএ (DGCA) এর তরফ থেকে এই ঘটনার কথা জানানো হয়েছে (Indigo Flight Diverted to Ahmedabad) ৷

রবিবার ডিজিসিএ'র বিবৃতিতে বলা হয়েছে, "এদিন ইন্ডিগোর 6ই-464 এ320 এয়ারক্রাফ্ট সুরাত থেকে উড়ার সময় সেটিতে একটি পাখির ধাক্কা লাগে ৷ ফলে বিমানটিকে আমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয় ৷ সেখানে বিমানটি সাবধানেই অবতরণ করে ৷" ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, বিমানটি অবতরণের পর সেটির পরীক্ষা করা হয় ৷ বিমানটির ইঞ্জিনের ফ্যান ব্লেডগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে (Surat-Delhi Indigo Flight) ৷ তবে এই ঘটনায় যাত্রীদের ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মাত্র 999 টাকায় বিমানে কলকাতা টু কোচবিহার

উল্লেখ্য, এর আগে গত 25 ফেব্রুয়ারি ভোপালে কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানকে ভোপালে অবতরণ করানো হয় ৷ মেডিক্যাল ইমারজেন্সির জন্যই বিমানটির যাত্রাপথে বদল আনা হয় (trouble in Indigo Flight) ৷ পরে বেসরকারি ওই বিমান পরিবহণ সংস্থাটির তরফে এক বিবৃতিতে জানানো হয়, "কোচি থেকে দিল্লিগামী 6ই 2407 ইন্ডিগো ফ্লাইটকে মেডিক্যাল ইমারজেন্সির কারণে ভোপালে জরুরি অবতরণ করানো হয়েছে ৷" তবে এই দুটি ঘটনাতেই যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷ নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করে বিমানগুলি ৷ তবে মাঝ আকাশে বিমানের সঙ্গে পাখির ধাক্কা নতুন নয় ৷ এর আগেও এরকম ঘটনা ঘটেছে ৷ পাখির ধাক্কায় বিমানের কাঁচে ফাটল ও তার জেরে জরুরি অবতরণও হয়েছে ৷

আরও পড়ুন: 999 টাকায় কলকাতা-কোচবিহার বিমান ? উড়ান চালুর আগেই শুরু রাজনীতির লড়াই !

সুরাত, 26 ফেব্রুয়ারি: বড় বিপদ এড়াল সুরাত থেকে দিল্লিগামী ইন্ডিগো সংস্থার বিমান ৷ জানা গিয়েছে, এদিন বিমানটি ওড়ার সময় সেটির সঙ্গে ধাক্কা লাগে একটি পাখির ৷ তারপরেই বিমানটিকে ঘুরিয়ে আমেদাবাদে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিরাপদে অবতরণ করে বিমানটি ৷ রবিবার দেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থা ডিজিসিএ (DGCA) এর তরফ থেকে এই ঘটনার কথা জানানো হয়েছে (Indigo Flight Diverted to Ahmedabad) ৷

রবিবার ডিজিসিএ'র বিবৃতিতে বলা হয়েছে, "এদিন ইন্ডিগোর 6ই-464 এ320 এয়ারক্রাফ্ট সুরাত থেকে উড়ার সময় সেটিতে একটি পাখির ধাক্কা লাগে ৷ ফলে বিমানটিকে আমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয় ৷ সেখানে বিমানটি সাবধানেই অবতরণ করে ৷" ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, বিমানটি অবতরণের পর সেটির পরীক্ষা করা হয় ৷ বিমানটির ইঞ্জিনের ফ্যান ব্লেডগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে (Surat-Delhi Indigo Flight) ৷ তবে এই ঘটনায় যাত্রীদের ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মাত্র 999 টাকায় বিমানে কলকাতা টু কোচবিহার

উল্লেখ্য, এর আগে গত 25 ফেব্রুয়ারি ভোপালে কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানকে ভোপালে অবতরণ করানো হয় ৷ মেডিক্যাল ইমারজেন্সির জন্যই বিমানটির যাত্রাপথে বদল আনা হয় (trouble in Indigo Flight) ৷ পরে বেসরকারি ওই বিমান পরিবহণ সংস্থাটির তরফে এক বিবৃতিতে জানানো হয়, "কোচি থেকে দিল্লিগামী 6ই 2407 ইন্ডিগো ফ্লাইটকে মেডিক্যাল ইমারজেন্সির কারণে ভোপালে জরুরি অবতরণ করানো হয়েছে ৷" তবে এই দুটি ঘটনাতেই যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷ নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করে বিমানগুলি ৷ তবে মাঝ আকাশে বিমানের সঙ্গে পাখির ধাক্কা নতুন নয় ৷ এর আগেও এরকম ঘটনা ঘটেছে ৷ পাখির ধাক্কায় বিমানের কাঁচে ফাটল ও তার জেরে জরুরি অবতরণও হয়েছে ৷

আরও পড়ুন: 999 টাকায় কলকাতা-কোচবিহার বিমান ? উড়ান চালুর আগেই শুরু রাজনীতির লড়াই !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.