ETV Bharat / bharat

মালয়ালম ভাষা নিয়ে বিজ্ঞপ্তি জারি, ক্ষমা চেয়ে চিঠি সুপারের - সুপারিনটেনডেন্ট

মালয়ালম ভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দিল্লির জিবি পান্ত হাসপাতাল ৷ পরে সেই বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয় ৷ সোমবার কেন এমন নির্দেশ দেওয়া হয়েছিল সেই নিয়ে চিঠি দিলেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ৷

ক্ষমা চাইলেন জিবি পান্ত হাসপাতালের সুপারিনটেনডেন্ট
ক্ষমা চাইলেন জিবি পান্ত হাসপাতালের সুপারিনটেনডেন্ট
author img

By

Published : Jun 9, 2021, 7:39 PM IST

নয়াদিল্লি, 9 জুন : রাজধানীর জিবি পান্ত হাসপাতালের সুপারিনটেনডেন্ট ভাষা ব্যবহার নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তির জন্য ক্ষমা চাইলেন ৷ জুন মাসের প্রথম সপ্তাহে একটি নির্দেশিকায় বলা হয়, "শুধুমাত্র হিন্দি আর ইংরেজি ভাষায় কথা বলতে হবে ৷ আর অন্য কোনও ভাষায় কথা বলতে দেখলে "গুরুতর পদক্ষেপ" করবে কর্তৃপক্ষ ৷" নার্সিংয়ের কর্মচারীদের জন্য এমনই নির্দেশ জারি করেছিল দিল্লির গোবিন্দ বল্লভপন্থ ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জিআইপিএমইআর) ৷ তবে বিতর্ক তৈরি হওয়ায় শেষমেশ আরেকটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ সে-দিনই প্রত্যাহার করে নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷

সোমবার হাসপাতালের সুপারিনটেনডেন্ট এর কারণ ব্যাখ্যা করে একটি চিঠি দেন ডিরেক্টরের কাছে ৷ সেখানে তিনি উল্লেখ করেন যে "এই সিদ্ধান্তের পিছনে সদর্থক চিন্তা রয়েছে, মালয়লাম ভাষায় কথা বলা কর্মীদের বিরোধিতা নয় ৷" এমনকি এই বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, আর তাঁকে এর কারণ ব্যাখ্যা করার কোনও সুযোগ দেওয়া হয়নি বলে চিঠিতে দাবি করেন তিনি ৷ 31 মে, 1 আর 2 জুন পাওয়া অভিযোগের জন্যেই তাঁকে এমন করতে হয়েছিল ৷

আরও পড়়ুন : হিন্দি-ইংরেজিতে কথা বলার নির্দেশ ঘিরে বিতর্ক, সিদ্ধান্ত প্রত্যাহার দিল্লির হাসপাতালের

তাঁর কথায়, "বেশির ভাগ কর্মী তাদের মাতৃভাষায় কথা বলায় অন্য কর্মচারীরা তা বুঝতে পারেন না, রোগীর দেখভালে থাকা ব্যক্তিও অসহায় বোধ করেন এই অবস্থায় ৷ তাই মালয়ালম ভাষার কথা উল্লেখ করে অনুরোধ করা হয়েছিল বিষয়টির সমাধান করতে ৷ আগেও বহু রোগী আর তার সঙ্গে থাকা ব্যক্তি উচ্চাধিকারিকদের কাছে এই ভাষা ব্যবহার নিয়ে নালিশ করেছিল ৷ রোগীরা ভাবত, তাদের গুরুতর শারীরিক সমস্যাকে চাপা দেওয়ার জন্যই অন্য ভাষায় কথা বলছেন নার্স ৷ তবে এতে "কোনও কর্মচারীর ভাবাবেগে আঘাত লেগে থাকলে, আমি অনুশোচনা প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি", বলেন তিনি ৷

সূত্রে জানা গিয়েছে সোমবার স্বাস্থ্য দফতর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে "কেন এমন নির্দেশ জারি হয়েছিল, তার কারণ ব্যাখ্যা" করতে বলা হয়েছিল ৷

হাসপাতালের নার্স সংগঠনের এক আধিরকারিক জানান, 850 জন নার্স কাজ করেন এই হাসপাতালে, তাদের মধ্যে প্রায় 400 জন মালয়ালি ৷

নয়াদিল্লি, 9 জুন : রাজধানীর জিবি পান্ত হাসপাতালের সুপারিনটেনডেন্ট ভাষা ব্যবহার নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তির জন্য ক্ষমা চাইলেন ৷ জুন মাসের প্রথম সপ্তাহে একটি নির্দেশিকায় বলা হয়, "শুধুমাত্র হিন্দি আর ইংরেজি ভাষায় কথা বলতে হবে ৷ আর অন্য কোনও ভাষায় কথা বলতে দেখলে "গুরুতর পদক্ষেপ" করবে কর্তৃপক্ষ ৷" নার্সিংয়ের কর্মচারীদের জন্য এমনই নির্দেশ জারি করেছিল দিল্লির গোবিন্দ বল্লভপন্থ ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জিআইপিএমইআর) ৷ তবে বিতর্ক তৈরি হওয়ায় শেষমেশ আরেকটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ সে-দিনই প্রত্যাহার করে নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷

সোমবার হাসপাতালের সুপারিনটেনডেন্ট এর কারণ ব্যাখ্যা করে একটি চিঠি দেন ডিরেক্টরের কাছে ৷ সেখানে তিনি উল্লেখ করেন যে "এই সিদ্ধান্তের পিছনে সদর্থক চিন্তা রয়েছে, মালয়লাম ভাষায় কথা বলা কর্মীদের বিরোধিতা নয় ৷" এমনকি এই বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, আর তাঁকে এর কারণ ব্যাখ্যা করার কোনও সুযোগ দেওয়া হয়নি বলে চিঠিতে দাবি করেন তিনি ৷ 31 মে, 1 আর 2 জুন পাওয়া অভিযোগের জন্যেই তাঁকে এমন করতে হয়েছিল ৷

আরও পড়়ুন : হিন্দি-ইংরেজিতে কথা বলার নির্দেশ ঘিরে বিতর্ক, সিদ্ধান্ত প্রত্যাহার দিল্লির হাসপাতালের

তাঁর কথায়, "বেশির ভাগ কর্মী তাদের মাতৃভাষায় কথা বলায় অন্য কর্মচারীরা তা বুঝতে পারেন না, রোগীর দেখভালে থাকা ব্যক্তিও অসহায় বোধ করেন এই অবস্থায় ৷ তাই মালয়ালম ভাষার কথা উল্লেখ করে অনুরোধ করা হয়েছিল বিষয়টির সমাধান করতে ৷ আগেও বহু রোগী আর তার সঙ্গে থাকা ব্যক্তি উচ্চাধিকারিকদের কাছে এই ভাষা ব্যবহার নিয়ে নালিশ করেছিল ৷ রোগীরা ভাবত, তাদের গুরুতর শারীরিক সমস্যাকে চাপা দেওয়ার জন্যই অন্য ভাষায় কথা বলছেন নার্স ৷ তবে এতে "কোনও কর্মচারীর ভাবাবেগে আঘাত লেগে থাকলে, আমি অনুশোচনা প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি", বলেন তিনি ৷

সূত্রে জানা গিয়েছে সোমবার স্বাস্থ্য দফতর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে "কেন এমন নির্দেশ জারি হয়েছিল, তার কারণ ব্যাখ্যা" করতে বলা হয়েছিল ৷

হাসপাতালের নার্স সংগঠনের এক আধিরকারিক জানান, 850 জন নার্স কাজ করেন এই হাসপাতালে, তাদের মধ্যে প্রায় 400 জন মালয়ালি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.