ETV Bharat / bharat

Delhi High Court: অনন্য শাস্তি, দু'পক্ষকে 200টি করে গাছ লাগানোর নির্দেশ আদালতের

author img

By

Published : Jul 30, 2023, 1:32 PM IST

Updated : Jul 30, 2023, 2:21 PM IST

একটি মামলায় দিল্লি হাইকোর্ট ছ'বছর পর অনন্য শাস্তি দিয়েছে । আদালত উভয়পক্ষকে নিজ নিজ এলাকায় 200টি করে বৃক্ষ রোপনের নির্দেশ দেয় ৷ এর মাধ্যমে তারা নিজেদের মধ্যে থাকা নেতিবাচকতা দূর করতে পারবে বলে মনে করে আদালত ।

Delhi High Court
দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, 30 জুলাই: ঘটনার 6 বছর পর মামলার দু'পক্ষকে অনন্য শাস্তি আদালতের ৷ তাদের রাজধানী দিল্লিতে 200টি করে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হল ৷ এমনই নির্দেশ দিল্লি হাইকোর্টের ৷ বিচারপতি দীনেশ কুমার শর্মার সিঙ্গল বেঞ্চ মামলার দু'পক্ষকে নিজ নিজ এলাকায় 200টি করে চারা রোপণ করতে এবং আগামী 5 বছরের জন্য সেগুলির যত্ন নিতে বলেছেন । আদালত জানিয়েছে, এভাবে উভয়পক্ষই নিজেদের ভেতরের নেতিবাচকতা দূর করে ইতিবাচক চিন্তাভাবনা করতে পারবে ।

প্রসঙ্গত, বর্ষার জলে দ্রুত বেড়ে ওঠে চারা গাছ ৷ তাই রাজধানী দিল্লিতে বিভিন্ন বিভাগের তরফে এই সময় বৃক্ষরোপণ করা হচ্ছে । রাজধানীকে সবুজ করতে উদ্যোগী হচ্ছে সামাজিক সংগঠনগুলি । এবার তারই মাঝে রাজধানীতে সবুজায়নের জন্য অনন্য নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট । একটি মামলায় উভয়পক্ষকে 200টি করে গাছ লাগাতে বলা হয় ৷ এরপর সেই মামলাটি বাতিল হয়ে যায় ।

জানা গিয়েছে, 2017 সালের 4 মার্চ মাসে রাজনৈতিক দলের এক প্রার্থীর কম্বল বিতরণ নিয়ে ঝামেলার সৃষ্টি হয় ৷ এই ঘটনায় দুটি দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷ যেখানে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে । ঘটনার জল গড়ায় দিল্লি হাইকোর্ট পর্যন্ত । এই মামলায় পরে উভয়পক্ষই আদালতকে জানায় যে এই বছরের জানুয়ারিতে তারা কোনও ভয় বা জবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় সমঝোতা করে নিয়েছে ।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় গাছ দত্তক নিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

তারপরেই আদালতে মামলাটি বাতিল হয়ে যায় ৷ তবে হাইকোর্ট মামলার তদন্তকারী আধিকারিকরদের উদ্যান বিভাগের সঙ্গে আলোচনা করে জায়গা চিহ্নিত করতে বলে যাতে তারা 200 করে গাছ লাগাতে পারে ৷ এছাড়াও আদালতের তরফে গাছের জিও-ট্যাগিংয়ের সম্ভাবনা অন্বেষণ করতে বলা হয় ৷ যাতে গাছগুলির সঠিকভাবে যত্ন নেওয়া যায় ।

নয়াদিল্লি, 30 জুলাই: ঘটনার 6 বছর পর মামলার দু'পক্ষকে অনন্য শাস্তি আদালতের ৷ তাদের রাজধানী দিল্লিতে 200টি করে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হল ৷ এমনই নির্দেশ দিল্লি হাইকোর্টের ৷ বিচারপতি দীনেশ কুমার শর্মার সিঙ্গল বেঞ্চ মামলার দু'পক্ষকে নিজ নিজ এলাকায় 200টি করে চারা রোপণ করতে এবং আগামী 5 বছরের জন্য সেগুলির যত্ন নিতে বলেছেন । আদালত জানিয়েছে, এভাবে উভয়পক্ষই নিজেদের ভেতরের নেতিবাচকতা দূর করে ইতিবাচক চিন্তাভাবনা করতে পারবে ।

প্রসঙ্গত, বর্ষার জলে দ্রুত বেড়ে ওঠে চারা গাছ ৷ তাই রাজধানী দিল্লিতে বিভিন্ন বিভাগের তরফে এই সময় বৃক্ষরোপণ করা হচ্ছে । রাজধানীকে সবুজ করতে উদ্যোগী হচ্ছে সামাজিক সংগঠনগুলি । এবার তারই মাঝে রাজধানীতে সবুজায়নের জন্য অনন্য নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট । একটি মামলায় উভয়পক্ষকে 200টি করে গাছ লাগাতে বলা হয় ৷ এরপর সেই মামলাটি বাতিল হয়ে যায় ।

জানা গিয়েছে, 2017 সালের 4 মার্চ মাসে রাজনৈতিক দলের এক প্রার্থীর কম্বল বিতরণ নিয়ে ঝামেলার সৃষ্টি হয় ৷ এই ঘটনায় দুটি দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷ যেখানে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে । ঘটনার জল গড়ায় দিল্লি হাইকোর্ট পর্যন্ত । এই মামলায় পরে উভয়পক্ষই আদালতকে জানায় যে এই বছরের জানুয়ারিতে তারা কোনও ভয় বা জবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় সমঝোতা করে নিয়েছে ।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় গাছ দত্তক নিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

তারপরেই আদালতে মামলাটি বাতিল হয়ে যায় ৷ তবে হাইকোর্ট মামলার তদন্তকারী আধিকারিকরদের উদ্যান বিভাগের সঙ্গে আলোচনা করে জায়গা চিহ্নিত করতে বলে যাতে তারা 200 করে গাছ লাগাতে পারে ৷ এছাড়াও আদালতের তরফে গাছের জিও-ট্যাগিংয়ের সম্ভাবনা অন্বেষণ করতে বলা হয় ৷ যাতে গাছগুলির সঠিকভাবে যত্ন নেওয়া যায় ।

Last Updated : Jul 30, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.