ETV Bharat / bharat

Delhi HC Dismisses Alapan Plea : ধাক্কা আলাপনের, দিল্লি হাইকোর্টে ক্যাটের বিরুদ্ধে মামলা খারিজ - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay Plea Challenging CAT Order Transfer case Kolkata to Delhi) ৷ সোমবার সেই মামলা খারিজ করল আদালত ৷

delhi-high-court-dismisses-plea-of-former-west-bengal-chief-secretary-alapan-bandyopadhyay
Delhi HC Dismisses Alapan Plea : দিল্লি হাইকোর্টে খারিজ ক্যাটের বিরুদ্ধে করা আলাপনের মামলা
author img

By

Published : Mar 7, 2022, 3:09 PM IST

নয়াদিল্লি, 7 মার্চ : দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা (Delhi High Court dismisses plea of former West Bengal Chief Secretary Alapan Bandyopadhyay) ৷ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (Central Administrative Tribunal) বা ক্যাটের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছিলেন আলাপন ৷ সোমবার সেই মামলা খারিজ হয়ে গেল ৷

গত 25 ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ তখনই আদালত জানিয়েছিল যে, মামলার রায় সংরক্ষিত করা হচ্ছে ৷ সোমবার আদালত ক্যাটের সিদ্ধান্ত বহাল রাখল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গোটা ঘটনার সূত্রপাত গত বছরের মে মাসে ৷ সেই সময় ঘূর্ণিঝড় যশে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ৷ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ পরিদর্শনের পর তিনি কলাইকুন্ডা বিমানঘাঁটিতে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠক করেন ৷

সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে কিছুক্ষণের জন্য হাজির হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়েই বিতর্ক তৈরি হয় ৷ তাঁকে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে দিল্লিতে ডেকে পাঠায় ৷ কিন্তু সেই নির্দেশ না মেনে তিনি অবসর নিয়ে নেন ৷ যদিও তার আগে তাঁকে মুখ্যসচিব পদে কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল ৷

এর পর কেন্দ্রের তরফে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় ৷ কমিটিও গঠনও করা হয় ৷ তার বিরুদ্ধে ক্যাটের কলকাতা বেঞ্চে আবেদন করেন ৷ কিন্তু কোনও শুনানি হওয়ার আগেই মামলা দিল্লিতে স্থানান্তরিত করে ক্যাট ৷ তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন (Alapan Bandyopadhyay Plea Challenging CAT Order Transfer case Kolkata to Delhi) ৷ যে মামলা আজ খারিজ হয়ে গেল ৷

আরও পড়ুন : Alapan Banerjee Appeals against CAT : ক্যাটের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আলাপন, শুনানি শেষে রায় সংরক্ষণ আদালতের

নয়াদিল্লি, 7 মার্চ : দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা (Delhi High Court dismisses plea of former West Bengal Chief Secretary Alapan Bandyopadhyay) ৷ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (Central Administrative Tribunal) বা ক্যাটের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছিলেন আলাপন ৷ সোমবার সেই মামলা খারিজ হয়ে গেল ৷

গত 25 ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ তখনই আদালত জানিয়েছিল যে, মামলার রায় সংরক্ষিত করা হচ্ছে ৷ সোমবার আদালত ক্যাটের সিদ্ধান্ত বহাল রাখল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গোটা ঘটনার সূত্রপাত গত বছরের মে মাসে ৷ সেই সময় ঘূর্ণিঝড় যশে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ৷ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ পরিদর্শনের পর তিনি কলাইকুন্ডা বিমানঘাঁটিতে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠক করেন ৷

সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে কিছুক্ষণের জন্য হাজির হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়েই বিতর্ক তৈরি হয় ৷ তাঁকে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে দিল্লিতে ডেকে পাঠায় ৷ কিন্তু সেই নির্দেশ না মেনে তিনি অবসর নিয়ে নেন ৷ যদিও তার আগে তাঁকে মুখ্যসচিব পদে কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল ৷

এর পর কেন্দ্রের তরফে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় ৷ কমিটিও গঠনও করা হয় ৷ তার বিরুদ্ধে ক্যাটের কলকাতা বেঞ্চে আবেদন করেন ৷ কিন্তু কোনও শুনানি হওয়ার আগেই মামলা দিল্লিতে স্থানান্তরিত করে ক্যাট ৷ তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন (Alapan Bandyopadhyay Plea Challenging CAT Order Transfer case Kolkata to Delhi) ৷ যে মামলা আজ খারিজ হয়ে গেল ৷

আরও পড়ুন : Alapan Banerjee Appeals against CAT : ক্যাটের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আলাপন, শুনানি শেষে রায় সংরক্ষণ আদালতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.