ETV Bharat / bharat

বিরাটের রেস্তোরাঁর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ! পিপিএলের গান বাজানোয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা - বিরাট কোহলির রেঁস্তোরা ওয়ান এইট কমিউন

PPL Songs Ban in Virat Kohli's Restaurant: কপি রাইট ইস্যুতে বিরাট কোহলির রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনে ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেড বা পিপিএল সংস্থার গান বাজানোয় অন্তর্বর্তী নিষেধাজ্ঞা আরোপ করা হল ৷ দিল্লি হাইকোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 3:49 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিরাট কোহলির মালিকানাধীন রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনে ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেড বা পিপিএলের কপিরাইট নেওয়া গান বাজানোয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ৷ দিল্লি হাইকোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷ পিপিএলের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ ৷ নির্দেশ জারি করার সময় বিচারপতির মন্তব্য ছিল, ‘‘পিপিএল কর্তৃপক্ষের থেকে লাইসেন্স না নিয়ে, ওয়ান এইট কমিউন তাদের গান বাজাতে পারে না ৷’’

ওয়ান এইট কমিউনের বিরুদ্ধে পিপিএল কর্তৃপক্ষ কপিরাইট আইন লঙ্ঘনের মামলা করেছিল ৷ সেই মামলায় বলা হয়, ‘‘বিরাট কোহলির রেস্টুরেন্ট চেইন কোনও অনুমতি ছাড়াই তাদের কপিরাইট করা গান বাজিয়ে চলেছে ৷ পিপিএল এই গান বাজানোর বিরুদ্ধে ওয়ান এইট কমিউনকে আইনি নোটিশও পাঠিয়েছিল ৷ কিন্তু ওয়ান এইট কমিউন কর্তৃপক্ষ সেই নোটিশের পর কোনও ব্যবস্থা নেয়নি ৷’’

পিপিএল কর্তৃপক্ষ দাবি করেছে যে, ‘‘ওয়ান এইট কমিউনকে তাদের রেস্তোরাঁ বা ক্যাফেতে অনুমতি ছাড়া পিপিএলের ওয়েবসাইটে থাকা গান বাজানো বন্ধ করতে হবে ৷’’ মামলাকারী সংস্থা জানিয়েছে, পিপিএলের গান https://www.pplindia.org/songs ওয়েবসাইটে রয়েছে ৷ সেখান থেকে গান বাজানোর জন্য সংস্থাকে টাকা দিতে হয় ৷ শুনানির সময়, আইনজীবী সাহিল সোলাঙ্কি, ওয়ান এইট কমিউনের তরফে আদালতে সওয়াল করেন ৷ সেই সময় তিনি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে, কর্তৃপক্ষ লাইসেন্স ছাড়া, তাদের রেস্তোরাঁ এবং ক্যাফেতে পিপিএলের কপিরাইট করা গানগুলি চালাবে না ৷

ওয়ান এইট কমিউনের তরফে সেই আশ্বাসের পর, আদালত বলেছে যে, ‘‘আইনি সমস্যা দ্রুত মিটিয়ে নিতে হবে ৷ যেহেতু, পিপিএল গানগুলির কপিরাইট নিয়ে রেখেছে, তাই তাদের রেকর্ডিংয়ের গানগুলি লাইসেন্স ছাড়া চালানো যাবে না ৷’’ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ান এইট কমিউনের রেস্তোরাঁ ও ক্যাফে চেইনে পিপিএলের গান বাজানো আপাতত নিষিদ্ধ ৷ উল্লেখ্য, দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু-সহ দেশের ছোট বড় একাধিক শহরে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একাধিক রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. কিশোর কুমারের বাংলো ভাড়া নিয়ে খুলছে বিরাট রেস্তোরাঁ
  2. পর্যটকদের কথা ভেবে রাজাভাতখাওয়া স্টেশনে কোচ রেস্তোরাঁর উদ্বোধন রেলের
  3. খাবার অর্ডার করছে দৃষ্টিহীনরা! ইন্দোরের রেস্তোরাঁয় চালু ব্রেইল মেনুকার্ড

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিরাট কোহলির মালিকানাধীন রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনে ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেড বা পিপিএলের কপিরাইট নেওয়া গান বাজানোয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ৷ দিল্লি হাইকোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷ পিপিএলের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ ৷ নির্দেশ জারি করার সময় বিচারপতির মন্তব্য ছিল, ‘‘পিপিএল কর্তৃপক্ষের থেকে লাইসেন্স না নিয়ে, ওয়ান এইট কমিউন তাদের গান বাজাতে পারে না ৷’’

ওয়ান এইট কমিউনের বিরুদ্ধে পিপিএল কর্তৃপক্ষ কপিরাইট আইন লঙ্ঘনের মামলা করেছিল ৷ সেই মামলায় বলা হয়, ‘‘বিরাট কোহলির রেস্টুরেন্ট চেইন কোনও অনুমতি ছাড়াই তাদের কপিরাইট করা গান বাজিয়ে চলেছে ৷ পিপিএল এই গান বাজানোর বিরুদ্ধে ওয়ান এইট কমিউনকে আইনি নোটিশও পাঠিয়েছিল ৷ কিন্তু ওয়ান এইট কমিউন কর্তৃপক্ষ সেই নোটিশের পর কোনও ব্যবস্থা নেয়নি ৷’’

পিপিএল কর্তৃপক্ষ দাবি করেছে যে, ‘‘ওয়ান এইট কমিউনকে তাদের রেস্তোরাঁ বা ক্যাফেতে অনুমতি ছাড়া পিপিএলের ওয়েবসাইটে থাকা গান বাজানো বন্ধ করতে হবে ৷’’ মামলাকারী সংস্থা জানিয়েছে, পিপিএলের গান https://www.pplindia.org/songs ওয়েবসাইটে রয়েছে ৷ সেখান থেকে গান বাজানোর জন্য সংস্থাকে টাকা দিতে হয় ৷ শুনানির সময়, আইনজীবী সাহিল সোলাঙ্কি, ওয়ান এইট কমিউনের তরফে আদালতে সওয়াল করেন ৷ সেই সময় তিনি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে, কর্তৃপক্ষ লাইসেন্স ছাড়া, তাদের রেস্তোরাঁ এবং ক্যাফেতে পিপিএলের কপিরাইট করা গানগুলি চালাবে না ৷

ওয়ান এইট কমিউনের তরফে সেই আশ্বাসের পর, আদালত বলেছে যে, ‘‘আইনি সমস্যা দ্রুত মিটিয়ে নিতে হবে ৷ যেহেতু, পিপিএল গানগুলির কপিরাইট নিয়ে রেখেছে, তাই তাদের রেকর্ডিংয়ের গানগুলি লাইসেন্স ছাড়া চালানো যাবে না ৷’’ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ান এইট কমিউনের রেস্তোরাঁ ও ক্যাফে চেইনে পিপিএলের গান বাজানো আপাতত নিষিদ্ধ ৷ উল্লেখ্য, দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু-সহ দেশের ছোট বড় একাধিক শহরে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একাধিক রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. কিশোর কুমারের বাংলো ভাড়া নিয়ে খুলছে বিরাট রেস্তোরাঁ
  2. পর্যটকদের কথা ভেবে রাজাভাতখাওয়া স্টেশনে কোচ রেস্তোরাঁর উদ্বোধন রেলের
  3. খাবার অর্ডার করছে দৃষ্টিহীনরা! ইন্দোরের রেস্তোরাঁয় চালু ব্রেইল মেনুকার্ড
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.