ETV Bharat / bharat

Delhi High Court : পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ইডি, শুনানি নভেম্বরে

author img

By

Published : Oct 26, 2021, 3:43 PM IST

Updated : Oct 26, 2021, 4:07 PM IST

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে দু’টি নোটিস ইস্যু করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ইডি ৷

delhi hc will hear ed plea on november which they file against west bengal police
Delhi High Court : পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ইডি, শুনানি নভেম্বরে

নয়াদিল্লি, 26 অক্টোবর : আধিকারিকদের বিরুদ্ধে জারি হওয়া নোটিস খারিজের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ সেই মামলার শুনানি নভেম্বরে হবে বলে আজ জানিয়ে দিল আদালত ৷ মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে ৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ওই দু’টি নোটিস ইস্যু করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ইডি ৷

আরও পড়ুন : Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ওই দু’টি নোটিস ইস্যু করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ইডি ৷

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে আগামী 12 নভেম্বর এই মামলার শুনানি হবে ৷ বিচারপতি যোগেশ খান্নার বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে ৷ এই মামলায় ইডির আইনজীবী অমিত মহাজন ৷ তিনি আরও কয়েকটি বিষয়ের সঙ্গে আগামী শুক্রবার এই নিয়ে শুনানির আর্জি জানিয়েছিলেন ৷ কিন্তু আদালত 12 নভেম্বরের তারিখ নির্ধারণ করেছে ৷

আরও পড়ুন : Sonia Gandhi : উত্তরপ্রদেশ-সহ 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ সেই নিয়ে ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিষেক ৷ অভিযোগ দায়ের হয় গত এপ্রিলে ৷ সেখানে ইডির বিরুদ্ধে নথিতে গোলমাল, মানহানি-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ৷

গত 22 জুলাই ও 21 অগস্ট এই নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ইডিকে নোটিস পাঠানো হয়েছে ৷ এই নিয়ে ইডির দাবি, এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ পক্ষপাতিত্ব করছে ৷ এর উদ্দেশ্য কয়লা পাচার কাণ্ডের তদন্তকে বিভ্রান্ত করা ৷ যদিও দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা কেন করা হল, সেই প্রশ্ন এদিন তোলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ৷

আরও পড়ুন : West Bengal By-Poll : আসন ধরে রাখার লড়াই তৃণমূলের, গোসাবায় মাটি কামড়ে লাল-গেরুয়াও

নয়াদিল্লি, 26 অক্টোবর : আধিকারিকদের বিরুদ্ধে জারি হওয়া নোটিস খারিজের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ সেই মামলার শুনানি নভেম্বরে হবে বলে আজ জানিয়ে দিল আদালত ৷ মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে ৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ওই দু’টি নোটিস ইস্যু করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ইডি ৷

আরও পড়ুন : Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ওই দু’টি নোটিস ইস্যু করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ইডি ৷

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে আগামী 12 নভেম্বর এই মামলার শুনানি হবে ৷ বিচারপতি যোগেশ খান্নার বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে ৷ এই মামলায় ইডির আইনজীবী অমিত মহাজন ৷ তিনি আরও কয়েকটি বিষয়ের সঙ্গে আগামী শুক্রবার এই নিয়ে শুনানির আর্জি জানিয়েছিলেন ৷ কিন্তু আদালত 12 নভেম্বরের তারিখ নির্ধারণ করেছে ৷

আরও পড়ুন : Sonia Gandhi : উত্তরপ্রদেশ-সহ 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ সেই নিয়ে ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিষেক ৷ অভিযোগ দায়ের হয় গত এপ্রিলে ৷ সেখানে ইডির বিরুদ্ধে নথিতে গোলমাল, মানহানি-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ৷

গত 22 জুলাই ও 21 অগস্ট এই নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ইডিকে নোটিস পাঠানো হয়েছে ৷ এই নিয়ে ইডির দাবি, এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ পক্ষপাতিত্ব করছে ৷ এর উদ্দেশ্য কয়লা পাচার কাণ্ডের তদন্তকে বিভ্রান্ত করা ৷ যদিও দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা কেন করা হল, সেই প্রশ্ন এদিন তোলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ৷

আরও পড়ুন : West Bengal By-Poll : আসন ধরে রাখার লড়াই তৃণমূলের, গোসাবায় মাটি কামড়ে লাল-গেরুয়াও

Last Updated : Oct 26, 2021, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.