নয়াদিল্লি, 25 জুলাই : করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে যোগগুরু রামদেবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছিল ৷ সোমবার অর্থাৎ, আগামিকাল দিল্লি হাইকোর্টে এনিয়ে রামদেবের বিরুদ্ধে ভারতের 7টি চিকিৎসক সংগঠনের করা মামলার শুনানি রয়েছে ৷ বিচারপতি সি হরিশঙ্করের এজলাসে মামলার শুনানি হবে ৷ যিনি এর আগের শুনানিতে মামলাকারী চিকিৎসক সংগঠনগুলিকে রামদেবের বিরুদ্ধে ওঠা অপপ্রচার সংক্রান্ত ভিডিয়ো রেকর্ডিং আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন ৷
যে সাতটি চিকিৎসক সংগঠন রামদেবের বিরুদ্ধে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগে মামলা করেছে সেগুলির মধ্যে পাটনা, হৃষিকেশ এবং ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স রয়েছে ৷ চিকিৎসক সংগঠনগুলি অভিযোগ করেছে, রামদেব বিশাল সংখ্যায় সাধারণ মানুষকে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে অপপ্রচারের মধ্যে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ৷ যেখানে রামদেব বলেছেন, বহু করোনা রোগীর মৃত্যুর পিছনে অ্যালোপ্যাথি চিকিৎসা দায়ী ৷ এবং পরোক্ষে অ্যালোপ্যাথি চিকিৎসকরা রোগী মৃত্যুর জন্য দায়ী ৷
আরও পড়ুন : অ্যালোপ্যাথিক নিয়ে রামদেবের মন্তব্যের আসল ভিডিয়ো চাইল সুপ্রিম কোর্ট
তাদের করা মামলায় চিকিৎসক সংগঠনগুলি অভিযোগ করেছে, যোগগুরু সাধারণ মানুষের মনের মধ্যে অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি করোনার ভ্যাকসিনের সাফল্য নিয়েও সংশয়ের বীজ বপন করার চেষ্টা করেছেন ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে রামদেবের মন্তব্য লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করতে পারে ৷ এমনকি তাদের সরকারিভাবে সিদ্ধ অ্যালোপ্যাথি চিকিৎসা থেকে সরিয়ে নিয়ে যেতে পারে ৷ সেখানে এও অভিযোগ করা হয়েছে, অ্যালোপ্যাথি নিয়ে রামদেব যে সংশয় প্রকাশ করেছেন, তা আসলে তাঁর সংস্থার তৈরি দ্রব্যের বিক্রি বাড়ানোর কৌশল ৷