ETV Bharat / bharat

Firecrackers Banned in Delhi: 1 জানুয়ারি 2023 পর্যন্ত দিল্লিতে সম্পূর্ণ নিষিদ্ধ আতশবাজি - গোপাল রাই

1 জানুয়ারি 2023 পর্যন্ত দিল্লিতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হল আতশবাজি (Firecrackers Banned in Delhi)৷ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (Gopal Rai) এ কথা জানিয়েছেন ৷

Delhi imposes complete ban on firecrackers till Jan 1, 2023
1 জানুয়ারি 2023 পর্যন্ত দিল্লিতে সম্পূর্ণ নিষিদ্ধ আতশবাজি
author img

By

Published : Sep 7, 2022, 12:39 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: উৎসবের মরশুমের ঠিক আগে আতশবাজির উপর নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়িয়ে দিল দিল্লি সরকার ৷ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (Gopal Rai) জানিয়েছেন, 2023 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে আতশবাজি (Firecrackers banned) তৈরি, তা মজুত করা, বিক্রি ও ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ এই নিয়ম লঙ্ঘন করা হলে দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি ও রাজস্ব দফতর কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি (Complete ban on firecrackers)৷

বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী (Delhi Environment Minister) গোপাল রাই টুইট করে জানিয়েছেন, "সব ধরনের আতশবাজি তৈরি, মজুত করা, বিক্রি ও তা ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে ৷" মানুষের জীবন যাতে সুরক্ষিত রাখা যায়, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ জাতীয় রাজধানীতে অনলাইনে আতশবাজি কেনাবেচাও নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী ৷

আরও পড়ুন: বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

চলতি বছর 28 সেপ্টেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে আতশবাজি বিক্রি ও তা ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ তারা আতশবাজির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে 'পটাকে নহি দিয়া জালাও' প্রচারও চালায় দিল্লি সরকার ৷ আবাসন ও বাণিজ্যিক এলাকায় আতশবাজি পোড়াতে গিয়ে যাঁরা ধরা পড়েছিলেন, তাঁদের থেকে 1,000 টাকা জরিমানা করা হয় ৷ আর সাইলেন্ট জোনে আতশবাজির ব্যবহার করলে জরিমানা করা হয় 3,000 টাকা ৷ আবাসন ও বাণিজ্যিক এলাকায় বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় উৎসব বা মিছিল উপলক্ষে আতশবাজি ফাটানো হলে আয়োজকদের 10,000 টাকা এবং সাইলেন্ট জোনে 20,000 টাকা জরিমানা করা হয় ৷

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: উৎসবের মরশুমের ঠিক আগে আতশবাজির উপর নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়িয়ে দিল দিল্লি সরকার ৷ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (Gopal Rai) জানিয়েছেন, 2023 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে আতশবাজি (Firecrackers banned) তৈরি, তা মজুত করা, বিক্রি ও ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ এই নিয়ম লঙ্ঘন করা হলে দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি ও রাজস্ব দফতর কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি (Complete ban on firecrackers)৷

বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী (Delhi Environment Minister) গোপাল রাই টুইট করে জানিয়েছেন, "সব ধরনের আতশবাজি তৈরি, মজুত করা, বিক্রি ও তা ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে ৷" মানুষের জীবন যাতে সুরক্ষিত রাখা যায়, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ জাতীয় রাজধানীতে অনলাইনে আতশবাজি কেনাবেচাও নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী ৷

আরও পড়ুন: বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

চলতি বছর 28 সেপ্টেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে আতশবাজি বিক্রি ও তা ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ তারা আতশবাজির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে 'পটাকে নহি দিয়া জালাও' প্রচারও চালায় দিল্লি সরকার ৷ আবাসন ও বাণিজ্যিক এলাকায় আতশবাজি পোড়াতে গিয়ে যাঁরা ধরা পড়েছিলেন, তাঁদের থেকে 1,000 টাকা জরিমানা করা হয় ৷ আর সাইলেন্ট জোনে আতশবাজির ব্যবহার করলে জরিমানা করা হয় 3,000 টাকা ৷ আবাসন ও বাণিজ্যিক এলাকায় বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় উৎসব বা মিছিল উপলক্ষে আতশবাজি ফাটানো হলে আয়োজকদের 10,000 টাকা এবং সাইলেন্ট জোনে 20,000 টাকা জরিমানা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.