নয়াদিল্লি, 26 জানুয়ারি: রাজধানীতে ফের নৃশংস গণধর্ষণ (Delhi gang rape case)৷ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি 8 বছরের শিশুকন্যা (8 year old girl Raped By Underage Boys In Delhi)৷ এই ঘটনায় অভিযুক্ত 11 ও 12 বছরের দুই বালককে আটক করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নোটিশ দিয়েছে দিল্লি মহিলা কমিশন (DCW on Delhi rape)৷
আধিকারিকরা জানিয়েছেন, উত্তর-পূর্ব দিল্লিতে থাকে ওই শিশুকন্যা ৷ সোমবার বিকেলে সে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল ৷ সেই সময় তার প্রতিবেশী 12 বছরের এক বালক মেয়েটিকে খেলতে যাওয়ার নাম করে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় ৷ সেখানেই সেই বালক ও তার বন্ধু শিশুটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷
পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার পর মেয়েটির পেটে প্রবল ব্যাথা হতে থাকে ৷ পরিবারের লোকেরা লক্ষ্য করেন যে, মেয়েটির আঘাত লেগেছে ও তার রক্তক্ষরণও হচ্ছে ৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শিশুটির মা পুলিশে অভিযোগ জানালে নিগৃহীতার মেডিক্যাল পরীক্ষা হয় ৷ তখনই জানা যায় যে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও পক্সো ধারায় মামলা করা হয়েছে ৷
এই ঘটনায় 11 ও 12 বছরের দুই বালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় সৈন ৷ তিনি বলেন, "মেয়েটির বাড়ির কাছেই থাকে ছেলে দুটি ৷ এলাকায় তদন্ত করে ও তাদের বাড়ির সামনের সিসিটিভির ফুটেজ দেখার পর অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷ ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মেয়েটি এখনও হাসপাতালে ৷"
আরও পড়ুন: minor girl raped : নাবালিকাকে ধর্ষণের দায়ে কুড়ি বছরের জেল পিসতুতো দাদা ও জামাইবাবুর
এই ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন ৷ তারা জানিয়েছে, "শিশুটির যৌনাঙ্গে প্রচুর আঘাত রয়েছে ৷ প্রচুর রক্তক্ষরণ হচ্ছে ৷ এটা গণধর্ষণের ঘটনা ৷ মেয়েটির বাবা-মা আমাদের হেল্পলাইনে ফোন করেছিলেন ৷" ডিসিডব্লিউ-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন, "মেয়েটি প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছে ৷ আইসিইউ-তে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে (8-year-old girl battles for life in ICU)৷ কড়া শাস্তি প্রয়োজন ৷"