ETV Bharat / bharat

Manish Sisodia মঙ্গলবারই ব্যাংকের লকার পরীক্ষা করতে আসবে সিবিআই, দাবি দিল্লির উপ মুখ্যমন্ত্রীর - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) প্রনয়ণে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে তদন্ত করছে সিবিআই (CBI) ৷ গত 19 অগস্ট দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Delhi Deputy CM Manish Sisodia) বাড়িতে তল্লাশি চালানো হয় ৷ সোমবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী দাবি করেছেন, মঙ্গলবার তাঁর ব্যাংকের লকার পরীক্ষা করতে আসবে সিবিআই ৷

Delhi Deputy CM Manish Sisodia claims CBI officials will check his bank locker on Tuesday
Manish Sisodia মঙ্গলবারই ব্যাংকের লকার পরীক্ষা করতে আসবে সিবিআই, দাবি দিল্লির উপ মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Aug 29, 2022, 8:31 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট : সিবিআই (CBI) আধিকারিকরা তাঁর ব্য়াংক লকার খতিয়ে দেখতে আসবেন আগামিকাল, মঙ্গলবার ৷ সোমবার এমনই দাবি করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) ৷ তাঁর আরও দাবি, সিবিআই যতই তদন্ত করুক, সেখানে কিছুই পাওয়া যাবে না ৷

দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) লাগু করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে 15 জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই ৷ তার পর শুরু হয়েছে তদন্ত ৷ অভিযুক্ত 15 জনের তালিকায় নাম রয়েছে আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷

এই মামলার তদন্তে গত 19 অগস্ট 31টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেদিন তল্লাশি চালানো হয় মণীশ সিসোদিয়ার বাড়িতেও ৷ তার পর থেকে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আপের এই নেতা ৷ তাঁর দাবি, বিজেপির কথা মতো আপ ভেঙে তিনি গেরুয়া শিবিরে যোগ দেননি বলেই তাঁকে হেনস্তা করা হচ্ছে ৷

এদিন আবার এই নিয়ে টুইট করেছেন মণীশ ৷ লিখেছেন, ‘‘আগামিকাল সিবিআই আমার ব্যাংক লকার পরীক্ষা করতে আসবে ৷ 19 অগস্ট 14-15 ঘণ্টা তল্লাশি চালিয়েও আমার বাড়ি থেকে তারা কিছু পায়নি ৷ আমার লকারেও তারা কিছুই পাবে না ৷ সিবিআইকে স্বাগত ৷ আমি ও আমার পরিবার এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব ৷’’

কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি কেন্দ্রীয় প্রতিহিংসার শিকার কেন হচ্ছেন ? সিসোদিয়ার দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিকল্প হিসেবে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার যোগ্য দাবিদার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷ আর এই লড়াইয়ে কেজরিওয়ালের পাশে রয়েছেন ৷ সেই কারণেই তাঁকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করছে মোদি সরকার (Modi Government) ৷

আরও পড়ুন : সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

নয়াদিল্লি, 29 অগস্ট : সিবিআই (CBI) আধিকারিকরা তাঁর ব্য়াংক লকার খতিয়ে দেখতে আসবেন আগামিকাল, মঙ্গলবার ৷ সোমবার এমনই দাবি করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) ৷ তাঁর আরও দাবি, সিবিআই যতই তদন্ত করুক, সেখানে কিছুই পাওয়া যাবে না ৷

দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) লাগু করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে 15 জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই ৷ তার পর শুরু হয়েছে তদন্ত ৷ অভিযুক্ত 15 জনের তালিকায় নাম রয়েছে আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷

এই মামলার তদন্তে গত 19 অগস্ট 31টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেদিন তল্লাশি চালানো হয় মণীশ সিসোদিয়ার বাড়িতেও ৷ তার পর থেকে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আপের এই নেতা ৷ তাঁর দাবি, বিজেপির কথা মতো আপ ভেঙে তিনি গেরুয়া শিবিরে যোগ দেননি বলেই তাঁকে হেনস্তা করা হচ্ছে ৷

এদিন আবার এই নিয়ে টুইট করেছেন মণীশ ৷ লিখেছেন, ‘‘আগামিকাল সিবিআই আমার ব্যাংক লকার পরীক্ষা করতে আসবে ৷ 19 অগস্ট 14-15 ঘণ্টা তল্লাশি চালিয়েও আমার বাড়ি থেকে তারা কিছু পায়নি ৷ আমার লকারেও তারা কিছুই পাবে না ৷ সিবিআইকে স্বাগত ৷ আমি ও আমার পরিবার এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব ৷’’

কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি কেন্দ্রীয় প্রতিহিংসার শিকার কেন হচ্ছেন ? সিসোদিয়ার দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিকল্প হিসেবে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার যোগ্য দাবিদার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷ আর এই লড়াইয়ে কেজরিওয়ালের পাশে রয়েছেন ৷ সেই কারণেই তাঁকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করছে মোদি সরকার (Modi Government) ৷

আরও পড়ুন : সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.