ETV Bharat / bharat

Wrestlers Sexual Harassment Case: ব্রিজভূষণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর দিল্লির আদালতে - মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় দু’দিনের অন্তর্বর্তী জামিন পেলেন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং ৷ আজ দিল্লির আদালতে তাঁকে জামিন দেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে জারি করা শমনের ভিত্তিতে এ দিন আদালতে হাজিরা দিয়েছিলেন ব্রিজ ভূষণ ৷

Wrestlers Sexual Harassment Case ETV BHARAT
Wrestlers Sexual Harassment Case
author img

By

Published : Jul 18, 2023, 6:17 PM IST

Updated : Jul 18, 2023, 7:54 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: দিল্লির আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেলেন জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় তাঁকে 2 দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত ৷ অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং ব্যক্তিগত 25 হাজার টাকার বন্ডে বিজেপি সাংসদের এই জামিন মঞ্জুর করেছে ৷ তাঁরই সঙ্গে ডব্লুএফআই-এর সাসপেন্ড হওয়া সহকারী সচিব বিনোদ তোমারকেও অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত ৷

জানা গিয়েছে, আদালতের তরফে জারি করা সমনের ভিত্তিতে ব্রিজ ভূষণ এবং বিনোদ তোমর এ দিন আদালতে হাজিরা দেন ৷ সেই সঙ্গে মামলায় জামিনের আবেদন করেন তাঁরা ৷ সেই আবেদনের ভিত্তিতে দু’জনেরই 2 দিনের জামিন মঞ্জুর করেছে আদালত ৷ উল্লেখ্য, কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় ছ’বারের সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গত 15 জুন ভারতীয় দণ্ডবিধির 354, 354এ, 354ডি এবং 506 ধারায় চার্জশিট দাখিল করা হয় ৷ এই সব ধারাগুলির অধিকাংশই যৌন হেনস্তা এবং সেই সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ৷

বিনোদ তোমারের বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির 109, 354, 354ডি ও 506 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷ তবে, এই মামলায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন ব্রিজ ভূষণ শরণ সিংয়ের আইনজীবী ৷ তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমের একাংশ বিচারসভা বসিয়ে দিয়েছিল তাঁর মক্কেলের বিরুদ্ধে ৷ এ নিয়ে নিম্ন আদালতে বা দিল্লি হাইকোর্টে ব্রিজভূষণ চাইলে মামলা করতে পারেন বলে জানিয়েছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ৷

আরও পড়ুন: কাইসেরগঞ্জ থেকে চব্বিশের ভোটে লড়ার ঘোষণা বিজেপির ব্রিজ ভূষণের

সেই মামলার প্রেক্ষিতে আদালত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করবে বলেও এ দিন আদালতে উল্লেখ করেন বিচারক ৷ তবে, এ নিয়ে কোনও আবেদন করা হয়নি বলে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করবেন না বলেও জানিয়েছেন হরজিৎ সিং ৷ তবে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা কুস্তিগীরের যৌন হেনস্তার যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয় পরবর্তী সময়ে ৷ ফলে সেই মামলাটি যে খারিজ হয়েছে, তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে ৷

নয়াদিল্লি, 18 জুলাই: দিল্লির আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেলেন জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় তাঁকে 2 দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত ৷ অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং ব্যক্তিগত 25 হাজার টাকার বন্ডে বিজেপি সাংসদের এই জামিন মঞ্জুর করেছে ৷ তাঁরই সঙ্গে ডব্লুএফআই-এর সাসপেন্ড হওয়া সহকারী সচিব বিনোদ তোমারকেও অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত ৷

জানা গিয়েছে, আদালতের তরফে জারি করা সমনের ভিত্তিতে ব্রিজ ভূষণ এবং বিনোদ তোমর এ দিন আদালতে হাজিরা দেন ৷ সেই সঙ্গে মামলায় জামিনের আবেদন করেন তাঁরা ৷ সেই আবেদনের ভিত্তিতে দু’জনেরই 2 দিনের জামিন মঞ্জুর করেছে আদালত ৷ উল্লেখ্য, কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় ছ’বারের সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গত 15 জুন ভারতীয় দণ্ডবিধির 354, 354এ, 354ডি এবং 506 ধারায় চার্জশিট দাখিল করা হয় ৷ এই সব ধারাগুলির অধিকাংশই যৌন হেনস্তা এবং সেই সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ৷

বিনোদ তোমারের বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির 109, 354, 354ডি ও 506 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷ তবে, এই মামলায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন ব্রিজ ভূষণ শরণ সিংয়ের আইনজীবী ৷ তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমের একাংশ বিচারসভা বসিয়ে দিয়েছিল তাঁর মক্কেলের বিরুদ্ধে ৷ এ নিয়ে নিম্ন আদালতে বা দিল্লি হাইকোর্টে ব্রিজভূষণ চাইলে মামলা করতে পারেন বলে জানিয়েছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ৷

আরও পড়ুন: কাইসেরগঞ্জ থেকে চব্বিশের ভোটে লড়ার ঘোষণা বিজেপির ব্রিজ ভূষণের

সেই মামলার প্রেক্ষিতে আদালত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করবে বলেও এ দিন আদালতে উল্লেখ করেন বিচারক ৷ তবে, এ নিয়ে কোনও আবেদন করা হয়নি বলে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করবেন না বলেও জানিয়েছেন হরজিৎ সিং ৷ তবে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা কুস্তিগীরের যৌন হেনস্তার যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয় পরবর্তী সময়ে ৷ ফলে সেই মামলাটি যে খারিজ হয়েছে, তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে ৷

Last Updated : Jul 18, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.