ETV Bharat / bharat

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার ইডি-র হাজির এড়ালেন কেজরিওয়াল - Delhi Excise Policy Case

Arvind Kejriwal Skips 3rd ED Summons: আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আম আদমি পার্টির একটি সূত্রকে উল্লেখ করে এমনটা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Jan 3, 2024, 10:26 AM IST

Updated : Jan 3, 2024, 11:10 AM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এ নিয়ে তৃতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানোর নোটিশে কোনও সাড়া দিলেন না আপ সুপ্রিমো ৷ এবার ইডির তদন্তকারী আধিকারিকদের একটি চিঠি পাঠিয়েছেন তিনি ৷ আম আদমি পার্টি সূত্রে খবর, সেই চিঠি কেজিরওয়াল দাবি করেছেন, জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁকে যে নোটিশটি পাঠিয়েছে সেটি বেআইনি ৷

আম আদমি পার্টির একটি সূত্রকে উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতায় প্রস্তুত ৷ কিন্তু, ইডির পাঠানো নোটিশের উদ্দেশ্য তাঁকে গ্রেফতার করা ৷ আপের দাবি, "এই নোটিশটা ঠিক লোকসভা নির্বাচনের আগেই পাঠানো হয়েছে । এর আসল উদ্দেশ্য কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার থেকে দূরে রাখা ৷"

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে হাওয়ালা মারফত টাকা সরানোর মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল ইডি ৷ এ নিয়ে তৃতীয়বার কেজরিওয়ালকে ডেকেছিল এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ৷ কিন্তু, আগের দু'বারের মতো এবারেও ইডির নোটিশকে বেআইনি ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ এর আগে গতবছর 2 নভেম্বর ও 21 ডিসেম্বর দু’বার কেজরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ৷

আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের ডেপুটি অর্থাৎ, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2023-এর 9 মার্চ তাঁকে তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতারের নোটিশ ইস্যু করা হয় ৷ উল্লেখ্য, এই আবগারি নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই ৷ গতবছর 26 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল ৷ সিবিআই অফিসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই সিসোদিয়াকে গ্রেফতার করা হয় ৷

2021-22 সালে দিল্লির কেজরিওয়াল সরকার নয়া আবগারি নীতি প্রণয়ন করে ৷ সেই নীতিতে বিস্তর গলদ আছে বলে দাবি ওঠে। ওঠে দুর্নীতির অভিযোগও ৷ মূলত, এক শ্রেণির ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিতে ওই নীতি প্রণয়ন করা হয়েছিল বলে অভিযোগ ৷ প্রথমে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করে ৷ এর পর হাওয়ালা মারফত টাকা সরানোর বিষয়টি সামনে আসতেই ইডি-কে এই তদন্ত সামিল করা হয় ৷ উল্লেখ্য, এই দুর্নীতিতে দক্ষিণ ভারতের একটি চক্রের হদিশ পেয়েছিল সিবিআই ৷ এমনকী কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সমন পাঠিয়েছে ইডি, অভিযোগ তুলে অজ্ঞাতবাসে কেজরিওয়াল
  2. প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কেজরিওয়াল ও প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠাল কমিশন
  3. দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র

নয়াদিল্লি, 3 জানুয়ারি: আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এ নিয়ে তৃতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানোর নোটিশে কোনও সাড়া দিলেন না আপ সুপ্রিমো ৷ এবার ইডির তদন্তকারী আধিকারিকদের একটি চিঠি পাঠিয়েছেন তিনি ৷ আম আদমি পার্টি সূত্রে খবর, সেই চিঠি কেজিরওয়াল দাবি করেছেন, জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁকে যে নোটিশটি পাঠিয়েছে সেটি বেআইনি ৷

আম আদমি পার্টির একটি সূত্রকে উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতায় প্রস্তুত ৷ কিন্তু, ইডির পাঠানো নোটিশের উদ্দেশ্য তাঁকে গ্রেফতার করা ৷ আপের দাবি, "এই নোটিশটা ঠিক লোকসভা নির্বাচনের আগেই পাঠানো হয়েছে । এর আসল উদ্দেশ্য কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার থেকে দূরে রাখা ৷"

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে হাওয়ালা মারফত টাকা সরানোর মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল ইডি ৷ এ নিয়ে তৃতীয়বার কেজরিওয়ালকে ডেকেছিল এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ৷ কিন্তু, আগের দু'বারের মতো এবারেও ইডির নোটিশকে বেআইনি ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ এর আগে গতবছর 2 নভেম্বর ও 21 ডিসেম্বর দু’বার কেজরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ৷

আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের ডেপুটি অর্থাৎ, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2023-এর 9 মার্চ তাঁকে তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতারের নোটিশ ইস্যু করা হয় ৷ উল্লেখ্য, এই আবগারি নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই ৷ গতবছর 26 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল ৷ সিবিআই অফিসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই সিসোদিয়াকে গ্রেফতার করা হয় ৷

2021-22 সালে দিল্লির কেজরিওয়াল সরকার নয়া আবগারি নীতি প্রণয়ন করে ৷ সেই নীতিতে বিস্তর গলদ আছে বলে দাবি ওঠে। ওঠে দুর্নীতির অভিযোগও ৷ মূলত, এক শ্রেণির ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিতে ওই নীতি প্রণয়ন করা হয়েছিল বলে অভিযোগ ৷ প্রথমে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করে ৷ এর পর হাওয়ালা মারফত টাকা সরানোর বিষয়টি সামনে আসতেই ইডি-কে এই তদন্ত সামিল করা হয় ৷ উল্লেখ্য, এই দুর্নীতিতে দক্ষিণ ভারতের একটি চক্রের হদিশ পেয়েছিল সিবিআই ৷ এমনকী কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সমন পাঠিয়েছে ইডি, অভিযোগ তুলে অজ্ঞাতবাসে কেজরিওয়াল
  2. প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কেজরিওয়াল ও প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠাল কমিশন
  3. দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র
Last Updated : Jan 3, 2024, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.