ETV Bharat / bharat

Arvind Kejriwal on Punjab Situation: পঞ্জাবে শান্তি বিঘ্নিতকারীরা রেহাই পাবে না, হুঁশিয়ারি কেজরির - AAP government

পঞ্জাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব । আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের প্রশংসা করে এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ।

Delhi CM Arvind Kejriwal
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : Mar 26, 2023, 10:25 AM IST

চণ্ডীগড়/জলান্ধর, 26 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভগবন্ত মান সরকারের (Bhagwant Mann government) প্রশংসা করলেন ৷ তিনি বলেন, "রাজ্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব।" শনিবার ডেরা সচখণ্ড বল্লানে শ্রী গুরু রবিদাস বাণী অধ্যয়ন কেন্দ্রের (Shri Guru Ravidas Bani Study Centre) উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন কেজরিওয়াল ৷ সেই অনুষ্ঠান ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "গত কয়েকদিনে কিছু লোক পঞ্জাবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে ৷ তবে আমরা কাউকে শান্তি নষ্ট করতে দেব না ।"

কেজরিওয়াল জানান, কখনও কখনও আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নিতে হয় ৷ পঞ্জাবে ভগবন্ত মান নেতৃত্বাধীন আপ সরকার (AAP government) কঠোর সিদ্ধান্ত নিতে পারে। পঞ্জাবের পরিস্থিতি ভগবন্ত মান সরকার খুব ভালোভাবে সামলেছে এবং তারা কোনও গুলি খরচ না করে, রক্তপাত না করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে । আপ সুপ্রিমো বলেন, "আজ যারা পঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করার চেষ্টা করেছিল তারা ভীতু এবং পলাতক । যারাই পঞ্জাবের শান্তি ভঙ্গ করার চেষ্টা করবে বা মাদক বিক্রি করবে তারা কেউই রেহাই পাবে না ৷" তিনি দাবি করনে, যখন 3 কোটি পঞ্জাবি সরকারের সঙ্গে থাকবে, তখন কোনও মাদক ব্যবসায়ী কারবার করার সাহস পাবে না ।

কেজরিওয়াল আরও জানান, পঞ্জাবে আম আদমি পার্টি সরকার গঠনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ আগের সরকারগুলির মতো তাদের বিধায়ক এবং মন্ত্রীদের গ্যাংস্টার, মাফিয়া এবং অপরাধীদের সঙ্গে 'সেটিং' নেই । তাই এই সরকারের আমলে এখন গুণ্ডা ও মাফিয়াদের শাস্তি দেওয়া হচ্ছে । এখানে সঙ্গতকে সম্বোধন করে কেজরিওয়াল বলেন, "গুরু রবিদাস বাণী অধ্যয়ন কেন্দ্রের মাধ্যমে গুরু রবিদাসজির পবিত্র বাণী পঞ্জাবের প্রতিটি প্রান্তের পাশাপাশি বিশ্বের দরবারে পৌঁছে যাবে । নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আমি এত মহৎ ও পুণ্যময় কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি ।"

তিনি আরও দাবি করেন, দিল্লিতে আপ সরকার বিশ্বমানের স্কুল তৈরি করেছে ৷ সরকারি স্কুলগুলি এখন বেসরকারি স্কুলের চেয়ে ভালো হয়েছে ৷ এখন সরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা ডাক্তার, আইনজীবী এবং ইঞ্জিনিয়ার হচ্ছে । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমি খুবই খুশি যে এখন পঞ্জাবেও ভগবন্ত মান সরকারি স্কুলগুলিকে নতুন করে সাজানোর কাজ শুরু করেছেন । আমাদের সরকার আগামী পাঁচ বছরে পঞ্জাবের সব সরকারি স্কুলকে বিশ্বমানের করে তুলবে ৷"

আরও পড়ুন: এখনও অধরা অমৃতপাল সিং, উত্তরাখণ্ডে জারি বিশেষ সতর্কতা

চণ্ডীগড়/জলান্ধর, 26 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভগবন্ত মান সরকারের (Bhagwant Mann government) প্রশংসা করলেন ৷ তিনি বলেন, "রাজ্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব।" শনিবার ডেরা সচখণ্ড বল্লানে শ্রী গুরু রবিদাস বাণী অধ্যয়ন কেন্দ্রের (Shri Guru Ravidas Bani Study Centre) উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন কেজরিওয়াল ৷ সেই অনুষ্ঠান ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "গত কয়েকদিনে কিছু লোক পঞ্জাবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে ৷ তবে আমরা কাউকে শান্তি নষ্ট করতে দেব না ।"

কেজরিওয়াল জানান, কখনও কখনও আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নিতে হয় ৷ পঞ্জাবে ভগবন্ত মান নেতৃত্বাধীন আপ সরকার (AAP government) কঠোর সিদ্ধান্ত নিতে পারে। পঞ্জাবের পরিস্থিতি ভগবন্ত মান সরকার খুব ভালোভাবে সামলেছে এবং তারা কোনও গুলি খরচ না করে, রক্তপাত না করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে । আপ সুপ্রিমো বলেন, "আজ যারা পঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করার চেষ্টা করেছিল তারা ভীতু এবং পলাতক । যারাই পঞ্জাবের শান্তি ভঙ্গ করার চেষ্টা করবে বা মাদক বিক্রি করবে তারা কেউই রেহাই পাবে না ৷" তিনি দাবি করনে, যখন 3 কোটি পঞ্জাবি সরকারের সঙ্গে থাকবে, তখন কোনও মাদক ব্যবসায়ী কারবার করার সাহস পাবে না ।

কেজরিওয়াল আরও জানান, পঞ্জাবে আম আদমি পার্টি সরকার গঠনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ আগের সরকারগুলির মতো তাদের বিধায়ক এবং মন্ত্রীদের গ্যাংস্টার, মাফিয়া এবং অপরাধীদের সঙ্গে 'সেটিং' নেই । তাই এই সরকারের আমলে এখন গুণ্ডা ও মাফিয়াদের শাস্তি দেওয়া হচ্ছে । এখানে সঙ্গতকে সম্বোধন করে কেজরিওয়াল বলেন, "গুরু রবিদাস বাণী অধ্যয়ন কেন্দ্রের মাধ্যমে গুরু রবিদাসজির পবিত্র বাণী পঞ্জাবের প্রতিটি প্রান্তের পাশাপাশি বিশ্বের দরবারে পৌঁছে যাবে । নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আমি এত মহৎ ও পুণ্যময় কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি ।"

তিনি আরও দাবি করেন, দিল্লিতে আপ সরকার বিশ্বমানের স্কুল তৈরি করেছে ৷ সরকারি স্কুলগুলি এখন বেসরকারি স্কুলের চেয়ে ভালো হয়েছে ৷ এখন সরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা ডাক্তার, আইনজীবী এবং ইঞ্জিনিয়ার হচ্ছে । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমি খুবই খুশি যে এখন পঞ্জাবেও ভগবন্ত মান সরকারি স্কুলগুলিকে নতুন করে সাজানোর কাজ শুরু করেছেন । আমাদের সরকার আগামী পাঁচ বছরে পঞ্জাবের সব সরকারি স্কুলকে বিশ্বমানের করে তুলবে ৷"

আরও পড়ুন: এখনও অধরা অমৃতপাল সিং, উত্তরাখণ্ডে জারি বিশেষ সতর্কতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.