ETV Bharat / bharat

Delhi Recommends Ending Weekend Curfew: সপ্তাহান্তের কার্ফু তুলতে চায় দিল্লি সরকার, বাজারের বিধিনিষেধও শিথিলের প্রস্তাব - দিল্লিতে সপ্তাহান্তের কার্ফু

সপ্তাহান্তের কার্ফু তুলতে চায় দিল্লি সরকার (Delhi Recommends Ending Weekend Curfew)৷ উপরাজ্যপাল অনিল বৈজলকে এই প্রস্তাব পাঠানো হয়েছে ৷ দোকানপাট খোলার বিধিনিষেধও শিথিল করার প্রস্তাব দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

Delhi CM Arvind Kejriwal Recommends Ending Weekend Curfew, Restrictions On Markets
সপ্তাহান্তের কার্ফু তুলতে চায় দিল্লি সরকার, বাজারের বিধিনিষেধও শিথিলের প্রস্তাব
author img

By

Published : Jan 21, 2022, 12:15 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: কোভিড সংক্রমণ হ্রাস পাওয়ায় সপ্তাহান্তের কার্ফু প্রত্যাহার করতে চায় দিল্লি সরকার (Delhi CM Arvind Kejriwal sends a recommendation to Lt Gov to end weekend curfew) ৷ উপরাজ্যপাল অনিল বৈজলকে এই প্রস্তাব পাঠিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন ৷ কোভিডের সংক্রমণ রুখতে বর্তমানে রাজধানীতে শুক্রবার রাত 10টা থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত কার্ফু জারি রয়েছে ৷

জমায়েত ঠেকাতে এতদিন পর্যন্ত বাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে জোড়-বিজোড় ভিত্তিতে খুলতে বলা হয়েছিল (Delhi Recommends Ending Weekend Curfew) ৷ এবার সেগুলিকে রোজ খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করা হয়েছিল ৷ এবার সব অফিস 50 শতাংশ হাজিরায় চলতে পারে বলে জানানো হয়েছে ৷

সপ্তাহান্তের কার্ফুর (Arvind Kejriwal Recommends Ending Weekend Curfew) থেকে শুধু নিত্য প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের বাদ রাখা হয়েছিল ৷ তবে তাঁদেরও সরকারি পাস বা বৈধ পরিচয়পত্র নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে ৷ নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া সবকিছুর দোকানপাট ছিল বন্ধ ৷ মেট্রো পরিষেবা ও বেসরকারি বাসে দাঁড়িয়ে কোনও যাত্রীর সফরে অনুমতি দেওয়া হয়নি ৷ তবে সব আসন ভর্তি থাকতে পারে বলে নির্দেশিকায় বলা ছিল ৷

আরও পড়ুন: Weekend curfew imposed in Delhi: কোভিড রুখতে শনি-রবি কার্ফু দিল্লিতে, 100% যাত্রী নিয়েই চলবে বাস-মেট্রো

বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত হন 12,306 জন ৷ তার আগে 24 ঘণ্টায় সংক্রমণ কমে প্রায় 10.72 শতাংশ ৷ গত 14 জানুয়ারি দৈনিক সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় 30,000-এ ৷ তবে দিল্লিতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখনও প্রায় 70,000 ৷

বৃহস্পতিবার রাজধানীতে করোনায় মৃত্যু হয় 43 জনের ৷ গত বছরের জুনের পর এটাই সর্বাধিক মৃত্যু ৷ 2021 সালের সেই সময় একদিনে দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছিল 44 জনের ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী রবিবারই জানিয়েছিলেন, রোজ 60,000 থেকে এক লাখ মানুষের করোনা পরীক্ষা হচ্ছে ৷

আরও পড়ুন: Corona Update In India : করোনার দৌড় অব্যাহত, একদিনে সংক্রামিত 3 লক্ষ 47 হাজার

নয়াদিল্লি, 21 জানুয়ারি: কোভিড সংক্রমণ হ্রাস পাওয়ায় সপ্তাহান্তের কার্ফু প্রত্যাহার করতে চায় দিল্লি সরকার (Delhi CM Arvind Kejriwal sends a recommendation to Lt Gov to end weekend curfew) ৷ উপরাজ্যপাল অনিল বৈজলকে এই প্রস্তাব পাঠিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন ৷ কোভিডের সংক্রমণ রুখতে বর্তমানে রাজধানীতে শুক্রবার রাত 10টা থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত কার্ফু জারি রয়েছে ৷

জমায়েত ঠেকাতে এতদিন পর্যন্ত বাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে জোড়-বিজোড় ভিত্তিতে খুলতে বলা হয়েছিল (Delhi Recommends Ending Weekend Curfew) ৷ এবার সেগুলিকে রোজ খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করা হয়েছিল ৷ এবার সব অফিস 50 শতাংশ হাজিরায় চলতে পারে বলে জানানো হয়েছে ৷

সপ্তাহান্তের কার্ফুর (Arvind Kejriwal Recommends Ending Weekend Curfew) থেকে শুধু নিত্য প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের বাদ রাখা হয়েছিল ৷ তবে তাঁদেরও সরকারি পাস বা বৈধ পরিচয়পত্র নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে ৷ নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া সবকিছুর দোকানপাট ছিল বন্ধ ৷ মেট্রো পরিষেবা ও বেসরকারি বাসে দাঁড়িয়ে কোনও যাত্রীর সফরে অনুমতি দেওয়া হয়নি ৷ তবে সব আসন ভর্তি থাকতে পারে বলে নির্দেশিকায় বলা ছিল ৷

আরও পড়ুন: Weekend curfew imposed in Delhi: কোভিড রুখতে শনি-রবি কার্ফু দিল্লিতে, 100% যাত্রী নিয়েই চলবে বাস-মেট্রো

বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত হন 12,306 জন ৷ তার আগে 24 ঘণ্টায় সংক্রমণ কমে প্রায় 10.72 শতাংশ ৷ গত 14 জানুয়ারি দৈনিক সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় 30,000-এ ৷ তবে দিল্লিতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখনও প্রায় 70,000 ৷

বৃহস্পতিবার রাজধানীতে করোনায় মৃত্যু হয় 43 জনের ৷ গত বছরের জুনের পর এটাই সর্বাধিক মৃত্যু ৷ 2021 সালের সেই সময় একদিনে দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছিল 44 জনের ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী রবিবারই জানিয়েছিলেন, রোজ 60,000 থেকে এক লাখ মানুষের করোনা পরীক্ষা হচ্ছে ৷

আরও পড়ুন: Corona Update In India : করোনার দৌড় অব্যাহত, একদিনে সংক্রামিত 3 লক্ষ 47 হাজার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.