নয়াদিল্লি, 13 জুন : করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করা হল রাজধানীতে (Delhi Unlock) ৷ কাল থেকে দিল্লিতে খুলে যাচ্ছে সব দোকানপাট, শপিং মল ও রেস্তোরাঁ ৷ তিন মাসে দিল্লির সংক্রমণ সর্বনিম্ন হওয়ায় এই বড়সড় আনলকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে আপাতত এক সপ্তাহের জন্য ট্রায়ালের ভিত্তিতে এই আনলক করে দেখা হচ্ছে ৷ সংক্রমণ ফের বাড়লে আবারও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷
বর্তমানে রাজধানীতে জোড়-বিজোড় পদ্ধতি মেনে দোকানপাট খোলা হচ্ছিল ৷ তবে কাল থেকে দোকান সপ্তাহের সাতদিনই খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে ৷ কেজরিওয়াল জানিয়েছেন, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে ৷ রেস্তোরাঁগুলিতে এতদিন টেকঅ্যাওয়ে ও হোম ডেলিভারির ব্যবস্থা চালু ছিল ৷ এ বার থেকে সেখানে বসে খাওয়া-দাওয়াও করা যাবে ৷ তবে সে ক্ষেত্রে মোট আসনের 50 শতাংশ গ্রাহককে রেস্তোরাঁয় প্রবেশ করানো যাবে ৷
আরও পড়ুন: ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সাহায্যের জন্য জি-7 দেশগুলিকে ধন্যবাদ মোদির
সাপ্তাহিক বাজারগুলিকেও 50 শতাংশ ভেন্ডর নিয়ে খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ খুলছে স্যালঁ, তবে স্পা আপাতত বন্ধই থাকছে ৷ সরকারি অফিসগুলিকে পুরো কর্মী নিয়েই খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে বেসরকারি অফিসে 50 শতাংশ কর্মীকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে দিল্লি মেট্রো ও বাস ৷ তবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে ৷ বন্ধ থাকছে স্যুইমিং পুল, অ্যামিউসমেন্ট পার্ক, ওয়াটার পার্ক ৷ কোনও জমায়েতেও অনুমতি দেওয়া হয়নি ৷ ধর্মীয় স্থানগুলি খোলা রাখা যাবে, তবে সেখানে কোনও ভক্তের প্রবেশ নিষিদ্ধ থাকবে ৷
আরও পড়ুন: 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও
সাংবাদিকদের উদ্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "এ ভাবেই যদি সংক্রমণ কমতে থাকে, তাহলে আমাদের জীবন ফের ধীরে ধীরে স্বাভাবিক হবে ৷ এটা একটা বিরাট দুঃখজনক পরিস্থিতি, তবে আমাদের একসঙ্গে তার মুখোমুখি দাঁড়াতে হবে ৷"
শনিবার সারাদিনে দিল্লিতে মাত্র 213 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয় 28 জনের ৷