ETV Bharat / bharat

রাতে ঘুম আসছে না কেজরির; প্রটোকল ভেঙে টেলিভাইজড বৈঠকের ভিডিয়ো - Oxygen crisis in Delhi

দিল্লির অক্সিজেন ঘাটতির নিরুপায় ছবিটা মুখ্যমন্ত্রীর মুখ দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছিল ৷ বারবার ভেঙে পড়লেন বৈঠক চলাকালীন ৷ হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন কেজরিওয়াল ৷

নরেন্দ্র মোদি ও অরবিন্দ কেজরিওয়াল
নরেন্দ্র মোদি ও অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : Apr 23, 2021, 7:02 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল : চারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছে ৷ কোনও হাসপাতালে কয়েক ঘণ্টার অক্সিজেন পড়ে রয়েছে ৷ কোথাও বা আরও কম ৷ অক্সিজেন সাপোর্ট না পেয়ে অবস্থা আরও করুণ হচ্ছে করোনা আক্রান্তদের ৷ নিরুপায় হয়ে যাচ্ছেন চিকিৎসকরাও ৷ চোখের সামনে ছটফট করেত দেখছেন রোগীদের ৷ এই কঠিন পরিস্থিতির মধ্যে আজ সবথেকে বেশি প্রকোপ পড়া দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি ৷

এই মুহূর্তে অক্সিজেন ঘাটতির সবথেকে বেশি ধাক্কা লেগেছে রাজধানীতে ৷ আজকের বৈঠকে কেজরিওয়ালের মুখ থেকে বারবার সেই কথাই উঠে এল ৷ দিল্লির অক্সিজেন ঘাটতির নিরুপায় ছবিটা মুখ্যমন্ত্রীর মুখ দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছিল ৷ বারবার ভেঙে পড়লেন বৈঠক চলাকালীন ৷ হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন কেজরিওয়াল ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভেঙে পড়লেন কেজরিওয়াল

আরও পড়ুন : অন্য রাজ্যকে প্রতিদিন 200 মেট্রিক টন অক্সিজেন পাঠানো সম্ভব নয়, কেন্দ্রকে চিঠি নবান্নের

আজকের বৈঠকের বেশ কিছুটা অংশ প্রোটোকল ভেঙে টেলিভাইজড হয়ে যায় ৷ সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে বারবার বলতে শোনা যাচ্ছে দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন ঘাটতির করুণ পরিস্থিতির কথা ৷ পরে অবশ্য ভুল বুঝতে পেরে টেলিভাইজ করা বন্ধ করে দেওয়া হয় ৷

বৈঠকে কেজরিওয়াল পরামর্শ দেন, রাজ্যগুলির অক্সিজেন প্ল্যান্টগুলিকে যেন কেন্দ্রের তত্ত্বাবধানে নিয়ে আসা হয় ৷ একইসঙ্গে অক্সিজেন সরবরাহকারী ট্যাঙ্কারগুলি পরিবহনের সময় যাতে সেনার সাহায্য নেওয়া হয় ৷

দিল্লিতে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা প্রতিদিন তার মধ্যে 100 টন যাওয়ার কথা ওড়িশা ও পশ্চিমবঙ্গ থেকে ৷ কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আপাতত বাংলা থেকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠানো বন্ধ হোক ৷ এই দাবি করে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ।

নয়াদিল্লি, 23 এপ্রিল : চারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছে ৷ কোনও হাসপাতালে কয়েক ঘণ্টার অক্সিজেন পড়ে রয়েছে ৷ কোথাও বা আরও কম ৷ অক্সিজেন সাপোর্ট না পেয়ে অবস্থা আরও করুণ হচ্ছে করোনা আক্রান্তদের ৷ নিরুপায় হয়ে যাচ্ছেন চিকিৎসকরাও ৷ চোখের সামনে ছটফট করেত দেখছেন রোগীদের ৷ এই কঠিন পরিস্থিতির মধ্যে আজ সবথেকে বেশি প্রকোপ পড়া দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি ৷

এই মুহূর্তে অক্সিজেন ঘাটতির সবথেকে বেশি ধাক্কা লেগেছে রাজধানীতে ৷ আজকের বৈঠকে কেজরিওয়ালের মুখ থেকে বারবার সেই কথাই উঠে এল ৷ দিল্লির অক্সিজেন ঘাটতির নিরুপায় ছবিটা মুখ্যমন্ত্রীর মুখ দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছিল ৷ বারবার ভেঙে পড়লেন বৈঠক চলাকালীন ৷ হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন কেজরিওয়াল ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভেঙে পড়লেন কেজরিওয়াল

আরও পড়ুন : অন্য রাজ্যকে প্রতিদিন 200 মেট্রিক টন অক্সিজেন পাঠানো সম্ভব নয়, কেন্দ্রকে চিঠি নবান্নের

আজকের বৈঠকের বেশ কিছুটা অংশ প্রোটোকল ভেঙে টেলিভাইজড হয়ে যায় ৷ সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে বারবার বলতে শোনা যাচ্ছে দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন ঘাটতির করুণ পরিস্থিতির কথা ৷ পরে অবশ্য ভুল বুঝতে পেরে টেলিভাইজ করা বন্ধ করে দেওয়া হয় ৷

বৈঠকে কেজরিওয়াল পরামর্শ দেন, রাজ্যগুলির অক্সিজেন প্ল্যান্টগুলিকে যেন কেন্দ্রের তত্ত্বাবধানে নিয়ে আসা হয় ৷ একইসঙ্গে অক্সিজেন সরবরাহকারী ট্যাঙ্কারগুলি পরিবহনের সময় যাতে সেনার সাহায্য নেওয়া হয় ৷

দিল্লিতে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা প্রতিদিন তার মধ্যে 100 টন যাওয়ার কথা ওড়িশা ও পশ্চিমবঙ্গ থেকে ৷ কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আপাতত বাংলা থেকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠানো বন্ধ হোক ৷ এই দাবি করে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.