ETV Bharat / bharat

Delhi CM Kejriwal Attack to Cong: জোটে থেকেও কংগ্রেসকে আক্রমণ কেজরিওয়ালের ! - ইন্ডিয়া

ফের কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল কেজরিওয়ালকে ৷ পাশাপাশি ছত্তিশগড়ের পাশাপাশি মধ্যপ্রদেশ বিধানসভা ভোটেও প্রায় 100 শতাংশ প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি ৷ সুতরাং স্পষ্ট দুই রাজ্যেই বিজেপির পাশাপাশি আপ-এর সঙ্গেও লড়াই করতে কংগ্রেসকে ৷

Etv Bharat
অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : Aug 20, 2023, 5:15 PM IST

Updated : Aug 20, 2023, 7:36 PM IST

অরবিন্দ কেজরিওয়াল

সতনা (মধ্যপ্রদেশ), 20 অগস্ট: ফের কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল ৷ 26 দলের 'ইন্ডিয়া' জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আম আদমি পার্টি ৷ আর সেই দলেরই প্রধানের মুখে শোনা গেল কংগ্রেসের সমালোচনা ৷ কংগ্রেসের পাশাপাশি বিজেপিকেও রবিবার এক হাত নিয়েছেন কেজরিওয়াল ৷ তাঁর স্পষ্ট দাবি, মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে আম আদমি পার্টি জিতলে কংগ্রেস এবং বিজেপি দুই সরকারকেই রাজ্যের মানুষ ভুলে যাবে ৷

'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠক হবে মুম্বইতে ৷ আর সেই বৈঠক থেকেই রণ কৌশল ঠিক করা হবে বলে জানা গিয়েছে ৷ প্রতিটি রাজ্যে কোন ফর্মুলায় রাজনৈতিক দলগুলি আসন সমঝোতা করে লড়াই করবে, তার ব্লু-প্রিন্টও সেই বৈঠক থেকে তৈরি হবে বলে জানা গিয়েছে ৷ তবে লোকসভা ভোটের আগে চার রাজ্যের বিধানসভা ভোট রয়েছে ৷ আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে, ছত্তিশগড়ের পাশাপাশি মধ্যপ্রদেশ বিধানসভা ভোটেও প্রায় 100 শতাংশ প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি ৷ সুতরাং স্পষ্ট দুই রাজ্যেই বিজেপির পাশাপাশি আপ-এর সঙ্গেও লড়াই করছে কংগ্রেস ৷ আর সেখানেই জোটের যৌক্তিকতা নিয়ে পালটা প্রশ্ন তুলেছে বিজেপি ৷

এদিন সাতনা টাউন হলে দলীয় প্রচার সভায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমরা রাজনীতিবিদ নই, আমরা এখানে দেশ গঠন করতে এসেছি। আমি আপনাদের আমাদের একটা সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি ৷ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা বিজেপি এবং কংগ্রেস দুই সরকারকেই ভুলে যাবেন।" একই সঙ্গে, তিনি জানান, কংগ্রেস এবং বিজেপি উভয় উভয়কে আক্রমণ করে ৷ এক নেতা অন্য নেতাকে গালি দেয় ৷ এর বেশি এই দুই দলই মানুষের জন্য কোনও কাজ করে না বলে অভিযোগ কেজরিওয়ালের ৷ সেই সঙ্গে, দিল্লি এবং পঞ্জাব সরকারের উদাহরণ টেনে কেজরিওয়াল জানান, মধ্যপ্রদেশেও তেমনই সরকার গঠন করতে চায় আপ ৷

আরও পড়ুন: ভোটের আগে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দীপা দাসমুন্সি, সচিন পাইলটরা

উল্লেখযোগ্যভাবে, কংগ্রেসের সঙ্গে এমনিতেই ভালো সম্পর্ক ছিল না কেজরিওয়ালের ৷ সম্প্রতি 'ইন্ডিয়া' জোটে থাকার ক্ষেত্রেও দিল্লি অর্ডিন্যান্সের ক্ষেত্রে আপ-কে সমর্থন করার জন্য কংগ্রেসকে শর্তও দিয়েছিলেন তিনি ৷ যদিও শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েছিল কংগ্রেসও ৷ আপ-ও জোটে সামিল হয়েছিল ৷ তারপরও ফের কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল কেজরিওয়ালকে ৷

অরবিন্দ কেজরিওয়াল

সতনা (মধ্যপ্রদেশ), 20 অগস্ট: ফের কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল ৷ 26 দলের 'ইন্ডিয়া' জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আম আদমি পার্টি ৷ আর সেই দলেরই প্রধানের মুখে শোনা গেল কংগ্রেসের সমালোচনা ৷ কংগ্রেসের পাশাপাশি বিজেপিকেও রবিবার এক হাত নিয়েছেন কেজরিওয়াল ৷ তাঁর স্পষ্ট দাবি, মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে আম আদমি পার্টি জিতলে কংগ্রেস এবং বিজেপি দুই সরকারকেই রাজ্যের মানুষ ভুলে যাবে ৷

'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠক হবে মুম্বইতে ৷ আর সেই বৈঠক থেকেই রণ কৌশল ঠিক করা হবে বলে জানা গিয়েছে ৷ প্রতিটি রাজ্যে কোন ফর্মুলায় রাজনৈতিক দলগুলি আসন সমঝোতা করে লড়াই করবে, তার ব্লু-প্রিন্টও সেই বৈঠক থেকে তৈরি হবে বলে জানা গিয়েছে ৷ তবে লোকসভা ভোটের আগে চার রাজ্যের বিধানসভা ভোট রয়েছে ৷ আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে, ছত্তিশগড়ের পাশাপাশি মধ্যপ্রদেশ বিধানসভা ভোটেও প্রায় 100 শতাংশ প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি ৷ সুতরাং স্পষ্ট দুই রাজ্যেই বিজেপির পাশাপাশি আপ-এর সঙ্গেও লড়াই করছে কংগ্রেস ৷ আর সেখানেই জোটের যৌক্তিকতা নিয়ে পালটা প্রশ্ন তুলেছে বিজেপি ৷

এদিন সাতনা টাউন হলে দলীয় প্রচার সভায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমরা রাজনীতিবিদ নই, আমরা এখানে দেশ গঠন করতে এসেছি। আমি আপনাদের আমাদের একটা সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি ৷ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা বিজেপি এবং কংগ্রেস দুই সরকারকেই ভুলে যাবেন।" একই সঙ্গে, তিনি জানান, কংগ্রেস এবং বিজেপি উভয় উভয়কে আক্রমণ করে ৷ এক নেতা অন্য নেতাকে গালি দেয় ৷ এর বেশি এই দুই দলই মানুষের জন্য কোনও কাজ করে না বলে অভিযোগ কেজরিওয়ালের ৷ সেই সঙ্গে, দিল্লি এবং পঞ্জাব সরকারের উদাহরণ টেনে কেজরিওয়াল জানান, মধ্যপ্রদেশেও তেমনই সরকার গঠন করতে চায় আপ ৷

আরও পড়ুন: ভোটের আগে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দীপা দাসমুন্সি, সচিন পাইলটরা

উল্লেখযোগ্যভাবে, কংগ্রেসের সঙ্গে এমনিতেই ভালো সম্পর্ক ছিল না কেজরিওয়ালের ৷ সম্প্রতি 'ইন্ডিয়া' জোটে থাকার ক্ষেত্রেও দিল্লি অর্ডিন্যান্সের ক্ষেত্রে আপ-কে সমর্থন করার জন্য কংগ্রেসকে শর্তও দিয়েছিলেন তিনি ৷ যদিও শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েছিল কংগ্রেসও ৷ আপ-ও জোটে সামিল হয়েছিল ৷ তারপরও ফের কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল কেজরিওয়ালকে ৷

Last Updated : Aug 20, 2023, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.