ETV Bharat / bharat

Satyendar Jain on Delhi covid situation : দিল্লির কোভিড পরিস্থিতি স্থিতিশীল, তোলা হতে পারে বিধিনিষেধ : স্বাস্থ্যমন্ত্রী - দিল্লির কোভিড পরিস্থিতি স্থিতিশীল

দিল্লির কোভিড পরিস্থিতি স্থিতিশীল (Delhi Cases Have Stabilised)৷ প্রত্যাহার করা হতে পারে বিধিনিষেধ (Delhi Could Lift Restrictions)৷ জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain on Delhi covid situation)৷

Delhi Cases Have Stabilised, We Could Lift Restrictions: Health Minister Satyendar Jain
দিল্লির কোভিড পরিস্থিতি স্থিতিশীল, তোলা হতে পারে বিধিনিষেধ: স্বাস্থ্যমন্ত্রী
author img

By

Published : Jan 12, 2022, 1:56 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি : রাজধানীতে কোভিড পরিস্থিতি স্থিতিশীল (Delhi Cases Have Stabilised)৷ এমনই দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain on Delhi covid situation)৷ শিগগিরই বিধিনিষেধও প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি ৷

24 ঘণ্টায় দিল্লিতে প্রায় 25,000 জন সংক্রমিত হওয়ার সম্ভাবনা বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দিল্লির করোনাভাইরাস সংক্রমণ স্থিতিশীল অবস্থায় রয়েছে ৷ শিগগিরই সংক্রমণ আরও কমবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি ৷ সাংবাদিকদের তিনি বলেছেন, "হাসপাতালে ভর্তির সংখ্যা স্থিতিশীল রয়েছে ৷ এখনও অনেক বেড খালি রয়েছে ৷" সত্যেন্দ্র জৈনের দাবি, "মুম্বইতে সংক্রমণ কমতে শুরু করেছে ৷ আমরা শিগগিরই দিল্লিতেও সেই ট্রেন্ড দেখতে পাব ৷" দিল্লিতে বর্তমানে সংক্রমণের হার 25 শতাংশ ছাড়িয়ে গিয়েছে ৷ গত সাত মাসে এটাই সর্বাধিক ৷

আরও পড়ুন: Private offices restaurants closed in Delhi : কোভিড বৃদ্ধিতে দিল্লিতে বন্ধ হল বেসরকারি অফিস, খোলা নেই রেস্তোরাঁ-বারও

দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, আগামী 2-3 দিনের মধ্যেই কমবে সংক্রমণ ৷ আর সেটা হলে কোভিড বিধিনিষেধগুলিও একে একে প্রত্যাহার (Delhi Could Lift Restrictions) করা হতে পারে ৷

আরও পড়ুন: Arvind Kejriwal on Delhi Lockdown: দিল্লিতে লকডাউন জারি হবে না, তবে শর্ত একটাই...

কোভিড সংক্রমণ রুখতে মঙ্গলবার রাজধানীতে বন্ধ হয় সব বেসরকারি অফিস ও রেস্তোরাঁ (Private offices restaurants closed in Delhi)৷ নয়া নির্দেশিকায় (revised guidelines by DDMA) দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানায়, ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া দিল্লির সব বেসরকারি অফিস বন্ধ থাকবে ৷ চলবে ওয়ার্ক ফ্রম হোম ৷ এ ছাড়াও সব রেস্তোরাঁ ও বারও বন্ধ (restaurants bars closed in Delhi) রাখার নির্দেশ দেওয়া হয় ৷ চালু রাখা হয়েছে টেকঅ্যাওয় ও হোম ডেলিভারির ব্যবস্থা ৷

নয়াদিল্লি, 12 জানুয়ারি : রাজধানীতে কোভিড পরিস্থিতি স্থিতিশীল (Delhi Cases Have Stabilised)৷ এমনই দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain on Delhi covid situation)৷ শিগগিরই বিধিনিষেধও প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি ৷

24 ঘণ্টায় দিল্লিতে প্রায় 25,000 জন সংক্রমিত হওয়ার সম্ভাবনা বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দিল্লির করোনাভাইরাস সংক্রমণ স্থিতিশীল অবস্থায় রয়েছে ৷ শিগগিরই সংক্রমণ আরও কমবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি ৷ সাংবাদিকদের তিনি বলেছেন, "হাসপাতালে ভর্তির সংখ্যা স্থিতিশীল রয়েছে ৷ এখনও অনেক বেড খালি রয়েছে ৷" সত্যেন্দ্র জৈনের দাবি, "মুম্বইতে সংক্রমণ কমতে শুরু করেছে ৷ আমরা শিগগিরই দিল্লিতেও সেই ট্রেন্ড দেখতে পাব ৷" দিল্লিতে বর্তমানে সংক্রমণের হার 25 শতাংশ ছাড়িয়ে গিয়েছে ৷ গত সাত মাসে এটাই সর্বাধিক ৷

আরও পড়ুন: Private offices restaurants closed in Delhi : কোভিড বৃদ্ধিতে দিল্লিতে বন্ধ হল বেসরকারি অফিস, খোলা নেই রেস্তোরাঁ-বারও

দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, আগামী 2-3 দিনের মধ্যেই কমবে সংক্রমণ ৷ আর সেটা হলে কোভিড বিধিনিষেধগুলিও একে একে প্রত্যাহার (Delhi Could Lift Restrictions) করা হতে পারে ৷

আরও পড়ুন: Arvind Kejriwal on Delhi Lockdown: দিল্লিতে লকডাউন জারি হবে না, তবে শর্ত একটাই...

কোভিড সংক্রমণ রুখতে মঙ্গলবার রাজধানীতে বন্ধ হয় সব বেসরকারি অফিস ও রেস্তোরাঁ (Private offices restaurants closed in Delhi)৷ নয়া নির্দেশিকায় (revised guidelines by DDMA) দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানায়, ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া দিল্লির সব বেসরকারি অফিস বন্ধ থাকবে ৷ চলবে ওয়ার্ক ফ্রম হোম ৷ এ ছাড়াও সব রেস্তোরাঁ ও বারও বন্ধ (restaurants bars closed in Delhi) রাখার নির্দেশ দেওয়া হয় ৷ চালু রাখা হয়েছে টেকঅ্যাওয় ও হোম ডেলিভারির ব্যবস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.