ETV Bharat / bharat

Delhi Air Quality: দিল্লির বাতাস আরও 'বিষাক্ত', সমালোচনায় বিদ্ধ কেজরিওয়াল - air quality of national capital

রাজধানী দিল্লির বাতাসের মান উদ্বেগ বাড়াচ্ছে (Delhi Air Quality) ৷ রবিবার রাজাধানীর বাতাসের গুণগত মান বা একিউ 350 এ নেমেছে (Delhi air quality drops to very poor category) ৷

ETV Bharat
Delhi Air Quality
author img

By

Published : Oct 30, 2022, 4:08 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর: দিল্লির বাতাসের গুণগত মান আরও নামল ৷ রবিবার সকালের তথ্য অনুযায়ী, রাজাধানীর বাতাসের গুণগত মান বা একিউআই (AQI) 350-এ নেমেছে ৷ যাকে বলা হচ্ছে খুব খারাপ ৷ বিশেষজ্ঞদের মতে নিঃশ্বাস নেওয়ার অনুপযুক্ত এই বাতাস (Delhi air quality drops to very poor category) ৷

গত কয়েক দিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মানের অবস্থা খারাপ (Delhi Air Quality) ৷ যানবাহনের দূষণ, দীপাবলি ও ছট পুজোর বাজির ধোঁয়া, পঞ্জাব, উত্তরপ্রদেশের মতো প্রতিবেশি রাজ্যগুলিতে শীতকালে যে খড়কুটো, আগাছা পোড়ানো হয় তার সামগ্রিক প্রভাব দিল্লির বাতাসে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷ দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে বাতাসের AQI পৌঁছে গিয়েছে 372 পয়েন্টে ৷ পুসা ও লোধি রোড এলাকায় এই মান যথাক্রমে 372 ও 326 ৷ দিল্লি বিমানবন্দর চত্বরে এই মান পৌঁছেছে 349-এ (air quality of national capital) ৷

আরও পড়ুন: 'বিজেপির উদ্দেশ্য ভালো নয় !' অভিন্ন দেওয়ানি নীতি প্রসঙ্গে মন্তব্য কেজরির

বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধেছে বিজেপি ৷ উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, "দিল্লির বাতাসে দূষণের মাত্রা বাড়ছে ৷ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এখন উচিত এখানে থেকে ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখা ৷ তা না করে উনি গুজরাতে ঘুরতে গিয়েছেন ৷ যদি দিল্লির বিষয়ে ওনার কোনও চিন্তাই না থাকে তাহলে ওনার উচিত পঞ্জাবে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া ৷"

নয়াদিল্লি, 30 অক্টোবর: দিল্লির বাতাসের গুণগত মান আরও নামল ৷ রবিবার সকালের তথ্য অনুযায়ী, রাজাধানীর বাতাসের গুণগত মান বা একিউআই (AQI) 350-এ নেমেছে ৷ যাকে বলা হচ্ছে খুব খারাপ ৷ বিশেষজ্ঞদের মতে নিঃশ্বাস নেওয়ার অনুপযুক্ত এই বাতাস (Delhi air quality drops to very poor category) ৷

গত কয়েক দিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মানের অবস্থা খারাপ (Delhi Air Quality) ৷ যানবাহনের দূষণ, দীপাবলি ও ছট পুজোর বাজির ধোঁয়া, পঞ্জাব, উত্তরপ্রদেশের মতো প্রতিবেশি রাজ্যগুলিতে শীতকালে যে খড়কুটো, আগাছা পোড়ানো হয় তার সামগ্রিক প্রভাব দিল্লির বাতাসে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷ দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে বাতাসের AQI পৌঁছে গিয়েছে 372 পয়েন্টে ৷ পুসা ও লোধি রোড এলাকায় এই মান যথাক্রমে 372 ও 326 ৷ দিল্লি বিমানবন্দর চত্বরে এই মান পৌঁছেছে 349-এ (air quality of national capital) ৷

আরও পড়ুন: 'বিজেপির উদ্দেশ্য ভালো নয় !' অভিন্ন দেওয়ানি নীতি প্রসঙ্গে মন্তব্য কেজরির

বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধেছে বিজেপি ৷ উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, "দিল্লির বাতাসে দূষণের মাত্রা বাড়ছে ৷ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এখন উচিত এখানে থেকে ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখা ৷ তা না করে উনি গুজরাতে ঘুরতে গিয়েছেন ৷ যদি দিল্লির বিষয়ে ওনার কোনও চিন্তাই না থাকে তাহলে ওনার উচিত পঞ্জাবে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.