ETV Bharat / bharat

মার্চেন্ট নেভির জাহাজে আক্রমণকারীদের প্রয়োজনের সমুদ্রের গভীর থেকে খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি রাজনাথের - এমভি সাই বাবা

Defence Minister Rajnath Singh: গত শনিবার মার্চেন্ট নেভির দু’টি জাহাজ আক্রান্ত হয় মাঝ সমুদ্রে ৷ তার পর ওই জাহাজ দু’টিতে নিরাপত্তার ব্যবস্থা করেছে নৌবাহিনী ৷ কিন্তু আক্রমণের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

Defence Minister Rajnath Singh
Defence Minister Rajnath Singh
author img

By PTI

Published : Dec 26, 2023, 7:45 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর: মার্চেন্ট নেভির এমভি কেম প্লুটো ও এমভি সাই বাবা-র উপর আক্রমণ নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ মঙ্গলবার তিনি জানিয়েছেন, প্রয়োজনে সমুদ্রের গভীর থেকে আক্রমণকারীদের খুঁজে আনা হবে ৷ এ দিন স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস ইম্ফল-এ কার্যকর হয় ৷ তার পর ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তখনই তিনি এই কথা বলেন৷ পাশাপাশি জানান যে মার্চেন্ট নেভির জাহাজে হামলার পর ভারত সমুদ্রে টহল জোরদার করেছে ।

রাজনাথ সিং বলেন, "ভারত সরকার এমভি কেম প্লুটোতে ড্রোন হামলা এবং লোহিত সাগরে এমভি সাই বাবার উপর হামলাকে গুরুত্ব সহকারে নিয়েছে । যারা মার্চেন্ট নেভির জাহাজে সাম্প্রতিক হামলা চালিয়েছে, আমরা তাদের সমুদ্রের গভীর থেকে খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব ।"

এমভি কেম প্লুটোতে 21 জন ভারতীয় সদস্য রয়েছেন ৷ শনিবার পোরবন্দর থেকে প্রায় 217 নটিক্যাল মাইল দূরে একটি ড্রোন দ্বারা আঘাত হানে ওই জাহাজের উপর ৷ এর পরে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে জাহাজটিকে নিরাপত্তা দেওয়ার কাজ শুরু করেছে ৷

অন্যদিকে গ্যাবন-পতাকাবাহী বাণিজ্যিক অপরিশোধিত তেলের একটি ট্যাঙ্কার, যাতে 25 জন ভারতীয় রয়েছে, ওই জাহাজটি দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলার মুখে পড়েছে বলে জানা গিয়েছে । বাণিজ্যিক তেল ট্যাঙ্কারটি ভারতীয় পতাকাবাহী জাহাজ ছিল না বলে জানা গিয়েছে ।

এদিকে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানিয়েছেন, মার্চেন্ট নেভির জাহাজে জলদস্যুদের আক্রমণ ঠেকাতে এবং ড্রোন হামলা মোকাবিলায় চারটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে । সেগুলি হল পি-8I বিমান, ডর্নিয়ার, সি গার্ডিয়ান, হেলিকপ্টার এবং উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ৷ সবগুলোই যৌথভাবে মোতায়েন করা হয়েছে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. মুম্বই বন্দরে আসছে বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটো, নিরাপদে 20 জন ভারতীয়-সহ 21 নাবিক
  2. গুজরাত উপকূল থেকে দূরত্ব 370 কিমি, আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা

মুম্বই, 26 ডিসেম্বর: মার্চেন্ট নেভির এমভি কেম প্লুটো ও এমভি সাই বাবা-র উপর আক্রমণ নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ মঙ্গলবার তিনি জানিয়েছেন, প্রয়োজনে সমুদ্রের গভীর থেকে আক্রমণকারীদের খুঁজে আনা হবে ৷ এ দিন স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস ইম্ফল-এ কার্যকর হয় ৷ তার পর ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তখনই তিনি এই কথা বলেন৷ পাশাপাশি জানান যে মার্চেন্ট নেভির জাহাজে হামলার পর ভারত সমুদ্রে টহল জোরদার করেছে ।

রাজনাথ সিং বলেন, "ভারত সরকার এমভি কেম প্লুটোতে ড্রোন হামলা এবং লোহিত সাগরে এমভি সাই বাবার উপর হামলাকে গুরুত্ব সহকারে নিয়েছে । যারা মার্চেন্ট নেভির জাহাজে সাম্প্রতিক হামলা চালিয়েছে, আমরা তাদের সমুদ্রের গভীর থেকে খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব ।"

এমভি কেম প্লুটোতে 21 জন ভারতীয় সদস্য রয়েছেন ৷ শনিবার পোরবন্দর থেকে প্রায় 217 নটিক্যাল মাইল দূরে একটি ড্রোন দ্বারা আঘাত হানে ওই জাহাজের উপর ৷ এর পরে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে জাহাজটিকে নিরাপত্তা দেওয়ার কাজ শুরু করেছে ৷

অন্যদিকে গ্যাবন-পতাকাবাহী বাণিজ্যিক অপরিশোধিত তেলের একটি ট্যাঙ্কার, যাতে 25 জন ভারতীয় রয়েছে, ওই জাহাজটি দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলার মুখে পড়েছে বলে জানা গিয়েছে । বাণিজ্যিক তেল ট্যাঙ্কারটি ভারতীয় পতাকাবাহী জাহাজ ছিল না বলে জানা গিয়েছে ।

এদিকে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানিয়েছেন, মার্চেন্ট নেভির জাহাজে জলদস্যুদের আক্রমণ ঠেকাতে এবং ড্রোন হামলা মোকাবিলায় চারটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে । সেগুলি হল পি-8I বিমান, ডর্নিয়ার, সি গার্ডিয়ান, হেলিকপ্টার এবং উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ৷ সবগুলোই যৌথভাবে মোতায়েন করা হয়েছে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. মুম্বই বন্দরে আসছে বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটো, নিরাপদে 20 জন ভারতীয়-সহ 21 নাবিক
  2. গুজরাত উপকূল থেকে দূরত্ব 370 কিমি, আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.