ETV Bharat / bharat

Rajnath on War: ভারত আগবাড়িয়ে যুদ্ধ করে না, পরোক্ষে চিনকে বার্তা রাজনাথের

মঙ্গলবার অরুণাচল প্রদেশে এক অনুষ্ঠানে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তিনি সেখানে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সক্ষমতার প্রশংসা করেন ৷ পাশাপাশি নাম না করে চিনকেও বার্তা দেন ৷ ভারত নিজে থেকে যুদ্ধ বাধায় না বলেও জানিয়ে দেন ৷

Defence Minister Rajnath Singh
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
author img

By

Published : Jan 3, 2023, 3:43 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মাটিতে দাঁড়িয়ে নাম না করে চিনকে (China) বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ মঙ্গলবার তিনি স্পষ্ট বলেছেন, ‘‘ভারত কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি বা কোনও দেশের কাছ থেকে এক ইঞ্চি জমিও দখল করেনি ৷ তবে এটাকে ভারতের দুর্বলতা হিসেবে ভেবে নেওয়া উচিত নয় ৷’’ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছে, দেশের ভূখণ্ড রক্ষার জন্য সীমান্তে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সমস্ত ক্ষমতা রয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছরের শেষের দিকে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষ হয় (India-China Faceoff) ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের অংশ দখলের চেষ্টা করতে এসেছিল চিন, সেই সময়ই এই ঘটনা ঘটে বলে সরকারি তরফে জানা গিয়েছিল ৷ যদিও চিনের বিরুদ্ধে ভারতের জমি দখল বা দখলের চেষ্টার অভিযোগ আগেও উঠেছে ৷ সেই প্রসঙ্গেই এদিন কার্যত পালটা হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং ৷

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ‘‘সেনাবাহিনী সীমান্তে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ।’’ একই সঙ্গে তিনি বলেন, "ভারত এমন একটি দেশ যা কখনোই যুদ্ধকে উৎসাহিত করে না এবং সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ।’’

তাঁর আরও দাবি, ‘‘এটা (দর্শন) আমাদের দর্শন ভগবান রাম এবং ভগবান বুদ্ধের শিক্ষা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ।" একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কেউ উসকানি দিলে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার সামর্থ্য আছে ভারতের ৷

উত্তর-পূর্ব ভারতে পরিকাঠামোর গুরুত্বপূর্ণ মান উন্নত করার বিষয়েও কথা বলেন রাজনাথ সিং ৷ তিনি বলেন, "মোদি সরকার দেশের মানুষের জন্য, বিশেষ করে উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের জন্য আরও ভালো এবং মসৃণ যাতায়াতে সুবিধা দিতে কাজ করছে ৷ এই রাস্তাগুলি উল্লেখযোগ্য কৌশলগত দৃষ্টিকোণ থেকেও ।"

এদিন প্রতিরক্ষা মন্ত্রী অরুণাচল প্রদেশ, লাদাখ এবং মিজোরামে মেডিক্যাল পরিদর্শন কক্ষে তিনটি টেলিমেডিসিন নোডেরও উদ্বোধন করেন । এই উদ্বোধনের পর তিনি বলেন, "এই নোডগুলি টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে চিকিৎসা ও অস্ত্রোপচারের মতো জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য স্থাপন করা হল ৷ এগুলি স্থানীয় মানুষের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত চাহিদায় অনেক সাহায্য করবে ।"

আরও পড়ুন: গালওয়ান, তাওয়াংয়ে ভারতীয় সেনা প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে, বললেন রাজনাথ

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মাটিতে দাঁড়িয়ে নাম না করে চিনকে (China) বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ মঙ্গলবার তিনি স্পষ্ট বলেছেন, ‘‘ভারত কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি বা কোনও দেশের কাছ থেকে এক ইঞ্চি জমিও দখল করেনি ৷ তবে এটাকে ভারতের দুর্বলতা হিসেবে ভেবে নেওয়া উচিত নয় ৷’’ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছে, দেশের ভূখণ্ড রক্ষার জন্য সীমান্তে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সমস্ত ক্ষমতা রয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছরের শেষের দিকে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষ হয় (India-China Faceoff) ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের অংশ দখলের চেষ্টা করতে এসেছিল চিন, সেই সময়ই এই ঘটনা ঘটে বলে সরকারি তরফে জানা গিয়েছিল ৷ যদিও চিনের বিরুদ্ধে ভারতের জমি দখল বা দখলের চেষ্টার অভিযোগ আগেও উঠেছে ৷ সেই প্রসঙ্গেই এদিন কার্যত পালটা হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং ৷

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ‘‘সেনাবাহিনী সীমান্তে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ।’’ একই সঙ্গে তিনি বলেন, "ভারত এমন একটি দেশ যা কখনোই যুদ্ধকে উৎসাহিত করে না এবং সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ।’’

তাঁর আরও দাবি, ‘‘এটা (দর্শন) আমাদের দর্শন ভগবান রাম এবং ভগবান বুদ্ধের শিক্ষা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ।" একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কেউ উসকানি দিলে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার সামর্থ্য আছে ভারতের ৷

উত্তর-পূর্ব ভারতে পরিকাঠামোর গুরুত্বপূর্ণ মান উন্নত করার বিষয়েও কথা বলেন রাজনাথ সিং ৷ তিনি বলেন, "মোদি সরকার দেশের মানুষের জন্য, বিশেষ করে উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের জন্য আরও ভালো এবং মসৃণ যাতায়াতে সুবিধা দিতে কাজ করছে ৷ এই রাস্তাগুলি উল্লেখযোগ্য কৌশলগত দৃষ্টিকোণ থেকেও ।"

এদিন প্রতিরক্ষা মন্ত্রী অরুণাচল প্রদেশ, লাদাখ এবং মিজোরামে মেডিক্যাল পরিদর্শন কক্ষে তিনটি টেলিমেডিসিন নোডেরও উদ্বোধন করেন । এই উদ্বোধনের পর তিনি বলেন, "এই নোডগুলি টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে চিকিৎসা ও অস্ত্রোপচারের মতো জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য স্থাপন করা হল ৷ এগুলি স্থানীয় মানুষের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত চাহিদায় অনেক সাহায্য করবে ।"

আরও পড়ুন: গালওয়ান, তাওয়াংয়ে ভারতীয় সেনা প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে, বললেন রাজনাথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.