ETV Bharat / bharat

Defence Export: 7 বছরে প্রতিরক্ষায় 38 হাজার কোটি টাকার সরঞ্জাম রফতানি, দাবি রাজনাথের

author img

By

Published : Dec 4, 2021, 6:38 PM IST

প্রতিরক্ষা ক্ষেত্রেও (Defence Export of India) আত্মনির্ভরতা বাড়ানোর ডাক দিয়েছে কেন্দ্র । একইসঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যেও খুব একটা পিছিয়ে নেই ভারত, দাবি রাজনাথের (Defence Minister Rajnath Singh) ।

Defence Export of India have crossed 38000 crore in last seven years claims Rajnath Singh
প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা রাজনাথের ।

নয়াদিল্লি, 04 ডিসেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রেও (Defence Export of India) আত্মনির্ভরতা বাড়ানোর ডাক দিয়েছে কেন্দ্র । একইসঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যের বাজারেও খুব একটা পিছিয়ে নেই ভারত । শনিবার এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) । তিনি জানিয়েছেন, গত 7 বছরে 38 হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে সরকার । প্রতিরক্ষা সরঞ্জাম-সহ সব ধরনের পণ্যের ক্ষেত্রেই খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে ভারত অন্যতম রফতানিকারী দেশ হিসেবে উঠে আসবে বলে আশাবাদী তিনি ।

সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স আয়োজিত ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প (Micro, Small and Medium Enterprises) নিয়ে এদিন একটি সমাবেশে যোগ দেন রাজনাথ । সেখানে তিনি বলেন, ‘‘85 হাজার কোটি টাকার মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্প রয়েছে আমাদের ৷ এর মধ্যে বেসরকারি ক্ষেত্রের নিয়োগ রয়েছে 18 হাজার কোটি টাকা ৷’’

আরও পড়ুন: Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের

ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পদ্যোগীদের উদ্দেশে রাজনাথ বলেন, ‘‘নতুন প্রযুক্তি, নতুন পণ্য নিয়ে এগিয়ে আসুন আপনারা ৷ ব্যবসা ছোট বলে আপনাদের পক্ষে উদ্ভাবন সম্ভব নয়, এমন ভাববেন না ৷ কারণ গত 7 বছরে সরকারের উদ্যোগে 38 হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা গিয়েছে ৷’’ রাজনাথ জানিয়েছেন, এই মুহূর্তে ভারত 70টি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে ৷ স্টটহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2020-র রিপোর্ট তুলে ধরে রাজনাথ বলেন, ‘‘প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারী দেশের তালিকায় 25 নম্বরে রয়েছে ভারত ৷’’

রাজনাথের দাবি, বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রেও উদ্ভাবনী শক্তি, গবেষণা এবং স্টার্টআপের সংখ্যা বেড়েছে ৷ তাই ছোট ব্যবসায়ীদের পাশে পেলে দেশের জাতীয় নিরাপত্তাও আরও মজবুত হবে বলে মত তাঁর ৷

আরও পড়ুন: Shiv Sena opinion on opposition alliance : কংগ্রেসহীন বিরোধী জোট নিয়ে ‘বাঘিনী’ মমতার সঙ্গে একমত নয় শিবসেনা

নয়াদিল্লি, 04 ডিসেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রেও (Defence Export of India) আত্মনির্ভরতা বাড়ানোর ডাক দিয়েছে কেন্দ্র । একইসঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যের বাজারেও খুব একটা পিছিয়ে নেই ভারত । শনিবার এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) । তিনি জানিয়েছেন, গত 7 বছরে 38 হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে সরকার । প্রতিরক্ষা সরঞ্জাম-সহ সব ধরনের পণ্যের ক্ষেত্রেই খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে ভারত অন্যতম রফতানিকারী দেশ হিসেবে উঠে আসবে বলে আশাবাদী তিনি ।

সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স আয়োজিত ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প (Micro, Small and Medium Enterprises) নিয়ে এদিন একটি সমাবেশে যোগ দেন রাজনাথ । সেখানে তিনি বলেন, ‘‘85 হাজার কোটি টাকার মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্প রয়েছে আমাদের ৷ এর মধ্যে বেসরকারি ক্ষেত্রের নিয়োগ রয়েছে 18 হাজার কোটি টাকা ৷’’

আরও পড়ুন: Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের

ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পদ্যোগীদের উদ্দেশে রাজনাথ বলেন, ‘‘নতুন প্রযুক্তি, নতুন পণ্য নিয়ে এগিয়ে আসুন আপনারা ৷ ব্যবসা ছোট বলে আপনাদের পক্ষে উদ্ভাবন সম্ভব নয়, এমন ভাববেন না ৷ কারণ গত 7 বছরে সরকারের উদ্যোগে 38 হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা গিয়েছে ৷’’ রাজনাথ জানিয়েছেন, এই মুহূর্তে ভারত 70টি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে ৷ স্টটহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2020-র রিপোর্ট তুলে ধরে রাজনাথ বলেন, ‘‘প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারী দেশের তালিকায় 25 নম্বরে রয়েছে ভারত ৷’’

রাজনাথের দাবি, বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রেও উদ্ভাবনী শক্তি, গবেষণা এবং স্টার্টআপের সংখ্যা বেড়েছে ৷ তাই ছোট ব্যবসায়ীদের পাশে পেলে দেশের জাতীয় নিরাপত্তাও আরও মজবুত হবে বলে মত তাঁর ৷

আরও পড়ুন: Shiv Sena opinion on opposition alliance : কংগ্রেসহীন বিরোধী জোট নিয়ে ‘বাঘিনী’ মমতার সঙ্গে একমত নয় শিবসেনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.