নয়া দিল্লি, 21 জুলাই : জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে লাল কেল্লা (Red Fort) ৷ সাধারণত, স্বাধীনতা দিবসের এক সপ্তাহ আগে থেকেই লালকেল্লা বন্ধ করে দেওয়া হয় ৷ তবে এবার বাড়তি সতর্কতা হিসেবে আরও আগে থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে লাল কেল্লা ৷ 21 জুলাই থেকে 15 অগস্ট স্বাধীনতা দিবস (Independence Day, 2021) উদযাপন শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archaeological Survey of India) ৷
আরও পড়ুন : স্বাধীনতা দিবসের প্রাক্কালে আকাশপথে নাশকতার শঙ্কা, নিরাপত্তার চাদরে দিল্লি
প্রতি বছর সাধারণত স্বাধীনতা দিবসের এক সপ্তাহ আগে থেকে বন্ধ রাখা হয় লাল কেল্লা (Red Fort) ৷ কিন্তু এবার পরিস্থিতি একটু অন্যরকম ৷ 27 জুন জম্মু বিমান বন্দরে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয় ৷ তার পর থেকে জম্মু-কাশ্মীরে যে কোনও রকমের ড্রোন ব্যবহার, রাখা নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার ৷
এদিকে, স্বাধীনতার আগে আকাশপথে ড্রোনে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন ৷ গোপন সূত্রে এই খবর পেয়েছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যে রাজধানীতে কড়া সতর্কতা (Terror Alert) জারি করা হয়েছে ৷ ড্রোন বা ওই রকম কোনও যান ওড়ানো নিষিদ্ধ দিল্লিতে ৷ জানিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার বালাজি শ্রীবাস্তব ৷ প্রত্যেক জেলার ডিসিপিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷