ETV Bharat / bharat

God Answered Lottery Prize: লটারিতে ছুমন্তর ! দেনার দায়ে বাড়ি বিক্রির দু'ঘণ্টা আগে 1 কোটি জয় ব্যক্তির - লটারির টিকিট

মেয়ের বিয়ে, ব্যবসায় ক্ষতি মিলিয়ে ব্য়াংক আর আত্মীয়দের থেকে লক্ষ লক্ষ টাকা ধার করেছিলেন মহম্মদ বাভা ৷ ঋণ শোধ করতে পারছিলেন না কিছুতেই ৷ দেনার দায়ে নতুন বাড়িটা বিক্রিই একমাত্র পথ ছিল পাঁচ সন্তানের বাবার কাছে (Kerala man won Lottery Prize) ৷

JKerala Man wins Crore in Lottery
কেরালায় লটারিতে কোটিপতি
author img

By

Published : Jul 28, 2022, 2:22 PM IST

কাসারগড়, 28 জুলাই: বউয়ের নামে ভাগ্য ফেরানোর প্রার্থনা করেছিলেন ৷ আর ভগবান তা শুধু শোনেনইনি, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন ! অর্থনৈতিক অনটনে নতুন বাড়িটি বিক্রি করে দিচ্ছিলেন কেরালার মহম্মদ বাভা ৷ রবিবার তারই অগ্রিম নেওয়ার কথা ছিল ৷ কিন্তু লটারির টিকিট কাটা আর অগ্রিম নেওয়ার 2 ঘণ্টার মধ্যে পুরো ছবিটাই বদলে গেল ৷ সিনেমার মতো, লটারিতে এক কোটি টাকা জিতলেন বাভা (Debt-ridden Kerala man wins Rs 1 crore in lottery hours before selling house) ৷

উত্তর কেরালার মঞ্জেশ্বরের বাসিন্দা মহম্মদ বাভা ৷ রিয়্যাল এস্টেট ব্যবসায় বিপুল ক্ষতি এবং দুই মেয়ের বিয়ে দিতে গিয়ে প্রায় 50 লক্ষ টাকা ধার করে ফেলেছিলেন তিনি ৷ আত্মীয়স্বজন থেকে ব্যাংক, কোথাওই দেনা মেটাতে পারছিলেন না বাভা ৷ তাই শেষে একেবারে নতুন তৈরি বাড়িটা বেচে দেবেন বলে ঠিক করেন ৷

আরও পড়ুন: কোটি টাকার লটারি জিতে রাতভর প্রাণভয়ে কলাবাগানে লুকিয়ে দিনমজুর

রবিবার দুপুর নাগাদ হঠাৎ কী যে মনে হল ! কেরালা সরকারের ফিফটি-ফিফটি লটারির টিকিট কাটলেন দেনায় বিধ্বস্ত বাভা ৷ ভাবলেন, যদি কোনও সুরাহা হয় ৷ 50 বছর বয়সি কেরালার বাসিন্দা বলেন, "রবিবার বিকেল সাড়ে তিনটের সময় লটারির ফলাফল ঘোষণা হয় ৷ সৌভাগ্য এই যে আমি পুরস্কারটা পেয়ে গেলাম ৷ এর আগে বাড়ির ক্রেতারা জানিয়েছিলেন, তাঁরা বিকেল 5.30 মিনিট নাগাদ বাড়ি কেনার অগ্রিম টাকা দিয়ে যাবেন ৷"

তাঁরা এসে কী দেখলেন ? পাঁচটি সন্তানের বাবা তখন পরিবার, প্রতিবেশীদের সঙ্গে উৎসবে মত্ত ৷ কোটিপতি বাভা বললেন, "যাঁরা যাঁরা জানতে পেরেছিলেন যে আমি জ্যাকপট জিতেছি তাঁরা সবাই বাড়িতে হাজির ৷" ব্যস! বাতিল বাড়ি বিক্রি ! বাভা জানিয়েছেন, তিনি সাধারণত লটারির টিকিট কিনতেন না ৷ তবে লটারির এজেন্ট ব্যক্তিটি তাঁর পরিচিত ৷ তিনি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কখনও কখনও কয়েকটি টিকিট দিয়ে যেতেন ৷ তবে এই টিকিটটা খুব দুশ্চিন্তার মধ্যেই কিনেছিলেন বাভা ৷ সে যাই হোক, একেই বলে কিসমত কানেকশন ! তবে 1 কোটি থেকে করববাদ বেশ খানিকটা টাকা বাদ দিয়ে 63 লক্ষ পাবেন বাভা ৷

কাসারগড়, 28 জুলাই: বউয়ের নামে ভাগ্য ফেরানোর প্রার্থনা করেছিলেন ৷ আর ভগবান তা শুধু শোনেনইনি, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন ! অর্থনৈতিক অনটনে নতুন বাড়িটি বিক্রি করে দিচ্ছিলেন কেরালার মহম্মদ বাভা ৷ রবিবার তারই অগ্রিম নেওয়ার কথা ছিল ৷ কিন্তু লটারির টিকিট কাটা আর অগ্রিম নেওয়ার 2 ঘণ্টার মধ্যে পুরো ছবিটাই বদলে গেল ৷ সিনেমার মতো, লটারিতে এক কোটি টাকা জিতলেন বাভা (Debt-ridden Kerala man wins Rs 1 crore in lottery hours before selling house) ৷

উত্তর কেরালার মঞ্জেশ্বরের বাসিন্দা মহম্মদ বাভা ৷ রিয়্যাল এস্টেট ব্যবসায় বিপুল ক্ষতি এবং দুই মেয়ের বিয়ে দিতে গিয়ে প্রায় 50 লক্ষ টাকা ধার করে ফেলেছিলেন তিনি ৷ আত্মীয়স্বজন থেকে ব্যাংক, কোথাওই দেনা মেটাতে পারছিলেন না বাভা ৷ তাই শেষে একেবারে নতুন তৈরি বাড়িটা বেচে দেবেন বলে ঠিক করেন ৷

আরও পড়ুন: কোটি টাকার লটারি জিতে রাতভর প্রাণভয়ে কলাবাগানে লুকিয়ে দিনমজুর

রবিবার দুপুর নাগাদ হঠাৎ কী যে মনে হল ! কেরালা সরকারের ফিফটি-ফিফটি লটারির টিকিট কাটলেন দেনায় বিধ্বস্ত বাভা ৷ ভাবলেন, যদি কোনও সুরাহা হয় ৷ 50 বছর বয়সি কেরালার বাসিন্দা বলেন, "রবিবার বিকেল সাড়ে তিনটের সময় লটারির ফলাফল ঘোষণা হয় ৷ সৌভাগ্য এই যে আমি পুরস্কারটা পেয়ে গেলাম ৷ এর আগে বাড়ির ক্রেতারা জানিয়েছিলেন, তাঁরা বিকেল 5.30 মিনিট নাগাদ বাড়ি কেনার অগ্রিম টাকা দিয়ে যাবেন ৷"

তাঁরা এসে কী দেখলেন ? পাঁচটি সন্তানের বাবা তখন পরিবার, প্রতিবেশীদের সঙ্গে উৎসবে মত্ত ৷ কোটিপতি বাভা বললেন, "যাঁরা যাঁরা জানতে পেরেছিলেন যে আমি জ্যাকপট জিতেছি তাঁরা সবাই বাড়িতে হাজির ৷" ব্যস! বাতিল বাড়ি বিক্রি ! বাভা জানিয়েছেন, তিনি সাধারণত লটারির টিকিট কিনতেন না ৷ তবে লটারির এজেন্ট ব্যক্তিটি তাঁর পরিচিত ৷ তিনি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কখনও কখনও কয়েকটি টিকিট দিয়ে যেতেন ৷ তবে এই টিকিটটা খুব দুশ্চিন্তার মধ্যেই কিনেছিলেন বাভা ৷ সে যাই হোক, একেই বলে কিসমত কানেকশন ! তবে 1 কোটি থেকে করববাদ বেশ খানিকটা টাকা বাদ দিয়ে 63 লক্ষ পাবেন বাভা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.