ETV Bharat / bharat

Illicit Liquor takes Lives: বিষমদের মর্মান্তিক পরিণতি, প্রধানমন্ত্রীর রাজ্যে প্রাণ গেল 22 জনের! - গুজরাতে বিষমদ খেয়ে মৃত 22

গুজরাতের ধন্ধুকা, ভাবনগর এবং বোটাদ-সহ আশেপাশের আরও কয়েকটি অঞ্চলে বিষাক্ত মদ পান করে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে (22 people feared dead due to illicit liquor in Gujarat)।

Illicit Liquor
বিষমদ খেয়ে মৃত 22
author img

By

Published : Jul 26, 2022, 11:12 AM IST

Updated : Jul 26, 2022, 12:27 PM IST

আহমেদাবাদ, 26 জুলাই: খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে বিষমদ খেয়ে মৃত 22 ৷ আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি আরও প্রায় 25 জন ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা (22 people feared dead due to illicit liquor in Gujarat) ৷ মূলত বোটাদ জেলার কয়েকটি গ্রামে রবিবার থেকে বিষমদ খেয়ে অসুস্থ ও মৃতের সংখ্যা বাড়ছে ৷ এন্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) পুরো ঘটনার তদন্তে নেমেছে । আইজি অশোক যাদবও একটি এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : বিষমদ কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর

প্রথমে বোটাদের রোজিদ গ্রামে বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন 10 জন । তাঁদের চিকিৎসার জন্য দুটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কার মধ্যে 6 জনের মৃত্যু হয় ৷ পরে ধুন্ধুকা এবং ভাবনগর জেলায় অন্তত 14 থেকে 20 জন বিষাক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন । ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে থাকে ৷ আমেদাবাদ রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল ভি. চন্দ্রশেখর জানায়, ধন্ধুকা তালুকা থেকে চারটি মৃতদেহ সরকারি হাসপাতালে আনা হয়েছে, অন্য চারজন চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল । ওই কর্মকর্তা আরও জানান, মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট আসার পরই পুলিশ জানতে পারবে তারা কোনও রাসায়নিকের কারণে মারা গিয়েছে নাকি অন্য কোনও কারণে । তবে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, নিহত ও চিকিৎসাধীন ব্যক্তিরা রবিবার রাতে দেশি মদ পান করেছিল ।

এদিকে পার্শ্ববর্তী বোটাদ জেলায় আরও 2 জন রোগী হাসপাতালে পরে ভর্তি হন । খবর পেয়ে ভাবনগর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অশোক কুমার যাদব পৌঁছন বোটাদে । ভাবনগর জেলা হাসপাতালের একটি মেডিক্যাল দলকেও বোটাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় ৷ প্রসঙ্গত, গুজরাটে মদ বিক্রি এব তৈরিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজ্যে দেশে তৈরি এবং আইএমএফএল (Indian Made Foreign Liquor) মদ সহজেই পাওয়া যায় ।

আহমেদাবাদ, 26 জুলাই: খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে বিষমদ খেয়ে মৃত 22 ৷ আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি আরও প্রায় 25 জন ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা (22 people feared dead due to illicit liquor in Gujarat) ৷ মূলত বোটাদ জেলার কয়েকটি গ্রামে রবিবার থেকে বিষমদ খেয়ে অসুস্থ ও মৃতের সংখ্যা বাড়ছে ৷ এন্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) পুরো ঘটনার তদন্তে নেমেছে । আইজি অশোক যাদবও একটি এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : বিষমদ কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর

প্রথমে বোটাদের রোজিদ গ্রামে বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন 10 জন । তাঁদের চিকিৎসার জন্য দুটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কার মধ্যে 6 জনের মৃত্যু হয় ৷ পরে ধুন্ধুকা এবং ভাবনগর জেলায় অন্তত 14 থেকে 20 জন বিষাক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন । ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে থাকে ৷ আমেদাবাদ রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল ভি. চন্দ্রশেখর জানায়, ধন্ধুকা তালুকা থেকে চারটি মৃতদেহ সরকারি হাসপাতালে আনা হয়েছে, অন্য চারজন চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল । ওই কর্মকর্তা আরও জানান, মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট আসার পরই পুলিশ জানতে পারবে তারা কোনও রাসায়নিকের কারণে মারা গিয়েছে নাকি অন্য কোনও কারণে । তবে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, নিহত ও চিকিৎসাধীন ব্যক্তিরা রবিবার রাতে দেশি মদ পান করেছিল ।

এদিকে পার্শ্ববর্তী বোটাদ জেলায় আরও 2 জন রোগী হাসপাতালে পরে ভর্তি হন । খবর পেয়ে ভাবনগর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অশোক কুমার যাদব পৌঁছন বোটাদে । ভাবনগর জেলা হাসপাতালের একটি মেডিক্যাল দলকেও বোটাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় ৷ প্রসঙ্গত, গুজরাটে মদ বিক্রি এব তৈরিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজ্যে দেশে তৈরি এবং আইএমএফএল (Indian Made Foreign Liquor) মদ সহজেই পাওয়া যায় ।

Last Updated : Jul 26, 2022, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.