আহমেদাবাদ, 26 জুলাই: খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে বিষমদ খেয়ে মৃত 22 ৷ আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি আরও প্রায় 25 জন ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা (22 people feared dead due to illicit liquor in Gujarat) ৷ মূলত বোটাদ জেলার কয়েকটি গ্রামে রবিবার থেকে বিষমদ খেয়ে অসুস্থ ও মৃতের সংখ্যা বাড়ছে ৷ এন্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) পুরো ঘটনার তদন্তে নেমেছে । আইজি অশোক যাদবও একটি এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন : বিষমদ কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর
প্রথমে বোটাদের রোজিদ গ্রামে বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন 10 জন । তাঁদের চিকিৎসার জন্য দুটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কার মধ্যে 6 জনের মৃত্যু হয় ৷ পরে ধুন্ধুকা এবং ভাবনগর জেলায় অন্তত 14 থেকে 20 জন বিষাক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন । ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে থাকে ৷ আমেদাবাদ রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল ভি. চন্দ্রশেখর জানায়, ধন্ধুকা তালুকা থেকে চারটি মৃতদেহ সরকারি হাসপাতালে আনা হয়েছে, অন্য চারজন চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল । ওই কর্মকর্তা আরও জানান, মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট আসার পরই পুলিশ জানতে পারবে তারা কোনও রাসায়নিকের কারণে মারা গিয়েছে নাকি অন্য কোনও কারণে । তবে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, নিহত ও চিকিৎসাধীন ব্যক্তিরা রবিবার রাতে দেশি মদ পান করেছিল ।
এদিকে পার্শ্ববর্তী বোটাদ জেলায় আরও 2 জন রোগী হাসপাতালে পরে ভর্তি হন । খবর পেয়ে ভাবনগর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অশোক কুমার যাদব পৌঁছন বোটাদে । ভাবনগর জেলা হাসপাতালের একটি মেডিক্যাল দলকেও বোটাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় ৷ প্রসঙ্গত, গুজরাটে মদ বিক্রি এব তৈরিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজ্যে দেশে তৈরি এবং আইএমএফএল (Indian Made Foreign Liquor) মদ সহজেই পাওয়া যায় ।